বাহুবল শচী অঙ্গন ধামের মহোৎসব সমাপ্ত

কাজী সুজন, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার জয়পুর শ্রী শ্রী শচী অঙ্গন ধাম ( শ্রী মন্ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ী)  ৪ দিন ব্যাপী ৩৪তম বার্ষিক মহোৎসব বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকালে সমাপ্ত হয়েছে।

গত ১লা ফেব্রয়ারী শুরু হওয়া উৎসবে অনুষ্টান গুলোর মধ্যে ছিল পদাবলী কীর্ত্তন ও মহাত্ম্য আলোচনা, লীলা কীর্ত্তন শ্রীমন মহাপ্রভূও বিশেষ পুজা, নাঠক ও সাংস্কৃতিক অনুষ্টান।

বিশেষ অনুষ্টানে ছিল মঙ্গলবার মহাপ্রভূর বিশেষ ভোগ ও মহাপ্রসাদ বিতরন।

উক্ত অনুষ্টান গুলোতে প্রায় ২৫/৩০ হাজার দেশী বিদেশী ভক্তবৃন্দ উপস্থিত ছিল বলে ধারনা করা হয়।

অনুষ্টান চলাকালে অন্যান্যদের মাঝে পরিদর্শন করেছেন স্বস্ত্রীক স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব দিলীপ কুমার বনিক, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, থানার অফিসার ইনচার্জ আলী ফরিদ, বাহুবল পুজা উদযাপন কমিটির সভাপতি নীরঞ্জন সাহা নীরু, চুনারুঘাট রির্পোর্টাস ইউনিটির সহ সভাপতি মোঃ হাসান আলী , মানবাধিকার কাউন্সিলের সাধারন সম্পাদক সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন প্রমূখ।

৪ দিন ব্যাপি অনুষ্টান গুলো সুন্দর ও সুষ্ট ভাবে সর্ম্পন্ন হওয়ায় পুলিশ প্রশাসন, পুজা উদযাপন কমিটি , উপজেলা প্রশাসন, সাংবাদিক সহ এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন উৎসব কমিটির সভাপতি ধীরেন্দ্র দত্ত ও  সাধারন সম্পাদক সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *