প্রভাবশালীদের ছত্র-ছায়ায় পাচারকারীরা চুনারুঘাট-বাল্লা সড়কের গাছ কর্তন

স্টাফ রিপোটার : চুনারুঘাট বাল্লা সড়কের এলজিইডি’র রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে পাচারকারীরা। রাতের আঁধারে সংঘবদ্ধ পাচারকারী দল গাছগুলো কেটে গ্রামের বিভিন্ন বাড়ি ও পরে স্থানীয় স’মিলগুলোতে নিয়ে বিক্রি ও পাচার করে। কোন কোন সময় বাড়িতে রেখেই ফরিয়া কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে ব্যবসায়ীরা বাড়ির আঙ্গিনা কিংবা ক্ষেতের আইলে লাগানো গাছ নিজ ব্যবহারের অজুহাত দেখিয়ে স’মিলে নিয়ে বিক্রি করে থাকে। গাছ কাটা এলাকার স্থানীয় প্রভাবশালী লোকজন সংঘবদ্ধ গাছ চোরদের আশ্রয় ও প্রশ্রয়  দিয়ে থাকেন। সে কারনে লাভের একটা অংশ তারা ও পান। এ পরিস্থিতিতে উপজেলা চুনারুঘাট বাল্লা সড়কই নয়। এল জি ইডির অধিকাংশ সড়কের গাছ কেটে নিয়েছে পাচারকারীরা। অবস্থা দৃষ্টে মনে হয় দেখার যেন কেউ নেই। চুনারুঘাট বন বিভাগের ষ্টাইকিং ফোর্স আব্দুল কাদির জানান, গত ২ মাসে ষ্টাইকিং ফোর্স বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে কিছু উদ্ধার করলেও গাড়ি ও জনবল অভাব থাকায় বেশি ভাগ চোরাইকিত গাছ ও পাচারকারীদের আটক করা সম্ভব হচ্ছে না। এল জি ইডির গাছ কেটে পাচার করার অভিযোগে ৫টি মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৪৫ ঘনফুট কাঠ। রাণীগাঁও এলাকার জয়নাল মিয়া, মোঃ দুলাল, আব্দুল আলী, মোঃ আফজাল, আঃ রহিম সহ অজ্ঞাত  আরও ১৫/২০ জনকে আসামী করা হয়েছে। গাছ চোরেরা সাতছড়ি, চা-বাগানের চায়াদানকারী গাছ ও ভাড়ায় কাটছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *