বাহুবলে মামলা’র বাদী পুত্রকে হত্যার চেষ্টা

বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলার সাইছা প্রকাশিত শংকরপুর গ্রামের দুপক্ষের বিরোধকে কেন্দ্র করে এক পক্ষের দায়ের করা মামলার কারণে বাদীর শিশু পুত্রকে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। তাদের মারমুখি আক্রমণে শিশু তোফায়েল (১০)কে রক্তাক্ত অবস্থায় বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধায়। আহত পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের আব্দুল গফুর ও আশ্বব আলীর মাঝে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। আশ্বব আলী ও তার লোকজন বেপরোয়াভাবে নিরীহ আব্দুল গফুরের বাড়ির সীমানা নিজেরা লাভবান হওয়ার নিমিত্তে অবৈধ উপায়ে দখলের হীন চেষ্টা করে আসছিল।  এর প্রতিবাদ করায় গফুর ও তার পরিবারের লোকজনকে নানাভাবে হয়রানী করে আসতে থাকে আশ্বব আলী ও তার লোকজন। এরই হীন পরিকল্পনা মতে গত ১৪ ডিসেম্বর তুচ্ছ বিষয় নিয়ে গফুরের স্ত্রী আছমা খাতুনের উপর হামলা চালায় আশ্বব ও তার স্ত্রী শাহেনা, কন্যা জনি। এসময় আছমার কোলে থাকা ২ বছরের শিশু ফাহিমের উপর তাদের দায়ের কুপ পতিত হয়। এতে ফাহিম রক্তাক্ত হলে তাকে প্রথমে বাহুবল, পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে তাকে সাথে সাথেই সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। এ ঘটনায় গফুর বাদী হয়ে আশ্বব আলী, স্ত্রী শাহেনা ও কন্যা জনিকে আসামী করে বাহুবল থানায় মামলা দায়ের করলে কোর্ট থেকে শাহেনা ও জনি জামিনে আসেন। এছাড়া এ মামলার পর নিরাপত্তার স্বার্থে আশ্বব গংদের বিরুদ্ধে আব্দুল গফুর কোর্ট পিটিশনও দায়ের করেন। এ ঘটনার জের ধরেই শনিবার সন্ধায় সুযোগমত গফুরের শিশু পুত্র তোফায়েলকে বাড়ির সীমানায় পাওয়া মাত্রই শাহেনা পিটিয়ে রক্তাক্ত করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *