হবিগঞ্জে রেল লাইন উপড়ে ফেলার গুজব

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ :ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে রেল লাইন উপড়ে ফেলার গুজবে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় দুইটি ট্রেন আধা ঘণ্টা আটকা পড়ে। তবে লাইনের শিকের জোড়ায় কয়েকটি নাট বল্টুতে ত্রুটি পাওয়ার পর মেরামত করা হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে এ গুজব শুরু হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমির পরিদর্শনকালে জানা যায়, হঠাৎ শোনা যায় লস্করপুরে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। তাৎক্ষণিক কর্তব্যরত লস্করপুর রেল গেটম্যান ও আনসাররা কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবগত করলে তারা ট্রেন বন্ধ রাখার নির্দেশ দেন।

এ সময় সাটিয়াজুরেিত চট্রগ্রামগামী পাহাড়িকা ও শায়েস্তাগঞ্জে সিলেটগামী তেলবাহী ট্রেন আটকা পড়ে। পরে রেলওয়ের লোকজন, টহলরত আনসাররা রেলপথ চেক শুরু করেন। পরে পুরানবাজার রেলওয়ে ব্রিজের কাছে ত্রুটি ধরা পড়ে। তাৎক্ষণিক রেল লাইনের শিকের জোড়ার নাট বল্টুগুলো মেরামত করে ট্রেন চালু হয়।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, রেল লাইন উপড়ে ফেলার গুজব উঠেছিল। সাামান্য ত্রুটি ছিল মেরামত করা হয়েছে। ট্রেন চলাচল করছে। এখন কোনো সমস্যা নেই।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *