নবীগঞ্জে প্রবাসির বাড়ি লুটপাট

নবীগঞ্জ প্রতিনিধি : প্রবাসী অধ্যুষিত হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মানুষ অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার নিরাপত্তার অভাবের কারণে দেশে আসছেন না। শুধু মাঝে মাঝে আত্মীয় স্বজনের টানে এক-দুই মাসের জন্য দেশে আসলেও গ্রাম্য দাঙ্গা ও ভিলেজ পলিটিক্সের কারণে দেশে থাকতে ভয় পাচ্ছেন। তাছাড়া সম্প্রতি গ্রাম্য দাঙ্গার পাশাপাশি প্রবাসিদের বাড়িতে অহরহ ঘটছে নানান ধরনের অপকর্ম-সহ চুরি-ডাকাতির মতো ঘটনা। যে কারণে প্রবাসে গিয়েও শান্তিতে থাকতে পারছেন না নবীগঞ্জের প্রবাসীরা। প্রবাসিরা দেশে না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর দখল করার চেষ্টায়ও থাকে। সম্প্রতি নবীগঞ্জের কালাভরপুর গ্রামের  প্রবাসি কাজল মিয়া তার সন্তানদের নিয়ে দেশে আসেন। গত বৃহস্পতিবার তার বাড়ির দেয়াল ভেঙ্গে প্রতিপক্ষের লোকজন ঘরে প্রবেশ করে লুটপাট করে সর্বস্ব নিয়ে যায় এবং তাকে পিঠিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় বাড়িটি ফাঁকা হয়ে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে আলমিরা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ঘরের জিনিসপত্র নিয়ে যায়। এরপরও দুর্বৃত্তরা থেমে থাকেনি। তাকে বিভিন্নভাবে প্রাণে হত্যার হুমকি প্রর্দশন করছে। এমনকি বাড়িতে গেলে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়া হচ্ছে। নিরূপায় হয়ে প্রবাসি কাজল মিয়া ওই গ্রামের মাহবুব মিয়া (৩৫), চনু মিয়া (৪৫), কবির মিয়া (৫০), রুবেল মিয়া (৩০) ও ইব্রাহিম মিয়া (২৫), জুয়েল মিয়া (৩৩), রুবেল (২০), রহিম (১৮), আবু লাল (৪০), শাহনুর (৪০)সহ ১০/১৫ জনের বিরুদ্ধে উল্লেখিত বিষয় নিয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওসি লিয়াকত আলী জানান, মামলা পেয়েছি, দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *