চুনারুঘাটে ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

স্টাফ রিপোর্টার ॥ ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক ও অলিউল্লাহদের কথা গ্রামের কিশোররা জানুক বা না জানুক প্রতি বছর বাঁশ ও কলাগাছের তৈরি অস্থায়ী শহীদ মিনারই তাদের ভরসা। অস্থায়ী শহীদ মিনার করে তারা সেখানে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে। তরুণ-কিশোরদের সঙ্গে যোগ দেয় শিশুরা। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষার্থীরা সারা রাত জেগে পরিশ্রম করে নিজেরাই বাঁশ কিংবা কলাগাছ দিয়ে তৈরি করে শহীদ মিনার। নানা রঙে নিজের হাতে সাজিয়ে তোলা এ শহীদ মিনারেই প্রভাতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এক-দু’দিন পর আবার ভেঙে ফেলা হয় এসব শহীদ মিনার। চুনারুঘাট উপজেলায় কিশোর শিক্ষার্থীরা অসংখ্য অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এটা যেন এখন পুরো উপজেলার রেওয়াজে পরিণত হয়েছে। প্রতি বছর মহান ২১ ফেব্র“য়ারি উপজেলার সবকটি ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রতিটি হাইস্কুলে পালন করা হয়। কোনো কোনো এলাকায় প্রাইমারি স্কুলেও মহান ভাষা দিবস পালন করা হয়। ২১ ফেব্র“য়ারিকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি আনাচে-কানাচে কলাগাছ আর বাঁশ দিয়ে গড়ে তোলা হয় শহীদ মিনার। উপজেলার পৌনে দুশ’ প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার না থাকায় অনেক বিদ্যালয়েই অস্থায়ী শহীদ মিনার তৈরি করে শিক্ষার্থীরা ফুল দেয়। উপজেলা অর্ধশতাধিক হাইস্কুল ও মাদ্রাসার মধ্যে হাতেগোনা কয়েকটি বিদ্যালয়ে রয়েছে শহীদ মিনার। যেখানে শহীদ মিনার নেই সেখানেই গড়ে তোলা হয় এক দিনের শহীদ মিনার। কিন্তু মাদ্রাসাগুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কোনো ব্যবস্থা নেই বা করাও হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়া চুনারুঘাট সরকারি কলেজ ও ৩-৪টি হাইস্কুল ছাড়া আর কোনো বিদ্যালয়ে শহীদ মিনার নেই। শহীদ মিনার নেই কোনো সরকারি কিংবা সেরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভাষা শহীদদের স্মরণে প্রভাতফেরী এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সংস্কৃতি চুনারুঘাটে চালু হয়েছে যুগ যুগ থেকেই। বর্তমানে জনসংখ্যা বেড়েছে, বেড়েছে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু সেই অনুপাতে গড়ে উঠেনি কোনো শহীদ মিনার।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *