চুনারুঘাটে চা শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বেগমখান ও চান্দপুর চা বাগানের শ্রমিকদের আবাদকৃত জমিতে ইকোনোমিক জোন নির্মাণের প্রতিবাদ জানানো হয়েছে অন্যরকমভাবে। গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগীতা, নাচ, গানসহ নাটকের মাধ্যমে প্রতিবাদ জানায় তারা। এসময় শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানে যোগ দেয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মী ও লেখকরা। জানা যায়, চুনারুঘাট উপজেলার বেগমখান ও চান্দপুর চা বাগানের মধ্যবর্তী স্থানে ইকোনোমিক জোন করার সিদ্ধান্ত নেয় সরকার। এ এলাকায় রয়েছে ওই দুই চা বাগানের শ্রমিকদের কৃষি জমি। এ জমি থেকে উৎপাদিত ফসল থেকেই চলে তাদের সংসার। তাই ওই এলাকায় ইকোনোমিক জোন নির্মাণ বন্ধের প্রতিবাদে আন্দোলন করে আসছে তারা। প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি জানানো হয় সরকার যাতে এ সিদ্ধান্ত থেকে সরে আসে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *