যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে গরীব-দুঃখীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত রবিবার চুনারুঘাট উপজেলার লালচান চা বাগানের রমাপুরে এই বস্ত্র বিতরণ করা হয়। মান্নান মাস্টার স্কুল এন্ড কলেজ আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি
এমএ মুনিম চৌধুরী বুলবুল। এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি গাজিউর রহমান গাজি, মীর গোলাম মোস্তফা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, যুক্তরাজ্যস্থ চুনারুঘাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, ইউপি চেয়ারম্যান হাজী ফজলুর রহমান তালুকদার সবুজ, সমাজসেবক আবুল কালাম চৌধুরী এখলাছ। মান্নান মাস্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বাগানের পক্ষে বক্তব্য রাখেন জীবন কুমার গোপ। শেষে বাগানের ৩শতাধিক নারী পুরুষ শ্রমিকের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। স্থানীয় লোকজন জানান, ইতিপূর্বে কোন প্রবাসী সংগঠন বাগানবাসীর সহযোগিতায় এগিয়ে আসেনি। এই প্রথম প্রবাসী সংগঠন যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে বাগানের গরীব-দুঃখী মানুষের সহযোগিতায় এগিয়ে আসায় এ সংগঠনের সাথে সম্পৃক্ত সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।
Leave a Reply