ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বানিয়াচংয়ে বিনা মূল্যে চক্ষু শিবির

প্রতিনিধি ॥ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) এর অর্থায়নে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্টিত হয়েছে। গত ২৮ ফেব্র“য়ারী সারাদিন ব্যাপী হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এতে প্রায় ৪শ’ ৫০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ছানী পড়া গরীব ১৬ জন রোগীকে
হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হয়েছে। চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে সহ-সহ সভাপতি এমএ মুনম চৌধুরী বুলবুল ও গাজীউর রহমান গাজী, ইসলামিয়া চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ফজলুর রহমান ও সায়েদুজ্জান জাহিরসহ আরোও অনেকই। অপারেশন করা রোগীদের নিকট ঔষধ বিতরণ করেন। হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র সহ-সভাপতি এমএ মুনম চৌধুরী বুলবুল ও গাজীউর রহমান গাজী অপারেশন শেষে রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও চশমা তাদের হাতে তুলে দেন।
Leave a Reply