হবিগঞ্জ ও সিলেটে ট্রাক-বাসে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ৫টি গাড়ি ভাংচুর ও ২ টি ট্রাকে অগ্নিসংযোগ করছে হরতাল সমর্থকরা। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান ও যুবদল নেতা ফারুক আহমেদসহ ৭ জনকে আটক করেছে। গতকাল রোববার দুপুরে হরতাল চলাকালে শহরের পোদ্দারবাড়ি এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমের নেতৃত্বে মিছিল বের করা হয়। এ সময় একটি ট্রাকে আগুন দেয় পিকেটাররা। তারা একটি প্রাইভেটকার, ট্রাকসহ ৩টি গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে দুপুরে কোর্ট স্টেশন এলাকায় আরও ২টি গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা। ঘটনার পর পুলিশ শহরে অভিযান শুরু করে। এদিকে দুপুরে শহরের বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং শেষে বিএনপি নেতারা শহরের কালিবাড়ি ক্রস রোডে প্রেসবিজ্ঞপ্তি তৈরী করতে আসেন। এ সময় অয়ন কম্পিউটার থেকে আমিনুর রশিদ এমরান, ফারুক আহমেদ, কামাল সিকদারসহ ৭ জনকে পুলিশ আটক করে।অন্যদিকে এমরানের গ্রেফতারের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরের কোর্ট ষ্টেশন এলাকায় ১ ট্রাকে আগুন ও ১০/১২টি গাড়ি ভাংচুর করে। এ ঘটনার পরপর পুলিশ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের বাসায় অভিযান চালায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *