Monthly Archives: September 2015

চুনারুঘাটে ফুটবল টুর্নামেন্টে ৭নং ওয়ার্ড কোয়াটার ফাইনালে

স্টাফ রিপোর্টার -য় চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর সৈয়দ মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গ্র“প চ্যাম্পিয়ন হয়ে ৭নং ওয়ার্ড কোয়াটার ফাইনালে উর্ত্তীণ হয়েছে। গত রবিবার বিকালে চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাঠে ৭নং ওয়ার্ড একাদশ ও ৮নং ওয়ার্ড একাদশ খেলায় মুখোমুখি হয়। পুরো খেলায় কোন দল গোল করতে পারেনি। এক এক পয়েন্ট নিয়ে দু’দল সন্তোষ্ঠ থাকতে হয়। ১ম খেলায় ৪নং ওয়ার্ড একাদশকে ১-০ গোলে হারায় ৭নং ওয়ার্ড একাদশ। ৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের ১ম দল হিসেবে কোয়াটার ফাইনালে উর্ত্তীণ হয়েছে। খেলায় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন মিলন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হরমুজ আলী, শফিউল আলম শাফী, মোনায়েম চৌধুরী, সাংবাদিক ওয়াহেদ আলী, মিজানুর ...

চুনারুঘাটে গরুর হাটে দেশীয় গরুর সমাহার দাম বেশি হওয়ায় এখনও কেনাবেচা কম

কাজী সুজন -চুনারুঘাটে শেষ মুহুর্তের গরুর হাট জমতে শুরু করেছে। হাটে প্রচুর দেশীয় গরুর সমাহার থাকলেও বাজার এখনও চড়া। ফলে এখনো বেচাকেনা সেই হারে শুরু হচ্ছে না। ভারতীয় গরু আসলে দাম কমবে এমন আশায় মানুষজন গরু কিনছেন খুবই কম। উপজেলার নির্ধারিত চুনারুঘাট পীরের বাজার, আমুরোড ও দূর্গাপুর বাজার গরুর হাট ছাড়াও ঈদ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজারে এখন প্রতিদিন গরুর হাট বসছে এমন বাজারের সংখ্যা প্রায় ২০টি। এসব হাটে গত কয়েক দিন ঘুরে দেখা গেছে, প্রচুর দেশীয় গরু আসছে হাটে। কিন্তু সেই তুলনায় গরুর বেচাকেনা শুরু হচ্ছে না। কারণ হিসেবে জানা যায়, বেপারীরা গরুর মুল্য হাকছেন অনেক বেশি। মুল্য বেশি থাকায় ক্রেতারা অপেক্ষা করছেন গরুর মুল্য কমার। অনেকেই বলছেন ভারতীয় ...

শায়েস্তাগঞ্জে প্রকাশ্যে প্রেমিকার গালে প্রেমিকের চর থাপ্পর

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি - শায়েস্তাগঞ্জ কলেজের সামনে প্রকাশ্যে প্রেমিকাকে চর-থাপ্পর মারলেন আশিকুর রহমান নামে এক প্রেমিক। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার ডেউয়াতলী গ্রামের বাসিন্দা শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র আশিকুর রহমান বৃহস্পতিবার দুপুরে একই কলেজে ডিগ্রীতে অধ্যয়নরত তার প্রেমিকাকে চর-থাপ্পর মারে। ঘটনাটি দেখতে পেয়ে আশেপাশের লোকজন প্রেমিক জুটিকে আটক করে রাখে। পরে খবর পেয়ে উভয়ের পরিবারের লোকজন এসে আগামী ঈদুল আযহার ১৫ দিনের মধ্যে তাদেরকে পারিবারিক ভাবে বিয়ে দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। এলাকাবাসী জানান, প্রেমিক আশিকুর রহমান ৯ম শ্রেণিতে পড়াশুনার সময় একই উপজেলার পঞ্চাশ এলাকার ওই প্রেমিকার প্রেমে পড়ে। এরই মধ্যে তার প্রেমিকা এসএসসি পাশ করে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে ভর্তি হয়। ...

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি - শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেলকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ নজীব আলী ও এস আই শাহ আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত রাসেল শায়েস্তাগঞ্জ বস্তারবাড়ি গ্রামের জামাল মিয়ার পুত্র। জানা যায়, মাদক ব্যবসায়ী রাসেল ইয়াবা বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নজীব আলী জানান, রাসেল দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে ইয়াবা, গাজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এদিকে, সন্ধ্যায় রাসেলকে মাদক আইনে মামলা দিয়ে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ...

হবিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের দোয়া মাহফিল

হবিগঞ্জ প্রতিনিধি - এটিএন বাংলা টিভি’র প্রতিনিধি মোঃ আব্দুল হালিম এর আশু রোগ মুক্তি কামনায় হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার যোহর নামাজবাদ শহরের সওদাগর জামে মসজিদে উক্ত মিলাদ ও দেয়া মহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সৈয়দ আজহার আহমেদ এবাদ। সাংবাদিক মোঃ আব্দুল হালিমের আশু রোগ মুক্তির কামনা করে আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ অনলাইন প্রেসক্লবের সভাপতি মোঃ রফিকুল হাসান চৌধুরী তুহিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম কহিনুর, সদস্য আনিসুজ্জামান চৌধুরী রতন, বিশিষ্ট মুরুব্বীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উল্লেখ্য, ...

চুনারুঘাটে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার- চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামে পুকুরের পানিতে ডুবে হামজা (৩) এর সলিল সমাধি হযেছে। তার বাবা নাম নরুল ইসলাম। গতকাল বুধবার সকাল ১১টায় ৪/৫ জন শিশু বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। দৌড়ের এক পর্যায়ে হামজা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অনৈতিক কাজের অভিযোগে দুই বোন আটক ॥ মুচলেকায় মুক্তি

স্টাফ রিপোর্টার - চুনারুঘাট পৌরসভার পীরেরবাজার এর আফরাজ ভিলা থেকে অনৈতিক কাজের অভিযোগে দুই বোনকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টায় উল্লেখিত স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, মিরাশী ইউনিয়নের জলিলপুর গ্রামের লাকী আক্তার (২৫) ও স্বপ্না আক্তার (২২)। এ ব্যাপারে থানার এস আই সুদ্বীপ বড়–য়া জানান, তারা ২ বোন এবং বোন জামাইসহ আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। তাদেরকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ করছেন পুলিশ বড় অংকের টাকার বিনিময়ে এদের ছেড়ে দিয়েছে।

বাহুবলে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত

এফ আর হারিছ- বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে পুটিজুরী বাজার নামক স্থানে বাস চাপায় রোকন মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার ভোরে কালীছড়া ব্রিজের উপরে সিলেট গামী ইউনিক পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। নিহত রোকন মিয়া দীর্ঘ ২/৩ বছর যাবৎ বাহুবল উপজেলার পুটিজুরী আব্দানারায়ন গ্রামের মাহমুদ মিয়ার বাড়িতে থেকে শ্রমিকের কাজ। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

শাহজিবাজার বিদ্যুত উৎতপাদন কেন্দ্রের ৭টি ইউনিট অবসরে ॥ ২টি ইনসোলিটরে আগুন লাগায় বন্ধ জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহ নেই

কামরুল ইসলাম - ট্রান্সফরমারে আগুন লাগার কারণে হবিগঞ্জ শাহজিবাজার বিদ্যুত উতপাদন কেন্দ্রের ২ টি ইউনিট ৬ দিন যাবত বন্ধ রয়েছে। ইতি পূর্বে দু-দফায় ৭টি ইউনিট অবসর ঘোষনা করা হয়েছে। সর্বশেষ ইউনিট ২টি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রীডে বিদ্যুত সরবরাহ আর নেই। শাহজিবাজার বিদ্যুত উতপাদন কেন্দ্রের ব্যবস্থাপক দুজুদি প্রসাদ সেন এ তথ্য নিশ্চিত করে প্রথমসেবাকে বলেন, গত বুধবার বিকালে বিদ্যুত উৎপাদন কেন্দ্রে হঠাত বিকট শব্দ শুনতে পান। ভিতরে গিয়ে দেখেন ট্রান্সফরমারে আগুন লেগে গেছে। তাৎক্ষনিক উৎপাদন কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। পরে পরীক্ষা করে দেখা যায় ৮ ও ৯ নং ইউনিট পুরোপুরি নষ্ট হয়ে গেছে। স্থানীয় ভাবে ইনসোলিটর মেরামত করার চেষ্টা করেও সম্ভব হয়নি বলে তিনি জানান। কবে ...

বিভিন্ন পত্র পত্রিকায় মৃত্যুর ঘটনায় কৌতুহল! সাতছড়ি জাতীয় উদ্যানে কথিত স্বামীর কর্তৃক গুরুতর আহত আছমা মারা যায়নি

স্টাফ রিপোর্টার - গত ১০ সেপ্টেম্বর হবিগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা প্রচেষ্ঠায় আহত ‘ল’ কলেজের ছাত্রী আছমার মৃত্যু শিরোনামে সংবাদ প্রকাশ হলে সারা চুনারুঘাটসহ জেলা জোড়ে তোলপাড় সৃষ্টি হয়। আছমার লাশ দেখতে তার গ্রামের বাড়ি পাকুরিয়াতে ভিড় জমায়। বাড়িতে গিয়ে দেখতে পায় আছমা মৃত নয় জীবিত। শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। পুলিশ প্রশাসনকে তৎপর হতে দেখা যায়। সচেতন মহলে প্রশ্ন দেখা দেয় জীবিত আছমাকে কেন মৃত বলে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এ নাটের গুরু কে? কেনই বা এ ধরনের বিভ্রান্তর সংবাদ প্রকাশ করা হল। কথিত সাংবাদিকের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। উল্লেখ্য যে, গত ৬ সেপ্টেম্বর আছমার স্বামী রমজান আলীর কর্তৃক উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যোনে আছমাকে মারাত্মক ...

চুনারুঘাট মদ গাঁজার স্বর্গরাজ্য

স্টাফ রিপোর্টার - ঈদকে সামনে রেখে চুনারুঘাট সীমান্তের ১০টি গোপন পথে চলছে মাদকের রমরমা ব্যবসা। স্থানীয় মধ্যস্বত্তভোগী ও পুলিশের এক দারোগাকে ম্যানেজ করে ওই ব্যবসা চালানো হচ্ছে অনেকটা প্রকাশ্যেই। চুনারুঘাট সীমান্তের সাতছড়ি, চিমটিবিল, গুইবিল, বাল্লা ও কালেঙ্গা সীমান্তের ১০টি গোপন পথ দিয়ে আসছে মদ-গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক। এর সাথে আসছে হিরোইন ও ইয়াবা। পুলিশের আসকারায় ওই সীমান্তের আশ-পাশের গ্রামগুলোতে গড়ে উঠেছে মাদকের বড় সিন্ডিকেট। সীমান্তের সাদ্দাম বাজার, চিমটিবিল, চিমটিবিলখাস, টেকেরঘাট, আলীনগর, গোবরখলা, গাজীপুর, ধলাইরপাড়, সাতছড়ি এলাকায় রয়েছে মাদক পন্যের বড় আড়ৎ। ওই এলাকার ২ শতাধিক মাদক ব্যবসায়ী নানা কায়দায় মাদকের চালান পৌছে দিচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। বোরকা ও মুখোশ পড়া স্বামী পরিত্যাক্তা নারী ও শিশুদেরকে ব্যবহার করা হচ্ছে এ কাজে। র‌্যাবের ...

মাধবপুরে ফেইসবুকে বঙ্গবন্ধুকে কটুক্তি জামায়াত সেক্রেটারির বিরুদ্ধে মামলা

হীরেশ ভট্টাচার্য্য হিরো - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফেইসবুকে কটুক্তি করার দায়ে মাধবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু নুসরাত জুয়েলের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা ছাত্রলীগ নেতা মনির হোসেন। গত সোমবার রাতে তিনি এ মামলা করেন। মামলা ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু নুসরাত জুয়েল তার ফেইসবুকে ওয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আপলোড করে কটুক্তি করেন। সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়লে উপজেলা পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ও ছাত্রলীগ নেতাকর্মীরা সোমবার সন্ধ্যায় জামায়াত নেতা জুয়েলকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা ছাত্রলীগ নেতা মনির হোসেন বাদি হয়ে জামায়াত নেতা জুয়েলের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মামলা করেন। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত কে.এম আজমিরুজ্জামান বলেন, সোমবার ...

লন্ডনে গিয়াস উদ্দিনের আমন্ত্রনে ভোজ সভায় এমপি আবু জাহিরের অংশগ্রহণ

জালাল আহমেদ, লন্ডন - হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের বাসিন্দা ইংল্যান্ডে বসবাসরত বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন লন্ডনীর আমন্ত্রনে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। নর্থ লন্ডনে অবস্থিত গিয়াস উদ্দিন লন্ডনীর বাসভবনে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি এডভোকেট মোঃ আবু জাহিরকে ফুলের শুভেচ্ছার পর গত রোববার ৬ সেপ্টেম্বর আয়োজিত ভোজ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন এমপি এডভোকেট মোঃ আবু জাহির ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চুনারুঘাট এসোসিয়েশনের সভাপতি মোঃ গাজীউর রহমান গাজী, চ্যানেল আই ইউরোপ ক্যামডেন প্রতিনিধি জালাল আহমেদ, আব্দুল আজিজ, শাহজাহান কবির, আব্দুর রব চৌধুরী, শামীম চৌধুরী, হুমায়ুন কবীর, আলম খান, ফারুক মিয়া ও নাজমুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন ...

স্বামীর নির্যাতনে অন্তসত্ত্বা গৃহবধুর মৃত্যুর ঘটনায় মামলা হলেও আসামী ধরা পড়েনি

স্টাফ রিপোর্টার - চুনারুঘাটে যৌতুক লোভী স্বামীসহ পরিবারের লোকজনের নির্যাতনে নিহত সেগুনা আক্তার রুবির ময়না তদন্ত শেষে নবীগঞ্জ সাতাইয়াল পিত্রালয়ে পারিবারিক কবরস্থানে গতকাল বৃহস্পতিবার সন্ধায় দাপন করা হয়েছে। এ ঘটনাটি চুনারুঘাট-নীবগঞ্জে সচেতন মহলের মাঝে তোলপার সৃষ্টি হয়েছে। সচেতন একই কথা পিতৃহীন দরিদ্র ৬ মাসের অন্তসত্ত্বা নারী কি অপরাধ ছিল। নিষ্ঠুর পাষন্ড স্বামীর কেন হত্যা করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় নিহতের বড় বোন রাশেদা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত ঘাতক স্বামী কিংবা পরিবারের কাউকে গ্রেফতার করতে পারিনি। উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের সফাত উল্লাহ ছেলের স্বামী আরজু ও শ্বশুরসহ পরিবারে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করে। মৃত্যুর খবর পেয়ে রুবির সজনরা ...

সীমান্ত এলাকায় তৎপর চোরাই চক্র ॥ সর্তক বিজিবি

স্টাফ রিপোর্টার - ঈদুল আযহা উপলক্ষে বৈধ ও অবৈধ পথে কোনভাবেই গরু আনতে না পেরে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে মসলা নিয়ে আসতে তৎপর রয়েছে চোরাকারবারীরা। ঈদ উপলক্ষে ব্যাপক চাহিদা থাকায় চোরাকারবারীরা ঝুঁকি নিয়ে এই মসলা নিয়ে আসছে। এদিকে এসব চোরাচালানী বন্ধে বিজিবি সর্তক রয়েছে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকার কিছু চিহ্নিত অপরাধী কাটাতারের বেড়া থাকার পরও মাদক, মসলা, চিনিসহ বিভিন্ন পন্য নিয়মিতভাবেই অবৈধ পথে এনে বিভিন্ন স্থানে পাচার করে থাকে। জেলার বিশাল এলাকাজুড়ে সীমান্ত টহল দেয়ার জন্য পর্যাপ্ত বিজিবির জোহান না থাকায় এবং দুর্গম এলাকা হওয়ায় সহজেই চোরাকারবারীরা মালামাল আনা নেয়া করতে পারছে। চোরাকারবারীরা জিরা, চিনি, কিসমিস, লবঙ্গ, এলাচি, গোল মরিচ আনছে অবৈধ পথ ...

মাধবপুরে ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি

মাধবপুর প্রতিনিধি - মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-শনিবার রাত সাড়ে ১০ টায় বিজিবি ধর্মঘর বিওপির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

চুনারুঘাট থানা পুলিশকে এবি ব্যাংকের পিকআপ ভ্যান প্রদান

আব্দুল হাই প্রিন্স - চুনারুঘাট থানায় ভ্যানগাড়ি চাবি হস্তান্তর অনুষ্ঠানে এবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী বলেছেন-বাংলাদেশের প্রথম বেসরকারী ব্যাংক ৯৩টি শাখা নিয়ে দেশ ও বিদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অন্যদিকে সেবা মূলক প্রতিষ্ঠান, স্কুল, মেধাবী ছাত্র-ছাত্রী বৃত্তির ও বাচ্চাদের কল্যাণে কাজ করছে। এভাবে দেশের বিত্তবান লোকজন দেশের স্বার্থে জনহিতকর কাজে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি। গত বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট থানা মাঠ প্রাঙ্গনে আয়োজিত এবি ব্যাংক লিমিটেড কর্তৃক চুনারুঘাট থানাকে নতুন পিকআপ ভ্যান গাড়ি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র সভাপতিত্বে ও চুনারুঘাট অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর পরিচালনায় পিকআপ ভ্যান গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি ব্যাংকের ...

মরহুম মুসলিম উদ্দিনের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুসলিম উদ্দিনের ৯ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ উপলক্ষে পৌরশহরের মুসলিম প্লাজা মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব ছুরুক আলী। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ব্যাকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, কাউন্সিলর তাজুল ইসলাম কাজল, আঃ জলিল, রহম আলী ও কামাল উদ্দিন মিলন প্রমুখ। সভায় বক্তরা মরহুম মুসলিম উদ্দিনের জীবনী নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেন। উল্লেখ্য, ...