মাধবপুর সীমান্তে ১৪ নাগরিক আটক

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা সীমান্ত এলাকায় ৭ ভারতীয় নাগরিক ও ৭ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটক বাংলাদেশীরা অবৈধভাবে ভারতে গিয়ে তাদের স্বজনদের নিয়ে বাংলাদেশে ফিরছিল। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজিদুর রহমান জানান,গত শনিবার সকালে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের ৭ শ্রমিক ও তাদের আত্মীয়-স্বজন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনপ্রবেশ করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। তাদের সাথে ছিলেন ৭ ভারতীয় নাগরিক। তারা বাংলাদেশে আত্মীয়ের বিয়েতে যোগদান করতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। আটককৃত ভারতীয়রা হলো- ভারতের সিদাই থানার সুন্দরটিলার নিকলীবন চা বাগানের শুক্লা মৃধার ছেলে বদু মৃধা (৬০), তার স্ত্রী লালু মৃধা (৫০), তার ছেলে অসিদ মৃধা (৭), স্বপন ভক্তের স্ত্রী রমনী ভক্ত (৪০), তার মেয়ে মালতি ভক্ত (১৮), রঞ্জন মৃধার স্ত্রী রিনা মৃধা (২০), দূর্গা মৃধার স্ত্রী অঞ্জনা মৃধা (৪৫)। আটক বাংলাদেশীরা হলো- চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের ছোটন মৃধার ছেলে সুবল মৃধা (৬০), আশু মৃধার স্ত্রী বিজলা মৃধা (২২), বিনু নাথ ভক্তের ছেলে আপন ভক্ত (২৪), সুধন ভক্তের ছেলে আরাধন ভক্ত (১৩), শাহিন মৃধার স্ত্রী রতœা মৃধা (৩৫), মঙ্গলা মৃধার স্ত্রী অনিতা মৃধা (৩৩) ও সাধন মৃধার মেয়ে গীতা মৃধা (১২)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকদেরকে বিএসএফ-এর হাতে এবং বাংলাদেশী নাগরিকদেরকে মাধবপুরের চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *