সিলেটে চিকিৎসক,কর্মচারীর মানববন্ধন

সিলেট প্রতিনিধি: সহিংসতার প্রতিবাদে এবার রাস্তায় নেমে এসেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকাল ১১টার দিকে হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন তারা।

দেশজুড়ে অবরোধ ও হরতালে সহিংসতা, পেট্টোল বোমা ছুঁড়ে মানুষ হত্যার প্রতিবাদে হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন- রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রোল বোমা ছুঁড়ে প্রতিদিন নিরীহ মানুষকে খুন করা হচ্ছে। মানুষ খুনের নাম রাজনীতি হতে পারে না। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুস সবুর মিয়া, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, হাসপাতালের উপ পরিচালক ডা. মো. আব্দুস সালাম, বিএমএ সিলেটের সভাপতি ডা. রোকন উদ্দিন, হাসপাতালের সহকারী পরিচালক ডা. দেবজ্যোতি চৌধুরী, সিনিয়র স্টোর অফিসার ডা. সালেহ আহমদ, নার্সেস এসোসিয়েশন সিলেটের সভাপতি পরিমল বণিক ও সাধারণ সম্পাদক রেখা রাণী বনিক। উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *