উপকারভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার সংরক্ষিত রঘুনন্দন বনাঞ্চল স্থানীয় ধনাঢ্য প্রভাবশালীরা গিলে খাচ্ছে। উপকারভোগী নির্বাচনের নামে বিভিন্ন কৌশলে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা। বনের ভিতরে একই পরিবারের একাধিক সদস্য উপকার ভোগীর নামে বনের অভ্যন্তরে ঘর বাড়ি নির্মাণ করেছে। এছাড়া বনের মূল্যবান গাছপালা  পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয় ও বন বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটে অংশীদারিত্বের ভিত্তিতে উপকার ভোগী নির্বাচিত করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি পরিবারের সদস্য, ধনাঢ্য ব্যক্তিদের নামে। বনের ভিতরে অনেক পুরানো গাছ কেটে নতুন বাগান সৃজন করা হয়েছে এমন অভিযোগও রয়েছে। শাহপুর, জগদীশপুর, ও নোয়াপাড়া এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা উপকারভোগী হয়ে বনের ভিতরে স্থাপনা নির্মাণ করেছে। নিয়ম অনুযায়ী অতিদরিদ্র, মহিলা, বন এলাকার মধ্যে বসবাসকারী লোকজন অংশীদারিত্বের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করার নিয়ম থাকলেও এক শ্রেণীর অসাধু বন রক্ষিরা প্রভাবশালীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে একই পরিবারের ১০/১২ জনের নাম অর্š—ভূক্ত করেছে। এছাড়া শাহপুর বিটে ২০১২-২০১৩ অর্থবছরে ২০ হেক্টরের সফল একটি আকাশী বাগান ২০১৫ সালে টাকার বিনিময়ে ধনীক শ্রেণীর প্রভাবশালী উপকারভোগীদের নাম অর্ন্তভূক্ত করার অভিযোগ উঠেছে। এখন উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় অনুমোদন নেওয়ার পায়তারা করছে। সংশ্লিষ্ট সূত্র মতে, সংশ্লিষ্ট রেঞ্জের রেঞ্জ ও বিট কর্মকর্তা গোপনে এ তালিকা প্রস্তুত করেছেন। এছাড়া রঘুনন্দন বনাঞ্চল থেকে গাছ পাচার হয়ে বনাঞ্চল উজার হওয়ার পথে। রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার(ডিএফও) নির্দেশে শাহপুর বিটের বিট কর্মকর্তা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ২০১২-২০১৩ সালে সৃজিত ২০ হেক্টর আকাশমণি বাগানের জন্য উপকারভোগীদের তালিকা প্রস্তুত করছেন। এখানে কোনো অনিয়ম হচ্ছে না। হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক এজেটএম হুমায়ুন কবির জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় উপকার ভোগীদের তালিকা নির্বাচন করা হয়। অনেক সময় দ্বন্ধের কারণে তালিকা প্রস্তুতে বিলম্ব দেখা দেয়। তালিকা প্রস্তুত করে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমোদন নিতে হয়। একই পরিবারে ১০/১২জন সদস্য নেওয়ার কোনো নিয়ম নেই। বন পাহাড়ার জন্য বনের ভিতরে অস্থায়ীভাবে কোনো নির্মাণ করা হলেও স্থায়ী ভাবে কোনো ঘর বাড়ি নির্মাণ করার বিধান নেই। অংশীদারিত্বের ভিত্তিতে উপকারভোগী তালিকা নির্বাচনে কোনো অনিয়ম হলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *