মুক্তিযোদ্ধার চিকিৎসায় যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা জাসদের সাবেক সভাপতি মোহাম্মদ ফিরোজের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে এসেছে যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। সংগঠনের পক্ষ থেকে অসুস্থ ফিরোজের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এসোসিয়েশনের সহ-সভাপতি গাজীউর রহমান গাজী গত বৃহস্পতিবার ওই হাসপাতালের ২১নং কেবিনে মোহাম্মদ ফিরোজের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় মোহাম্মদ ফিরোজের সহধর্মিনী উপস্থিত ছিলেন। এদিকে এক বিবৃতিতে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট হবিগঞ্জের কৃতি সন্তান এম এ আজিজ অসুস্থ মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজের চিকিৎসায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
Share on Facebook
Leave a Reply