রাজধানীতে চলন্ত বাসে পেট্রল বোমা হামলা, দগ্ধ ২৯

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়অবরোধ চলাকালে চলন্ত একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রল বোমা হামলা চালিয়েছে। এতে প্রায় ২৯ জন যাত্রী দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। আহতরা হলেন, মোজাফ্‌ফর মোল্লা (৬০), ইশতিয়াক মোহাম্মদ বাবর (৩০), জয়নাল আবেদীন মোল্লা (৩০), পলাশ (৩৫), তাগবিরি ইসলাম সেতু (২৮), মো: শরিফ খান (৫০), সালমান আলমেদ (২০), নাজমুল (২৭), আল আমিন (২৮), ইয়াসিন আরাফাত রাজিব (৪০) ও তার স্ত্রী শহিদা আক্তার (৩০), মোশারফ হোসেন (৪০) ও তার ভাতিজা সালাহউদ্দিন (৩০), আব্দুল মান্নান (৬০), রাশেদ (২০), মোমেন (২৫), জমির আলী আলী (৪৪), নূর আলম (৩০), হারিস উদ্দীন (৩২), ফারুক হোসেন (২০), সুমন (২৫), রুবেল হোসেন (২২), আবুল হোসেন (৩৫), শাহজাহান সরদার (৬০), শহিদুল ইসলাম (৪০), আফরোজা (৩০), মো. জাবেদ (৩২), সানাউল্লাহ (৩০) ও খোকন (২৫)। আহতদের হাত-পাসহ শরীরের বিভিন্নস্থান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানায়, গতকাল রাত সোয়া ৯ টায় যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইলের কাঠেরপুলের মোল্লা ব্রিজের কাছে গুলিস্থান টু ডেমরা রুটে যাতায়াতকারী গ্লোরি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৪৮৮৬) নম্বরের একটি যাত্রীবাহী বাসে দুইজন কিশোর দুইটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে ওই বাসটিতে আগুন লেগে যায়। এসময় বাসের যাত্রীরা চিৎকার দিতে থাকেন। ওই আগুনে বাসের মধ্যে থাকা ২৯ জন যাত্রী দগ্ধ হন। এসময় পথচারীরা দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের স্বজনেরা এখবর পাওয়ার পরেই হাসপাতালে ছুটে আসেন। অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। আহতদের সেবা দেয়ার জন্য সেখানকার চিকিৎসকদের ছোটাছুটি করতে দেখা যায়।
দগ্ধ বাসের যাত্রী রং মিস্ত্রি আল-আমিন জানান, তিনি কনে দেখার জন্য গ্লোরি পরিবহনের একটি বাসে ডেমরায় যাচ্ছিলেন। ওই বাসে আমার খালু মোজাফফরসহ আরো পাঁচজন ছিল। তিনি আরো জানান, বাসের দরজার পাশের একটি সিটে বসেছিলেন। সিটের পাশের কাচের জানালা ছিল না। তাদের বহনকারী বাসটি মাতুয়াইল ইউনিয়নের সামনে এলেই দুই কিশোর একটি গলির মধ্যে থেকে এসে বাসের পেছন এবং মধ্যেখানে একটি করে মোট দুইটি পেট্রল বোমা মারে। বোমা মেরে তারা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ওই বাসটিতে আগুন ধরে গেলে তিনি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যান। আগুনে তার দুইহাত পুড়ে যায়। তিনি আরো বলেন, হামলার স্থানটি ছিল ফাঁকা। রোড লাইট ছিলনা। এতে করে হামলাকারীরা নিবিঘ্নে সেখান থেকে চলে যায়। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার ভাটাচর এলাকায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান জানান, বাসটির চলন্ত অবস্থায় থাকলেও গতি কম ছিল। এর আগেও সেখানে দুইবার পেট্রল হামলা হয়েছে কিন্তু, পুলিশ কোন কার্যকর উদ্যোগ নিতে পারেনি। আম্বুলেন্সের অভাবে আহতদের তাড়াতাড়ি হাসপাতালে নেয়া যায়নি। দগ্ধ জয়নাল আবেদীন মোল্লা জানান, তিনি নিউমার্কেটে একটি কাপড়ের দোকানে চাকরি করি। কাজ শেষে বাসে করে নারায়ণগঞ্জের আড়াই হাজারের বাসায় যাচ্ছিলাম। এসময় দুর্বৃত্তদের হামলায় তার বাম হাত ও গলার একপাশ পুড়ে যায়। আহতের আবুল হোসেনের ভাই হৃদয় জানান, তার ভাই গুলিস্থানে একটি বেকারিতে কাজ করেন। কাজ শেষে বাড়ি থেকে ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। তার দুইহাতসহ পিঠের এক অংশ পুড়ে গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করেন আরো জানান, আমরা গরিব মানুষ। কোন রাজনীতি বুঝিনা। আমাদের ওপর কেন এই হামলা? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের প্রধান অধ্যাপক সাজ্জাদ খন্দকার জানান, বাসে বর্বর পেট্রল হামলার ঘটনায় ২৯ জন দগ্ধ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩ জন নারী রয়েছেন। তবে কোন শিশু নেই। দগ্ধদের ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই ৯ জনের ৪০ শতাংশের ওপরে দগ্ধ হয়েছেন। শ্বাসনালী পুড়ে গেছে। তিনি আরো জানান, আর  আহতরা ২০ থেকে ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। অনেক রোগীর শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হওয়ার পাশাপাশি অনেকের বিভিন্নস্থানের হাড়ও ভেঙ্গে গেছে। ৮ জন চিকিৎসক তাদের চিকিৎসার কাজে নিয়োজিত আছেন। যাত্রাবাড়ি থানার ওসি অবনি শংকর রায় জানান, ঘটনাস্থলের কিছুদূর আগেই পুলিশ মোতায়েন ছিল। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা এবং তাদের আটকের জন্য বিভিন্নস্থানে অভিযান চলছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *