আইন অমান্য করে চুনারুঘাটে স’মিল স্থাপন করেছে প্রভাবশালী চক্র

শানখলা প্রতিনিধি ॥ সরকারের বন আইনকে অমান্য করে চুনারুঘাটের উপজেলার শাকির মোহাম্মদে স’মিল স্থাপন করেছে এক প্রভাবশালী চক্র। এ ব্যাপারে এলাকাবাসীর পে মোঃ শহিদুল ইসলামসহ যৌত স্বারে বিভাগীয় বন কর্মকর্তাসহ সরকারের উর্ধতন কর্মকর্মতা বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগে জানাযায়, উপজেলার শানখলা ইউনিয়নে শাকির মোহাম্মদ গ্রামের মোঃ আলফু মিয়ার পুত্র মোঃ সবুজ মিয়া ১৫/২০দিন পূর্বে শাকির মোহাম্মদ বাজারে একটি স’মিল স্থাপন করে। উক্ত স’মিলটির মাধ্যমে রঘুনন্দন, সাতছড়ি বন বিভাগের সেগুনসহ বিভিন্ন প্রজাতির সরকারী বনজ সম্পদ চোরাকারবারীরা প্রতিনিয়িত কেটে নিয়ে এসে চিরাই করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। ফলে সরকারের বনজ সম্পদ হুমকির সম্মখিন হবে । অভিযোগে আরও জানায়ায় সরকারে আইনকে অমান্য করে সবুজ মিয়া কিভাবে স’মিল ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে বন কর্মকর্তাসহ জোর দাবী জানান এলাকার লোকজন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *