চুনারুঘাটে ইছালিয়া ছড়া থেকে রাতের আধারে বালু উত্তোলন

আসামপাড়া প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের চৈইতল্লা বাড়ির সামনের ছড়া থেকে প্রতিদিনি ভোর ৫ টা থেকে সকাল ৯ টা ও সন্ধা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অবৈধভাবে একদল বালু খেকুরা বালু উত্তোলন করে। সরেজমিনে দেখা যায় গতকাল মঙ্গলবার সন্ধায় ইছালিয়া থেকে বালু বোঝাই ট্রাক্টর নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে সেই বালু বিক্রি করা হয়। স্থানীয়রা জানায়, জারুলিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে ফজলু মিয়া ও মরম আলীর ছেলে আঃ মন্নানসহ একদল বালু খেকোরা প্রতিদিন ১৫/২০ গাড়ি বালু উত্তোলন করে। এই বালু মূল্য প্রতি গাড়ি ৪শত টাকা করে বিক্রি করে থাকে। ইছালিয়া ছড়ায় বর্তমানে কোন ধরনের লিজের অনুমোদন নেই। এর ফলে অবৈধভাবে প্রতিনিয়ত বালু উত্তোলন করে আসছে। যার ফলে সরকার বছরে হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব আয়। প্রশাসনের চোখে ফাকি দিয়ে প্রতিদিন রাতের আধারে বালু উত্তোলন করে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসন পদক্ষেপ নিলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব বলে এলাকাবাসী জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *