একজন কৌশলী ওসির কথা

ইসমাইল হোসেন বাচ্চু : অমূল্য কুমার চৌধুরী। তিনি একজন পুলিশ অফিসার। বর্তমানে কর্মস্থল চুনারুঘাটে। বাড়ী সিলেট বিভাগীয় সদর শিবগঞ্জ। একজন কৌশলী ও সাহসী পুলিশ অফিসারই নন তাকে চুনারুঘাটবাসী জানেন-নির্লোভী পুলিশ হিসেবে। এখানে যোগ দেন ২০ ডিসেম্বর ২০১৩ সালে। চৌদ্দ মাস ধরে আছেন চুনারুঘাটে। এখানে যোগদান করেই জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে আইনশৃংখলার দিক দিয়ে চুনারুঘাটকে মডেল থানা করার অঙ্গীকার করে কাজ শুরু করেন। পুৃিলশ অফিসার থেকে শুরু করে সদস্য পর্যন্ত তৈরী করেন চেইন অব কমান্ড। মাদক পাচার, চোরাচালান, দেশীয় পণ্য ভারতে পাচার বন্ধে ভিন্ন কৌশল সৃষ্টি করেন তিনি। চিহ্নিত সন্ত্রাসী, গরু চোর, মাদক সেবী গ্রেফতারে নেন  ভিন্ন পদক্ষেপ। কার্যপরিধি বৃদ্ধির লক্ষ্যে অন্যান্য অফিসারদেরকে ইউনিয়ন ওয়ারী ভাগ করার পাশাপাশি বিশেষ দায়িত্ব দেয়া হয়। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা যাতে না দেখা দেয় এ লক্ষ্যে তিনি বিশেষ উদ্যোগ নেন। বর্তমানে চুনারুঘাটে রাজনৈতিক অস্থিরতা নেই বললেই চলে। চোরাচালান অনেকাংশেই বন্ধ। আলাপ চারিতায় ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, এ পর্যন্ত ৫ হাজার চিহ্নিত আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, নারী নির্যাতন সহ নানা অভিযোগ-মামলা, ওয়ারেন্ট ও পলাতক ছিল। অন্যদিকে প্রায় ২শ’র মতো সাধারণ মামলা নিজের উদ্যোগে সামাজিক ভাবে নিষ্পত্তি করে দেয়া হয়েছে। যেমন, ভাইয়ে ভাইয়ে দ্বন্ধ, স্বামী-স্ত্রী, জমি-জমা নিকট আত্মীয়দের সাথে ভুল বুঝাবুঝি। তিনি বলেন, এসব মামলা সামাজিক ভাবে নিষ্পত্তি না হলে শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্থই হবে না পরস্পরে বিরোধ আরো বেড়ে যায়। ফলে মামলা নেয়ার আগে উভয় পক্ষকে ডেকে এনে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়। চুনারুঘাট থানায় কাজের কর্ম দক্ষতা ও সাহসী ভুমিকা রেখে পুলিশের সঠিক দায়িত্ব পালনের জন্য অমূল্য কুমার চৌধুরী এ পর্যন্ত ৪টি পদক অর্জন করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে ২০১৪ সালের অক্টোবর মাসে সিলেট রেঞ্জে সফল অফিসার ইনচার্জ হিসেবে পদক লাভ করেন। সিলেট বিভাগীয় কমিশনার ও সিলেট রেঞ্জের ডিআইজি এ পদক তুলে দেন। এর পর নভেম্বর থেকে জানুয়ারী পর্যন্ত হবিগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ সুপার কর্তৃক আরো ৩টি পদক দেয়া হয়। এসব পদক -প্রশংসায় তার মনোবল ও গতিশীলতাকে আরো আগ্রহের দ্বারে নিয়ে গেছে। তিনি বলেন, ভালো কাজের মূল্যায়ন সব জায়গায়। ভাল কাজ করলে তার ফলাফল পাওয়া যাবেই। একজন পুলিশ অফিসার হিসেবে মানুষের অনেক উপকার করা যায়। অমূল্য কুমার চৌধুরীও একজন পুলিশ অফিসার হিসেবে নিজেকে গর্বীত হিসেবে দাবী করে বলেন, গরীব, অভাবী এবং অসহায় মানুষ যাতে থানায় এসে কোন দালালের খপ্পরে না পড়ে সেজন্য তিনি সব সময় সজাগ দৃষ্টি রাখেন। পুলিশ সবই পারে । তবে তিনি সব সময় ন্যায়ের পক্ষে থাকতে চান। চুনারুঘাট থানা ক্যাম্পাস এর জঙ্গল সাবাড় করে রোপন করেছেন আম্রপালি, বাউকুল, আপেলকুল, কমলা, লেচু, আম, জামসহ অসংখ্য ফল ও ফলের বাগান। এতে শুধু সৌন্দর্যই বিদ্ধি পায়নি একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, তিনি একজন আদর্শ মায়ের সন্তান। পুলিশে আসায় তার মায়ের ভূমিকাই বেশী। ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তিনি বিজ্ঞাপন দেখতে পেয়ে পুলিশে চাকুরীর আগ্রহ দেখান। কিন্তু পুলিশ সম্পর্কে ধারণা খারাপ থাকায় তার মা প্রতিভা চৌধুরী তাকে পুলিশে যেতে নিষেধ করেন। কিন্তু সমাজের অবহেলিত মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার অঙ্গীকার করলে মা প্রতিভা চৌধুরী তাকে পুলিশে চাকুরী নেয়ার অনুমতি দিলে অমূল্য কুমার চৌধুরী সরাসরি একজন এসআই হিসেবে যোগ দেন। স্থানীয় প্রাইমারী ও হাইস্কুলে পড়াশুনার পর তিনি সিলেট এমসি কলেজ থেকে এইচ এসসি ও ডিগ্রী পাশ করেন। তার বাবা স্বর্গীয় আদিত্য কুমার চৌধুরী ছিলেন একজন জমিদার। ৬ ভাই, ৩ বোনের মধ্যে অমূল্য কুমার চৌধুরী ছাড়া সবাই বর্তমানে আমেরিকার বাসিন্দা। একই ভাবে তার স্ত্রী ও ২ কন্যা বর্তমানে আমেরিকার বাসিন্দা এবং এক কন্যার জামাই ক্যাডারভুক্ত একজন এএসপি। ওসি অমূল্য কুমার চৌধুরীও আমেরিকার গ্রীনকার্ড প্রাপ্ত। তার জন্ম ১৯৬৫ সালে। ২৬ বছর ধরে পুলিশে চাকুরী করছেন। ইতিপুর্বে তিনি ব্রাহ্মণবাড়ীয়া, নরসিংদী, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, ঢাকা মেট্টোপলিট্টন পুলিশে কাজ করেছেন। চাকুরী শেষে তিনি বিদেশে না কাটিয়ে দেশের মানুষের জন্য সামাজিক ভাবে কিছু অবদান রাখতে চান।

 

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *