ভারতের পররাষ্ট্র সচিব বরখাস্ত

ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে বরখাস্ত করল মোদি প্রশাসন।

বুধবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

সুজাতার অবসরের ঠিক আট মাস আগে অপ্রত্যাশিত এই ঘোষণাটি এল। তার পরিবর্তে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করা সুব্রমানিয়াম জয়শঙ্করকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

দেশটিতে ২৮ বছর আগে এ ধরনের বরখাস্তের ঘটনা ঘটেছিল। ১৯৮৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজিব গান্ধী পররাষ্ট্র সচিব এপি ভেঙ্কটশরণকে বরখাস্ত করেছিলেন।

জানা গেছে, সুজাতা ও তার কাজের ব্যাপারে নাখোশ ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে তিনি বিষয়টি প্রকাশ্যেও এনেছেন। কিন্তু দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চেয়েছিলেন সুজাতা তার অবসরের আগ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাক।

ওবামার ভারত সফরের পর সুজাতাকে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্তটি ঘোষণা করা হলো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *