পাইকপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ওয়াহেদ আলীর বিরুদ্ধে গাছ চুরির মামলা

প্রথম সেবা রিপোর্ট : পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রানী অভয়ারন্যের সিএমসি’র সভাপতি ওয়াহেদ আলীর বিরুদ্ধে সংরক্ষিত বনের গাছ চুরির মামলা হয়েছে। ওই মামলায় তার সহোদর খয়ের মিয়াসহ ১১ জন ও অজ্ঞাত আরও ৩০/৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। সাতছড়ি জাতীয় উদ্যান ঘেষা ফরেষ্ট রেঞ্জের কাপাইছড়া চা-বাগান সংলগ্ন এলাকা থেকে অর্ধ কোটি টাকা মূল্যের প্রায় ৩ হাজার বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচারের একটি অভিযোগ হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে দিলে অভিযোগটি জেলা প্রশাসক জয়নাল আবেদীন কর্তৃক আবেদনে বিষয়টি মামলা ভূক্ত করে সত্য হলে আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য চুনারুঘাট থানাকে অনুরোধ জানান। এর পরই অফিসার ইনচার্জ অভিযোগটি আমলে নিয়ে পাইকপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ওয়াহেদ আলীসহ ৩০/৩৫ জনের বিরুদ্ধে এজহারভূক্ত করেন। এরপর থেকে ইউনিয়ন চেয়ারম্যান ওয়াহেদ আলী ও তার সাঙ্গ-পাঙ্গরা গা-ঢাকা দিয়েছে। মামলা নং ০৭। তারিখ- ১১/০২/২০১৫ইং সন্ধ্যা- ৭.০৫ মিনিট। মামলার এজাহারটি পাঠকদের সুবিধার্থে হুবহু তুলে ধরা হল। আমি নিম্ন স্বাক্ষরকারী সঙ্গীয় মোঃ আবুল খায়ের ও স্বজল দাশসহ থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে অত্র থানাধীন ৪নং পাইকপাড়া ইউপির অন্তর্গত সাতছড়ি ফরেষ্ট রেঞ্জের আওতাধীন কাপাই চা-বাগান সংলগ্ন ৪২ জন উপকাড় ভোগীর নামে বিয়াল্লিশ হেক্টর জায়গায় ২০০৭/২০০৮ ইং সালে বিভিন্ন গাছ রোপন করা হয়। কিন্তুু দুঃখের বিষয় গাছ পাচারকারীরা দিনে ও রাতে দেশীয় অন্ত্রের সজ্জিত হইয়া ৩০/৪০জন লোক গাছগুলি প্রতিনিয়ত কর্তন করিয়া নিয়ে যাচ্ছে। উল্লেখ্য, বর্তমানে সিএমসি’র সভাপতি ও উপজেলা পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ওয়াহিদ আলঅীর নেতৃত্বে গাছগুলি কর্তন করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত ২৯ জানুয়ারী সন্ধায় অনুমান ৬.৩০ ঘটিকায় হইতে ১ জানুয়ারী ভোর ৫.৩০ঘটিকা পর্যন্ত আসামীরা সাতছড়ি ফরেস্ট রেঞ্জে আওতাধীন কাপাই ছড়া চা-বাগান সংলগ্ন গাছের বাগান হইতে বিভিন্ন জাতের অনুমান ৩ হাজারটি গাছ কেটে নেয়। যাহার মোট মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা হবে। উক্ত আসামীরা আমাদের পাহারাদারকে হাত পা ভেঙ্গে দেবে বলে হুমকি দিচ্ছে। ইউ/পি চেয়ারম্যান ওয়াহেদ আলীসহ তাহার ভাই খায়ের মিয়া পিতাঃ রঙ্গু মিয়া, সাং করমপুর বস্তি থানা চুনারুঘাট জেলা হবিগঞ্জ গাছ কাটার সাথে জড়িত। ঘটনার সাথে জড়িত নিম্মে আরো কিছু আসামীর নাম উল্লেখ করা হইল। ১। পারুল মিয়া, পিতাঃ জমির উদ্দিন, সাং গাজীপুর। ২। আরজু মিয়া পিতাঃ নাইম উল্লা, সাং গাজীপুর, ৩। কুতুব আলী পিতাঃ অজ্ঞাত সাং বড়ধুলিয়া, ৪। সিরাজ মিয়া. পিতাঃ ইনতাফ উল্লা ৫। কামাল মিয়া. পিতাঃ আশিক মিয়া, ৬। বাচ্চু মিয়া, পিতা কুতুব উল্লা সর্ব সাং গাজীপুর, ৭। সুবল মুন্ডা, পিতাঃ ময়েশ মুন্ডা, সাং কাপাই ছড়া ফুরুক ঠিলা ৮। লাল মিয়া, পিতাঃ হামিদ উল্লা সাং গাজীপুর, ৯। চন্দবান পিতাঃ অজ্ঞাত, ১০। হরিদাস, পিতাঃ মঙ্গল দাস, উভয় সাং কাপাই ফুরুক টিলা। সং থানা চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জসহ অজ্ঞাত ৩০/৩৫জন। আমি আমাদের উপকারভোগী ৪২ জনের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করিয় থানায় আসিয়া এজহার দায়ের কিছুটা বিলম্ব করিলাম। এছাড়া স্থানীয় বাসিন্দা ও ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, চেয়ারম্যান ওয়াহেদ আলীর নেতৃত্বে দীর্ঘদিন যাবত সাতছড়ি জাতীয় ফরেস্ট রেঞ্জ ও বিভিন্ন চা-বাগানের ছায়াদানকারী গাছ কেটে পাচার করছেন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাবশালী নেতা ওয়াহেদ আলী। তাছাড়া তার নির্দিষ্ট গাছ কাটার বাহীনি রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে উপজেলা ৯নং রাণীগাঁও ইউনিয়নের বিভিন্ন গাছ কাটার লোক ভাড়া করে নিয়ে এসে প্রতিনিয়ত গাছ কাটেন। ঠিক অনুরূপভাবে প্রভাবশালী গাছ পাচারকারী দল গ্রামাঞ্চলের অভ্যন্তরে এলজিইডি বিভিন্ন সড়কের সামাজিক বনায়নের গাছ নির্বিচারে কেটে পাচার করছে। বিভিন্ন স্কুলের গাছ চুরিরর অভিযোগও পাওয়া গেছে। চুনারুঘাট, বাল্লা, নালমুখ, রাণীগাঁও, গাজীপুর, কালেঙ্গা দেউন্ডি, লালচান্দ বাগান, শাকির মোহাম্মদপুর রাস্তার গাছ নেই বললেই চলে। এমতাবস্থায় আইন প্রয়োগকারী সংস্থা নিরূপায়। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের প্রাকৃতিক পরিবেশে বিরূপ প্রভাবসহ সামাজিক বনায়নে শূন্যের কোটায় চলে যাবার আশংকা রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *