মৌলভীবাজারে টায়ারে জ্বালিয়ে অবরোধ

মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজারে শহরের শমসেরনগর রোডে বৃহস্পতিবার সকালে টায়ারে আগুন জ্বালিয়ে হরতালকারীরা রাস্তা অবরোধ করে।

এ সময় পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। থেমে থেমে কয়েক দফা এই ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

সকাল ৭টা থেকে শহরের শমসেরনগর রোডে জেলা ছাত্রদল আহবায়ক জাকির হোসেন উজ্জল ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাস চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করে। এ সময় এই সড়ক দিয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়।

সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোঁড়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়।

এদিকে হরতাল চলাকালে দূরপাল্লার কোনো যানবাহন মৌলভীবাজার থেকে ছেড়ে যেতে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইজিবাইক, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও দেশব্যাপী নেতাকর্মীদের উপর নির্যাতন, গ্রেফতার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপির ডাকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *