মুড়ারবন্দ-কাজিরখিল রাস্তার বেহাল দশা কর্তৃপক্ষ দেখবেন কি?

১২০ আউলিয়ার মাজার শরীফ অবস্থিত মুড়ারবন্দ নামক স্থানে। শ্রীকুটা থেকে মুড়ারবন্দ ও কাজিরখিল যাওয়ার রাস্তার যে কী ধযভঙ্গ অবস্থা তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। শ্রীকুটা থেকে সাহেব বাড়ি বাজারের পূর্ব পর্যন্ত এ রাস্তার অবস্থা খানিকটা ভালো হলেও তারপর থেকে অর্থাৎ মুড়ারবন্দ-কাজিরখিল পর্যন্ত সড়কটিকে সড়ক বললে ভুল হবে। বলতে হবে, বিস্তৃর্ণ রেলপথ। যদিও সে পথ দিয়ে ট্রেইন চলে না। উঁচু-নীচু সেই সড়ক দিয়ে চলার পথে নিয়ত ভয়াবহ দূর্ঘটনা সংঘটিত হচ্ছে। আরেকটি বিষয় না বললেই নয়। কাজিরখিল দিয়ে ‘খোয়াই’ নদী বয়ে যাওয়ায় সেখান থেকে বালু আনা-নেয়ার কাজে ব্যবহৃত হয় টাক্টর। রাস্তা নষ্ট হওয়ার প্রধান কারণ এটি। সারাদিনই রাস্তা দিয়ে উড়ে পরিবেশ দূষণকারী ধোলা-বালি। যা পথচারী ও শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। দুর্ভাগ্যের হলেও সত্য, যে জায়গায় ১২০ জন আউলিয়ার মতো মহান ব্যক্তিবর্গ সমাহিত। সে জায়গায় যাওয়ার রাস্তা অসন্তোষজনক। এ করুণ অবস্থা কি কর্তৃপক্ষের নজরে আসে না? দেখা যায়, কিছুদিন পরপর কিছু কনকিট ও বালু দিয়ে নামেমাত্র সংস্কার করা হয় রাস্তাটি। কিন্তু এতে রাস্তা ও পরিবেশ দিনকে দিন দূষিত হচ্ছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *