Category Archives: প্রথম পাতা

দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সরালিতুপা গ্রামে প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে জালাল উদ্দিন ও প্রতিবেশী গোলাপ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। দুপুরে এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। গোলাপ মিয়া একপর্যায়ে জালাল উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ অবস্থায় স্বজনরা জালাল উদ্দিনকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জে চালককে কুপিয়ে সিএনজি ছিনতাই

কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চালক কে কুপিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাই করেছে দুর্বিত্তরা। গুরুতর আহত অবস্থায় চালককে হবিগঞ্জসদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় মঙ্গলবার (২০ জানুয়ারী) রাত ৮টায় শায়েস্তাগঞ্জ পৌরএলাকার রেলওয়ে জংশন এলাকা থেকে মাধবপুরের নোয়াপাড়ায় যাওয়ার কথা বলে সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১৮৯৩) টি ভাড়া নেয় পাচঁ যাত্রী। চালক গাড়ী নিয়ে রওয়ানা হলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নামকস্থানে পৌছার পর সিএনজি চালক কে মুখ হাত পা বেধেঁ দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রেখে সিএনজি অটোরিক্শা টি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত চালক আরব আলী (৩৫)  শায়েস্তাগঞ্জ পৌরএলাকার নিজগাওঁ গ্রামের সুরুজ আলীর পুত্র।

নবীগঞ্জে জুয়াড়িরা বেপোরোয়া

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ লন্ডন প্রবাসী অধ্যুশিত এলাকা খ্যাত ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুলিশ ফাড়ির ইনচার্য জাহাঙ্গীর আলমকে মাসোহারা দিয়ে দিনে রাতে চলছে নিত্যনতুন আস্তানায় জমজমাট জুয়া ও মাদকের আসর। পুলিশ ও স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিদের মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করে জোয়াড়িরা এলাকার বিভিন্ন স্পটে জুয়ার আসর বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার খেলায় বেপোরোয়া হয়ে উঠেছেন। দেখার যেন কেউ নেই! এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার লন্ডন প্রবাসী খ্যাত ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি চিহ্নিত জুয়ারি চক্র প্রায় প্রতিদিনই রাত দিন জুয়ার আসার বসায়। এমনকি কয়েকটি হাওড়ে দিন দুপুরে পুলিশের নাকের ডগায় নির্বিঘেœ চলে জমজমাট জুয়ার আসর। কিন্তু পুলিশ কেন কোন ব্যবস্থা নিচ্ছে না এর পেছনে কারন কি। এই প্রশ্ন ইনাতগঞ্জ ...

চুনারুঘাটের রেমা-কালেঙ্গা অভয়ারন্যে হরিন শিকার

স্টাফ রিপোটার: চুনারুঘাটে রেমা-কালেঙ্গা অভয়ারন্যে ভেতর চলছে হরিন শিকার। বন বিভাগের সাথে আতাত করে এক শ্রেণীর পশু শিকারী  বনের ভিতরে প্রবেশ করে টং বানিয়ে হরিন শিকার করছে। ফলে রেমা-কালেঙ্গা অভয়ান্যে হরিনসহ বিভিন্ন জাতের প্রাণী ভয়ে লোকালয়ে চলে যাচ্ছে। সাম্পতি মিরাশী ইউনিয়নের মধু মিয়া নামে এক ব্যক্তি দিন দুপুরে একটি হরিন শিকার করে ভোলামজুম গ্রাম দিয়ে যান। এতে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে তিনি বন বিভাগকে ম্যানেজ করে হরিন শিকার করছেন বলে লোকজনেরা জানান।

চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছুকে ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সংবর্ধনা

মোঃ আবুল কালাম : ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছুকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। তিনি ট্রেনিং সেন্টারের সকল কার্যক্রম পরিদর্শন করেন। পরে সংবর্ধনা সভায় যোগ দেন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যকস্ সভাপতি  আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, প্রধান শিক্ষক দিলীপ কুমার দেব, প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন। বক্তব্য রাখেন পৌর ...

চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত ১ ॥ আহত ৪

খন্দকার আলাউদ্দিন: সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনায় উল্লেখযোগ্য কোন জেল জরিমানা নেই। এ বিষয়ে সরকার নতুন আইন করলেও বাস্তবে তার কার্যকারীরিতা নেই। ফলে চালকের নির্দিষ্ট শিক্ষা ও অভিজ্ঞতার প্রয়োজন দরকার পরে না। লাঘামহীনভাবে অনির্দিষ্ট কিশোর চালকের ছড়াছড়িতে প্রতিনিয়ত ঘটেছে দুর্ঘটনা। গত শনিবার চুনারুঘাটে অটোরিক্সা সিএনজি ও মাইক্রো (লাইটেস) এর মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত ও ৫ যাত্রী আহত হয়েছে। আহত সূত্রে জানাযায়, গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলার রাইসমিল নামক স্থানে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট  গামী যাত্রীবাহী একটি অটোরিক্সা (সিএনজি) ও বিপরিতগামী একটি মাইক্রো গাড়ির মুখোমুখি  সংঘর্ষে সিএনজি চালক শাহজাহান মিয়া (৪৫) ঘটনাস্থলেই নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত সিএনজি চালক শাহজাহান হবিগঞ্জ সদর উপজেলার বাঘনিপাড়া গ্রামের মৃত ছুরত আলীর ছেলে। আহত ...

অশ্লীল ছবি ইন্টারনেটে ॥ স্ত্রীকে তাড়িয়ে দিয়েছে স্বামী ॥ আজ শালিস বিচার

স্টাফ রিপোর্টার : পরকীয়া প্রেমিক অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার কারণে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে স্বামী। নিরূপায় স্ত্রী বিচারের আশায় আশ্রয় নিয়েছে স্থানীয় ইউপি সদস্যের বাসায়। অপরাধীরা প্রভাবশালী হওয়ার কারণে ইউপি সদস্যও এ ঘটনার সুষ্ঠু বিচার করতে ব্যর্থ হচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, আমু চা বাগানের পুরান লাইনের মাহেন্দ্র তাতীর ছেলে লালন তাতী (৩৫) ঘরে স্ত্রী রেখে একই লাইনের এক চা শ্রমিকের স্ত্রী’র সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে। এ সুযোগে সে সম্প্রতি ওই মহিলাকে চা বাগানের সেকশনে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার সাথে অনৈতিক মেলামেশা করে এবং তা মোবাইলে ধারণ করে। পরে অশ্লীল ছবি মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনা প্রকাশ হওয়ার পর তার স্বামী  তাকে ঘর থেকে বের করে ...

বছরের শুরুতেই বাহুবলে গোপনে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড বই

আজিজুল হক সানু: বাহুবলে বছরের শুরুতইে বইয়ের দোকান গুলোতে অবাধে বিক্রি করা হচ্ছে নিষিদ্ধ নোট-গাইড, সহায়ক পাঠ্য বই, অনুপম সিরিজ, পুথনিলিয়, জুুপটিার ও কম্পউিটার সহ বিভিন্ন নামের নোট বই বাজারে দেদারছে প্রকাশ্য বিক্রি হচ্ছে। আগে স্থানীয় বইয়ের দোকান মালিকরা এসমস্ত গাইড বই গোপনে মজুদ করে শিক্ষার্থীদের কাছে গোপনে বিক্রি করতো। বর্তমানে বাহুবলের বিভিন্ন লাইব্রেরীতে বইয়ের দোকান গুলোতে এ নিষিদ্ধ নোট বই বিক্রি  হচ্ছে একবারেই খোলা মেলা ভাবে। সূত্র জানায়, নোট বই কোম্পানী গুলোর প্রতিনিধি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষকদের লোভনীয় কমিশন ও ডোনেশন পেয়ে শিক্ষার্থীদের নোট ও সহায়ক বই কিনতে প্রলুদ্ধ করছেন। কোচিং ও স্কুল শিক্ষকদের চাপে পড়ে কোমলমতি শির্ক্ষাথীরা উচ্চ মূল্য দিয়ে গাইড ও সহায়ক বই ...

প্রতিরোধ যুদ্ধ ॥

মার্চ ১৯৭১জানুয়ারী মাসে পাঞ্জবী ও পাঠান সিপাহীদের পরিবারবর্গের একটি তালিকা প্রনয়ণ ও প্রদানের নির্দেশ দেওয়া হয় এবং ফ্রের্রুয়ারীর মধ্যে তাদের পাকিস্তান পাঠানোর নির্দেশ ১৬ই মার্চে যখন বঙ্গবন্ধুর সঙ্গে পশ্চিমাদের আলোচনা শুরু হয় আমরা তখন আশা করেছিলাম একটি রাজনৈতিক সমাধান হবে। কিন্তু পাক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ আনয়নের কার্যক্রম মনে সন্দেহের সঞ্চার করে। পাকিস্তানী অফিসারদের বিভিন্ন গ্যারিসনে সন্দেগের আনাগোনা পরিলক্ষিত হয়। ১৭ই মার্চ লেঃ কর্ণেল এম. আর. চৌধুরী, আমি ও ক্যাপ্টেন ওয়ালী গোপন বৈঠকে মিলিত হয়ে পরিকল্পনা করলাম, এতে ই. পি. আর. এর ক্যাপ্টেন রফিকও যোগ দিলেন। ২১ই শে মার্চ জেনারেল হামিদ চট্রগ্রাম সেনানীবাসে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আগমন করলে ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে ভোজ সভায় বিশ বালুচ রেজিমেন্টের কমান্ডিং অফিসার ...

বাহুবলে নারী নির্যাতন মামলার আসামী গ্রেফতার

বাহুবল প্রতিনিধি :বাহুবল উপজেলার হরিতলা গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র বহু অপকর্মের হোতা চুরি ডাকাতি, নারী নির্যাতন মামলার আসামী আব্দুল মজিদ (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১১টারদিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মারামারি, চুরি ডাকাতি, নির্যাতনের একাধিক মামলা বাহুবল থানায় ও আদালতে রয়েছে। তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের মামলাও রয়েছে।

চান্দপুর চা-বাগানের ধান্য জমিতে ইকোনোমিক জোন ॥ অবৈধভাবে বালু উত্তোলন ও স্কুলের নাম পরিবর্তনের দাবীতে ফুঁসে উঠছে চা-শ্রমিকরা

মোঃ ফারুক মিয়া:চুনারুঘাট(হবিগঞ্জ) সংবাদদাতা॥ চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানের চা শ্রমিকদের ধান্য জমিতে ইকোনোমিক জোন, তাহের-শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে নামকরন ও বাগানের প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে কর্মবিরতি দিয়ে হবিগঞ্জের চা-শ্রমিকরা আন্দোলনের ডাক দিয়েছে। গত শনিবার সকালে ১১টায় চান্দপুর চা-বাগানের নাজঘরে নৃপেন পালের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ব্যক্তব্য রাখেন, স্বপন সাওতাল, কাঞ্চন পাত্র, অভিলাস গোস্বামী, সাধন সাওতাল, যুবরাজ ঝড়া, শ্যামল মুদি, বিজলা কানু, সুর্য রায়সহ অন্তত ২০/৩০ জন চা-শ্রমিক নেতা। শ্রমিকদের একটিই দাবী ইকোনোমিক জুনের আওতায় চান্দপুর চা-শ্রমিকদরে ধান্য জমি এদের ছেলে-মেয়েদের রিজিক। এখানে কোন ধরনের মিল-ইন্ডাষ্টিজ করতে দেয়া হবে না। চা-শ্রমিক নিরীহ জাতি বলে আমাদের নির্যাতন করা হচ্ছে। আমাদের আহারের শেষ সম্বল টুকু প্রভাবশালীরা কেড়ে ...

হবিগঞ্জে বিশষ অভিযানে গ্রেফতার ২৩

নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জের  নয়টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৩ আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২০ জন নিয়মিত এবং অন্য  মামলার তিনজন আসামি রয়েছে।

নবীগঞ্জে বিনামূল্যে বিতরনের স্যানিটেসন তৈরীতে অনিয়ম

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সম্মত লেট্রিন ব্যবহারের জন্য স্যানিটেসনের আওতায় আনতে নেদারল্যান্ডের অর্থায়নে ব্রাক ওয়াশ কর্মসুচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভায় হত দরিদ্র ও অসহায়দের মধ্যে বিনামূল্যে স্যানিটেসন সামগ্রী বিতরনের তৈরী কাজে নিয়োজিত ঠিকাধারী প্রতিষ্টান গুলো কর্তৃপক্ষের সাথে সাথে আতাত করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ব্রাক ওয়াশ কর্মসুচীর আওতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২ হাজার ৮শত নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরী রিং সহ যাবতীয় মালামাল তৈরীতে দূর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অহরহ অভিযোগ উঠছে। ১সেট স্যানেটারী মালামালের মূল্য ধরা হয়েছে ২ হাজার ৮শত ৭৫ টাকা। কিন্ত বাস্তবে তার বাজার মূল্য হবে ২ হাজার থেকে ২২ শত টাকা। র্নিদৃষ্ট ...

সংস্কৃতি সমাজ পরিবর্তনে কাজ করে যাচ্ছে

জাহাঙ্গীর আলম :সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে হাতে মধ্যে চুনারুঘাটের আলাদা বৈশিষ্ঠ রয়েছে। ভৌগলিকভাবে ও চুনারুঘাটের অনেক সুনাম রয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ধামালী সংযুক্তহলো নতুন করে। লেখা-পড়ার পাশাপাশি ছেলে মেয়েদের সাংস্কৃতিক দিক দিয়ে  বেড়ে উঠা জরুরী। গতকাল সন্ধায় চুনারুঘাটের নতুন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধামালী আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জয়নাল আবেদীন এ কথাগুলো বলেন। এ্যাডভোকেট মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ধামালী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নিবাহী অফিসার মোঃ মাশহুদুল কবীর ও পৌরসভার নব-নিবাচিত মেয়র নাজিম উদ্দিন শামছু। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদারসহ এলাকাবাসী, গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষারই একটি অংশ। চুনারুঘাটে ইপিজেড ...

চুনারুঘাট পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করতে সকলের সহযোগিতা চাই

কাজী মাহমুদুল হক সুজন/শিপন খান : চুনারুঘাট পৌরসভার নব-নিবাচিত মেয়র নাজিম উদ্দিন শামছু দায়িত্ব গ্রহন করেছেন। গতকাল রবিবার সকাল ১০টায় ভারপ্রাপ্ত মেয়র হরমুজ আলী সহ পৌর পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ফুলের শুভেচ্ছার বিনিময়ে নাজিম উদ্দিন শামছুকে আনুষ্ঠানিক দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, প্রেসক্লাবের সভাপতি ও প্রথম সেবার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য ফারুক মাহমুদ। দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র হরমুজ আলী। উপ-সহকারী  প্রকৌশলী জি এম আরিফ সরওয়ার এর পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্ব গ্রহন ও হস্তান্তর অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন হুমায়ন কবির। স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ ইসমাঈল মিয়া। বক্তব্য রাখেন কাউন্সিলর সৈয়দ মিয়া, আব্দুল ...

বাহুবলে ৭ গ্রামবাসীর দুর্ভোগ চরমে

বাহুবল প্রতিনিধি :বাহুবল উপজেলা সদর টু রাজাপুর বাজার এলজিইডি’র রাস্তার প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে আকিলপুর গ্রামের নিকট রাস্তাটি বন্ধ করে দিয়েছে একটি অসৎ প্রকৃতির প্রভাবশালী চক্র। দীর্ঘ ৭০ বছর যাবৎ ওই রাস্তা দিয়ে বাহুবল উপজেলা সদরে যাতায়াত করে আসছেন পশ্চিমাঞ্চলের চন্দনিয়া, বালিচাপড়া, রাজাপুর, কাইতগাঁও, পনার আব্দা, আকিলপুর, মিঠাপুর গ্রামবাসী। কিন্তু ৭০ বছরের পুরাতন এই রাস্তা একটি বানোয়াট যুক্তি খাড়া করে রাস্তার  মাঝখানে ডালপালা দ্বারা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে আকিলপুর গ্রামের গেদু মিয়া, আরজু মিয়া, জমির আলী, সাজিদুর রহমান চৌধুরী, মনির ডাক্তর, ফিরোজ মিয়া সহ তার লোকজন। যেভাবে রাস্তা বন্ধ করা হয়- গত শনিবার সকাল ১০ টারদিকে ওই চক্রটির নেতৃত্বে তার লোকজন গাছের ডালপালা দিয়ে রাস্তার মাঝামাঝি বেড়া দেয়। তাদের ...

উলুকান্দি রেলগেইটে মাছবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকরীরা

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ উলুকান্দি রেল গেইটে অবরোধকারীরা মাছ বুঝাই একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে। গতকাল রবিরার সকাল ৮টা অবরোধকারীরা গাড়িটি আটক করে। তর্ক-বির্তকের এক পর্যায়ে ঢাকা মেট্রো (ট-১১-৮৯৩১) গাড়িটি আগুন ধরিয়ে দেয় তারা। ঘটনার পরপরই শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ সবুজ, ইম্মত, আলী, শাহ আলম ও সাদ্দাম নামে ৪ আবরোধকারীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে।

আগামী ১৭ জানুয়ারী অনুষ্ঠিত হচ্ছে গোগাউড়া সুন্নী সম্মেলন

বিজ্ঞপ্তি :আগামী ১৭ জানুয়ারী চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামে সন্নী যুব সংঘের উদ্যোগে ৩য় বার্ষিক সুন্নী মহা সম্মেলন ১৫ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছর অত্যান্ত বর্ধিত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে য় এরপর পৃষ্ঠা-২ উপস্থিত থাকবেন আর্ন্তজাতিক খ্যাতিসম্মন্ন বক্তা আলহাজ্ব হযরতুল আল্লামা মোশাররফ হোসেন হেলালী সাহেব, বিশেষ অতিথি আলহাজ্ব হযরতুল আল্লামা হুজ্জাতুল্লাহ্ নকশেবন্দী সাহেব, প্রধান ওয়ায়েজ হযরতুল আল্লামা মনির হোসেন জালালী সাহেব, বিশেষ ওয়ায়েজ আলহাজ্ব হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব, প্রধান বক্তা, হযরত মৌলনা আব্দুর রহমান সরকার, বিশেষ বক্তা, বাতিলের আতস্ক তরুণ তেজস্বী বক্তা মুফিতি মোহাম্মদ আব্দুল মোমিন আল্ আবেদী। পরিচলনা করবেন সাবেক কমিশনার ...