বাহুবল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দুই শিফ্ট চালু

বাহুবল প্রতিনিধি : জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। পক্ষান্তরে জননেত্রী শেখ হাসিনার সরকার অর্থনৈতিক সক্ষমতা অর্জন ও শিক্ষা বিস্তারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে দুই শিফ্ট চালু হলো। এতে এ বিদ্যালয়ের বিপুল পরিমান শিক্ষার্থীর শিক্ষার মান বাড়বে। গত রোববার বেলা ১১টায় বাহুবল সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিফ্ট চালুকরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন চন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমনা আল-মজীদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, প্রধান শিক্ষক শাহ মোঃ মুসাহিদ আলী ও অভিভাবক আজিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, বাহুবল সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংখ্যা অত্যাধিক হওয়ায় ক্লাস গ্রহণ কষ্টকর হয়ে উঠে। এ অবস্থায় হবিগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টা বিদ্যালয়টি দুই শিফটে রূপান্তরিত হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *