হবিগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবৎজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহর থেকে গৃহবধুকে তুলে নিয়ে গণধর্ষন করে হত্যার অভিযোগে দুই লম্পটকে যাবৎজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সাথে  ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়। রবিবার দুপুরে এ রায় প্রদান করেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহাবুব-উল-ইসলাম। দন্ডপ্রাপ্তরা হল শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা আঃ রহিমের পুত্র আব্দুল খালেক ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত  নাজিম উদ্দিনের পুত্র আফজাল হোসেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় আব্দুল হামিদ, মাহবুব আলম ও আশরাফুল হককে খালাস প্রদান করা হয়। মামলার বিবরণে জানা যায়, অনন্তপুর গ্রামের আঃ মতলিবের বোন সৈয়দা খাতুন (২৫) কে আসামীরা ফুসলিয়ে ১৯৯৯ সালের ১৮ই জুন ভোরে উঠিয়ে নিয়ে চট্টগ্রাম নিয়ে যায় এবং হাটহাজারি থানার দেওয়ান নগর ইউনিয়নের একটি বাড়ীতে নিয়ে গণধর্ষন করে হত্যা করে লাশ কাদায় ফেলে রাখে। মতলিব মামলা দায়ের করলে পুলিশ আসামীদেরকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে মূল কাহিনী উদঘাটন করে।১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমান শেষে বিচারক উল্লেখিত রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মোঃ আকবর হোসেন জিতু ও এডভোকেট হাবিবুর রহমান। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন চৌধুরী আশরাফুল বারী নোমান ও নূর খান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *