বে-দখলে হবিগঞ্জ ফুটপাতগুলো

মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ শহরে প্রধান সড়কের ফুটপাতগুলি নির্বিগ্নে বেদখল হয়ে পড়েছে কেখুদের কবলে। ফলে পথচারীরা চরমভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। ঝুঁকি নিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থী, পথচারীরা হালকা যানবাহনের ফাঁকে ফাঁকে পথ দিয়ে গন্তব্যের দিকে পৌছেন। ফলে প্রতিনিয়তই ছোটকাট দুর্ঘটার শিকার হচ্ছেন সাধারণ লোকজন। এমন দৃশ্য দেখেও সংশ্লিষ্ট কতৃপক্ষ দখলীয় ফুটপাতের দিকে দৃষ্টিপাত করছেন না। দখল বাজরা নির্বিগ্নে ব্যবসা বানিজ্য চালিয়ে লাভ করছেন অধিক মুনাফা, আর দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, অতিরিক্ত টম টম ও রিক্সাসহ ছোট বড় সকল যানবাহনে শহরের সরু সড়কে এমনিতে টাই হচ্ছেনা। অন্য দিকে দখলবাজ ব্যবসায়ীদের কবলে ফুটপাত দখল হওয়ায় জনসাধারণ চলাচলে আর কোন সুযোগ নেই। জনগণের যাতায়াতের সুবিধায় হবিগঞ্জ পৌরসভা কতৃক ফুটপাত নির্মাণ করে। এর মধ্যে শায়েস্তানগর বাজার এলাকা, কালেক্টরেট ভবনের সামন, হাসপাতাল সড়কসহ এলাকার বিভিন্ন ফুটপাতগুলো ব্যবসায়ীক সুবিধায় দখল করে নেন ব্যবসায়ীরা। ভুক্তভোগিরা জনান, রাস্তা সংকির্ণ স্থানের ফুটপাতগুলো বেদখল হওয়ায় চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। জনস্বার্থে চলাচলকে বেগবান করতে ফুটপাত দখল মুক্ত রাখার জোর দাবী জানান ভুক্তভোগিরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *