বানিয়াচঙ্গ সড়কের মহার্দূভোগ লাগবে…

নিজস্ব প্রতিনিধি, বানিয়াচঙ্গ (হবিগঞ্জ): হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ ও এলজিএপি কার্যক্রমের পর্যালোচনা সভায় শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি উন্নয়নে অগ্রাধিকার প্রকল্প গ্রহন সহ হবিগঞ্জ বানিয়াচং সড়ক উন্নয়ন সংস্কার দ্রুত সমাপ্তির আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারী) দিন ব্যাপী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা: দেবপদ রায়, এলজিএসপি-২ জেলা ফেসিলিটেটর মো: মাহবুবুর রহমান, ইউ.পি চেয়ারম্যান মিজানুর রহমান খান, মুক্তিযোদ্ধা মো: হায়দারুজ্জামান খান ধন মিয়া, মো: হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মঞ্জু দাস, মো: নুরুল ইসলাম, আবুল কাশেম চৌধুরী, ইয়াহিয়া চৌধুরী, এনাম খান চৌধুরী, মো: জালাল উদ্দিন খন্দকার, মো: রফিকুল ইসলাম পাশা, প্যানেল চেয়ারম্যান দেবী চাদ দাস, মো: ইমরান মিয়া, কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ, ডা: আবুল কাসেম, ইঞ্জিনিয়ার বিপ্লব পাল, সমাজসেবা অফিসার মো: জালাল উদ্দিন, মৎস্য অফিসার রমনী মোহন পাল, যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান আহমেদ, প:প: কর্মকর্তা ডা: মোঃ কুতুব উদ্দিন, পিআইও মেহেদী হাসান টিটু, সমবায় অফিসার মো: আলা উদ্দিন মিয়া, বিআরডিবি অফিসার অশোক কুমার মালাকার, ডিজিএম একেএম আজাদ, ভিডিপি অফিসার অরুন বরুন দাশ, এলসিবিসি অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ।

সভায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন কার্যাদেশ ইস্যু হবার আড়াই মাস অতিবাহিত হলেও সড়ক ও জনপথ বিভাগের হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কার উন্নয়ন না করানোতে বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জবাসির চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সড়ক উন্নয়ন সংস্কারে সৃষ্ট জটিলতার বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং সড়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করানোর আহ্বান জানান।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ এবং ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম বিষয়টি আগামী ২৩ ফেব্রুয়ারী হবিগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় সভায় সংশ্লিষ্ট সকলের দৃষ্টিগোচর করাবেন বলে সভায় আশ্বস্ত করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *