ডাক্তার এখন জমি দখলবাজ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সুফিয়ান দেড়কোটি টাকা দিয়ে আলিশান বাড়ি কিনেও ক্ষান্ত হননি। এবার তিনি খোয়াই নদীর খাস জমি ভরাট করে দখলের চেষ্টা চালাচ্ছেন। সরজমিন গিয়ে দেখা যায়, শহরের উত্তর অনন্তপুর এলাকায় দেড়কোটি টাকা দিয়ে একটি ৩য় তলা আলিশান বাড়ি ক্রয় করেছেন। এর সংলগ্ন ঐতিহ্যবাহি খোয়াই নদী ভরাট করে প্রায় ১শতক জায়গা দখলের চেষ্টা করছেন। স্থানীয় সূত্র জানায়, ওই জায়গায় তিনি তড়িগড়ি করে দোকানঘর নির্মাণ করছেন। তার এই অবৈধ কর্মাকান্ডের বিরুদ্ধে এখনই যদি কোন ব্যবস্থা না নেয়া হয়, তাহলে পুরো নদীই দখলের আশংকা করছেন স্থানীয়রা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অবৈধ বাণিজ্যের দেড় কোটি টাকা দিয়ে আবু সুফিয়ান ওই বাড়িটি ক্রয়  করেছেন। তার বিরুদ্ধে চিকিৎসার অবহেলাসহ হাসপাতালে ঠিকমত না যাওয়ার অনেক কারণ থাকলেও রহস্যজনক কারণে স্বাস্থ্য প্রশাসনের উচ্চ পর্যায় থেকে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। গত ১ মাসে তার চিকিৎসার অবহেলায় অর্ধশতাধিক শিশু মারা গেছে বলেও অভিযোগ রয়েছে। হাসপাতাল সূত্রে আরো জানা যায়, তিনি সরকারি নিয়মমত অফিস না করে হাসপাতালের পাশে প্রাইভেট চেম্বার খোলে সেখানেই নিয়মিত অফিস করছেন। হাসপাতালে আশংকাজনক অবস্থায় কোন শিশুকে নিয়ে এলেও তিনি সেখানে চিকিৎসা করছেন না। হাসপাতালের কতিপয় ডাক্তার, নার্স, কর্মচারি ও দাললরাও মুর্মুর্ষূ রোগীদেরকে তার চেম্বারে নিয়ে প্রাইভেটে দেখানোর পরামর্শ দিচ্ছেন। তিনি প্রতি রোগীদের নিকট থেকে ৪শ টাকা হারে ফি নিচ্ছেন। ফলে হাসপাতালে আশা নিন্ম আয়ের সাধারণ মানুষজন এই মোটা অংকের ফি গুনতে গিয়ে ভোগান্তির মধ্যে পড়ছেন। অথচ এ বিষয়টি তোয়াক্কা করছেন না তিনি। এব্যাপারে আবু সুফিয়ানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। বাসায় গিয়েও তার দেখা পাওয়া যায়নি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *