প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।

 

আজ সাড়ে ১১টায় পতাকা বৈঠক ॥ ৩ জনের লাশ খোয়াই পুলিশের নিকট ॥ ভারতের খোয়াই শহরে চুনারুঘাটের ৩ গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

চুনারুঘাটের বাল্লা সীমান্তের ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের বাচাইবাড়ি এলাকায় তিন গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী (৪০), একই গ্রামের সমির হোসেনের ছেলে সুজন মিয়া (২২) এবং সনু মিয়ার ছেলে আক্কল মিয়া (১৯)। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরে আলীনগর গ্রামের ৫জন গরু ব্যবসায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের একটি গ্রামে গরু কিনতে যায়। এ সময় ভারতীয়রা তাদের চোর সন্দেহ করে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। এ ঘটনায় দুই জন পালিয়ে এসে মঙ্গলবার বিকেলে এলাকায় খবর দেয়। সন্ধ্যার দিকে তাদের মৃত্যুর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বিষয়টি বিজিবিকে জানান। পরে ...

চুনারুঘাটে জুয়া খেলা অপরাধে ভ্রাম্যমান আদালত ১৩ জুয়ারীকে স্তা দিনের কারাদন্ড

মোঃ ফারুক মিয়া ॥ চুনারুঘাটে ১৩ জুয়ারীকে ভ্রাম্যমান আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর তার কার্যালয়ে ১৩ জুয়ারীকে এ কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত জুয়ারীরা হলেন,বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের আঃ মালেক (৩৫), একই উপজেলার দৌলতপুর গ্রামের আঃ শহিদ (৬০), লামতাশি গ্রামের আলী হোসেন (৪০), জয়দেবপুর গ্রামের কুতুব আলী (৫৫), গংগানগর গ্রামের তৈয়ব আলী (৫৫), চুনুরেক গ্রামের ফজলু মিয়া(৫৫), তিতারকোণা গ্রামের সালেহ আহমেদ (৪০), বড়ইউরি গ্রামের ফুল মিয়া, চুনারুঘাট উপজেলার দারাগাও গ্রামের দুলাল মিয়া (৪০), একই গ্রামের আঃ মন্নান (৪৫), নজরুল ইসলাম (৩৮), আঃ নুর (৩৫), সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ উপজেলার ছাত্রিশ গ্রামের শামীম আহমেদ (৩৫)। দন্ডপ্রাপ্তদের ...

আজ মন্ত্রীর গায়েহলুদ, ১৪ নভেম্বর বৌভাত

বর-কনের বয়সের পার্থক্য প্রায় ৪০ বছর। কিন্তু দুই জনের মনের মিল রয়েছে যথেষ্ট। রয়েছে প্রেম-প্রীতি আর ভালোবাসা। কখন যে কার মনে কোন শখ জাগে অবশ্য তার কোনো ঠিক-ঠিকানা নেই। প্রেম যে কোনো জাত-কুল ধর্ম-বর্ণ, বয়স ব্যবধান ও চেনা-অচেনা মানে না সেটা আরো একবার প্রমাণিত। এবার এর প্রমাণ দিতে ইন্ডিয়ান কোনো সিরিয়াল নয়, স্বয়ং বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী মুজিবুল হক এগিয়ে এসেছেন। জীবনের প্রায় ছয় দশক পার করে এবার তিনি সংসার করার উদ্যোগ নিয়েছেন। প্রায় ছয় মাস আগে থেকেই চলছে গুঞ্জন। বাতাসে খবর বেরিয়েছিল মন্ত্রী বিয়ে করছেন। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন তিনি। আর ওই ঘোষণার বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে আজ। রেলপথমন্ত্রী মুজিবুল হক-এর বয়স এখন মাত্র ৬৭। বয়সের ...

নিজামীর বিরুদ্ধে রায় পড়া শুরু

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় পাঠ শুরু করেছেন আদালত। চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার সকাল ১১টা ৮ মিনিটে এ রায় পাঠ শুরু করেন। ২০৪ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পাঠ করছেন বিচারপতি আনোয়ারুল হক। এর আগে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম রায় নিয়ে বিলম্ব ও অন্যান্য প্রসঙ্গের ভূমিকায় বলেন, আমরা আইনের বাইরে টক শো বা রাস্তায় রায় নিয়ে কথা বলতে পারি না। আইনের মধ্যে থেকেই এ রায় পাঠ করা হচ্ছে। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মতিউর রহমান নিজামীকে বুধবার সকাল ৯টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে আনা হয়। এদিকে, চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর তুরিন আফরোজ, মোখলেজুর রহমান বাদলসহ রাষ্ট্রপক্ষের ...

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদক ব্যবসায়ী আব্দুল মালেককে (৩৫) আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পলাশ বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। আটক মালেক উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। র‌্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল-মামুন জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দ হওয়া মদসহ মালেককে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাহুবলের মুরুব্বী আব্দুর রহমান আর নেই

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুর রহমান (৮৫) মঙ্গলবার সকাল ৮টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি  ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকাল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে করাঙ্গী নিউজ টোয়েন্টিফোর  ডটকম। লিখিত এক বার্তায় করাঙ্গী নিউজের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম গভীর শোক প্রকাশ করেছেন।গভীর শোক প্রকাশ করেছেন শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক ছাদিকুর রহমান, সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহুবল থানা শাখার সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, সেক্রেটারী জালাল উদ্দিন আখনঞ্জী, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হোসাইন আহমেদ শামীম প্রমূখ। উনারা মরহুমের ...

চুনারুঘাটে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ২ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার সকাল ১১টায় থানার এ এস আই শাহিন এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নয়ানী গ্রামে অভিযান চালিয়ে খুর্শেদ আলীর পুত্র মাদক ব্যবসায়ী জসিম মিয়া (৩২) কে ৪ কেজি গাজাসহ  নিজ বাড়ি থেকে আটক করে। এ ব্যাপারে মাদক আইনে পুলিশ মামলা দিয়ে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।

চুনারুঘাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের রাইসমিল নামক স্থানে রাস্তার পাশে এক মৃত ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মঙ্গলবার সন্ধায় চুনারুঘাট পৌর কবরস্থানে বেওয়ারিশ লাশটি দাপান করা হয়। উল্লেখ্য যে, মৃত ব্যক্তির শরীরে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছে।

বিয়ানীবাজারে ছাত্রলীগের ২গ্রুপের সংঘর্ষ

সিলেট প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট জেলার বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। কলেজ চত্বরে মঙ্গলবার দুপুরে রিভারবেল্ট গ্রুপের সঙ্গে জামাল গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে ছাত্রলীগের নামে অছাত্ররা কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পেছনে জাকির হোসেন নামের একজনের ইন্ধন রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। শিক্ষার্থী কায়েস হোসেন, সায়েম আহমদ ও জাফরুল আলম জানান, সোমবার ছাত্রলীগের রিভারবেল্ট গ্রুপের দ্বিতীয় বর্ষের ছাত্র তুহিনের সঙ্গে সাবেক আহবায়ক জামাল গ্রুপের প্রথম বর্ষের ছাত্র রাফি আহমদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ‘জুনিয়র ও সিনিয়র’ এসব নিয়ে সোমবার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ছাত্রলীগের উভয় গ্রুপের দায়িত্বশীলদের নিয়ে কলেজ অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক দুই ...

রেলমন্ত্রীর গায়ে হলুদ কাল

রেলপথ মন্ত্রী মুজিবুল হক ও চান্দিনার মীরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তার বিবাহ উপলক্ষে গায়ে হলুদ অনুষ্ঠান হবে বুধবার। বর মুজিবুল হক ও কনে রিক্তার পারিবারিক সূত্রে জানা গেছে রাজধানীর সংসদ ভবনের কনভেশন হাউজে গায়ে হলুদ অনুষ্ঠান হবে।গায়ে হলুদের সব উপকরণ সোমবার বর মন্ত্রী মুজিবুল হকের বাড়ি থেকে কনে রিক্তার বাড়িতে পাঠানো হয়েছে। মঙ্গলবার কনে রিক্তার বাড়ি থেকে বর মুজিবুল হকের বাড়িতে গায়ে হলুদের উপকরণ পাঠানো হবে। কনে রিক্তা ঢাকায় অবস্থান করছেন। বুধবার কনে রিক্তার বাড়ি থেকে নিকটাত্মীয় ও পরিবারের সদস্যরা ঢাকায় গায়ে হলুদে যোগ দেবেন। আর শুক্রবার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের প্রত্যন্ত এলাকা মীরাখলা গ্রামের মুন্সি বাড়িতে বরবেশে আসবেন ৬৩ বছরর রেলমন্ত্রী মুজিবুল হক।

১০১৯ বাংলাদেশী কারাগারে

আরব আমিরাতের কারাগারগুলোতে এক হাজার ১৯ জন বাংলাদেশী বন্দি রয়েছেন। তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ জন। তাদের দেশে ফেরত আনার জন্য আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছিলাম। সাজাপ্রাপ্ত আসামি হস্তান্তরে চুক্তি হয়েছে। আমরা দেখছি তাদের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ‘আমিরাতের কারাগারগুলোতে বন্দি ১০১৯ বাংলাদেশির মধ্যে ১৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ২১জনযাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছে। বিভিন্ন অপরাধে দেশটির আদালত তাদের এই সাজা দিয়েছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি স্থানান্তর চুক্তির আওতায় উভয় দেশ আলোচনার মাধ্যমে আসামি হস্তান্তর করতে পারবে। অন্যান্য দেশের সঙ্গে যে ধরনেরচুক্তি আছে, এক্ষেত্রেও সেভাবেই হয়েছে। এটি ...

সিলেটে বাস চাপায় কিশোরের মৃত্যু

সিলেট প্রতিনিধি:সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজারে বাস চাপায় ইসমাঈল হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে এ দুর্ঘটনা ঘঠে। ইসমাইল কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কলাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সে তার বাবার সাথে লালাবাজরে থাকত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ইসমাঈলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরমা থানার পুলিশ এসে নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ঘটনা প্রতিবাদে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় আধাঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসে পরিস্থিততি নিয়ে আসে।

দৈনিক ৫শ’ ব্যারেল তেল তোলা সম্ভব হবে

কামরুল ইসলাম ... দেশের প্রথম তেল অনুসন্ধান কূপ খনন শুরু হয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) পরিচালিত ওই ক্ষেত্রটিতে তেলকূপটি (কৈলাসটিলা-৭) খনন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ক্ষেত্রটিতে তেলের অবস্থানও নিশ্চিত হয়েছে বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে। ২০১২ সালে চালানো ওই জরিপে কৈলাস টিলা ক্ষেত্রে তেল-গ্যাসের মোট ১৩টি চিহ্নিত হয। এর মধ্যে ছয টি তেলের ও ছয়টি গ্যাসের এবং একটি তেল ও গ্যাসের মিশ্রস্তর। বাপেক্সের ত্রিমাত্রিক জরিপের তথ্য অনুযাযী, কৈলাসটিলা ক্ষেত্রে প্রায় ১১ কোটি ব্যারেল তেল ও প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুত রয়েছে। এর মধ্যে প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে চার কোটি ব্যারেল তেল ও সাড়ে ৬০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস উত্তোলনযোগ্য। ক্ষেত্রটির তিন হাজার ১৫০ ...

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলো ১২ বছর বয়সী স্কুলছাত্রী স্বর্ণা

নিজস্ব প্রতিনিধি ... অবশেষে বিয়ের পিড়িতে বসলো স্কুলছাত্রী স্বর্ণা। বাল্যবিয়ে হলেও তা রোধ করতে কেউ এগিয়ে আসেননি। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের রইছ মিয়ার কন্যা প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী স্বর্ণা আক্তার ওরফে মরিয়ম আক্তারকে গতকাল শুক্রবার বিয়ে দেওয়া হয় উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আক্কাছ মিয়ার পুত্র সেলিম মিয়ার সাথে। বাল্যবিয়ে ঠেকাতে খুব  সতর্কতার সাথে স্বর্ণার নাম পরিবর্তন করে মরিয়ম আক্তার নাম দিয়ে ইউনিয়ন অফিস থেকে একটি ভুয়া জন্ম সনদ নেয়া হয়। স্কুল সাটিফিকেট অনুযায়ী স্বর্ণার জন্ম তারিখ ৬ জুন ২০০২। সে ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় অংশগ্রহণ নেয়। জন্ম তারিখ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার কাগজপত্র খতিয়ে দেখা গেছে স্বণার বয়স ...

ধর্ষণের চেষ্টা ॥

৬ মাসের দন্ডশায়েস্তাগঞ্জ প্রতিনিধি য় চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই যুবককে উল্লেখিত দণ্ডাদেশ প্রদান করেন। ওইদিন রাত ৮টার দিকে ভ্রাম্যমান আদালত হবিগঞ্জ সদর উপজেলার আদিপাশা গ্রামের মৃত উস্তার মিয়ার পুত্র নাজমুল হক (২০) কে ধর্ষণের চেষ্টার ও শ্লীলতাহানীর অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জানা যায়, চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল করিমের কন্যা মোছাঃ রুমা আক্তার (১৫) কে নাজমুল হক ধর্ষণের চেষ্টা চালায়। রুমা মিরাশী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ঢাকা থেকে ওইদিন বাড়ি ফিরছিল। বাস থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ নামার পর সিএনজি ...

নিউমোনিয়া ও ডায়রিয়ায় শিশু আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি.. হবিগঞ্জের গ্রামাঞ্চলে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হবিগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে অসংখ্য শিশু। কিন্তু শিশু ওয়ার্ডে আসন সংখ্যা সীমিত থাকায় রোগীর স্বজনদের মেঝেতে গাদাগাদি করে থাকতে হচ্ছে। কয়েকজন শিশুরোগীর স্বজনরা অভিযোগ করেন ডাক্তাররা হাসপাতালে রোগীদের নিয়মিত দেখেন না।

সিসি ক্যামেরায় আগুন ॥ কর্মকর্তা জেলে

মাধবপুর প্রতিনিধি... মাধবপুর উপজেলার সায়হাম কম্পোজিট নিট পোশাক কারখানা থেকে তৈরী পোশাক চুরি করে বাচতে গিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার দায়ে সোহেল রানা (৩২) নামে এক কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে কতৃপক্ষ। সোমবার সকালে থানা পুলিশ সোহেল কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহীদউল্লা পিপিএম জানান, গত ১৭ অক্টোবর সায়হাম কম্পোজিট নিট পোশাক কারখানার কর্মকর্তা সোহেল রানা কারখানা থেকে শিশুদের জন্য তৈরী করা ৬ টি গেঞ্জি চুরি    করে নিয়ে যায়। এ দৃশ্য কারখানায় রক্ষিত ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ার পর ওই কর্মকর্তা বেকায়দায় পড়ে। পরবর্তীতে চুরির দৃশ্য আড়াল করতে ১৮ অক্টোবর সিসি ক্যামেরা আগুন লাগিয়ে পুড়িয়ে নষ্ট করার ...

সম্মিলিত ইসলামী দল ও তৌহিদী জনতা পরিষদের হরতাল পালিত

স্টাফ রিপোর্টার .. পবিত্র হজ্ব ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ফাঁসির দাবিতে সম্মিলিত ইসলাী দলগুলোর ডাকা হরতাল সারাদেশের ন্যায় চুনারুঘাটেও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে চুনারুঘাটে যান চলাচল বন্ধ ছিল। সকাল থেকে পিকেটিংয়ে নেতৃত্ব দেন সম্মিলিত ইসলামী দলের কেন্দ্রিয় নেতা মাওলানা আজিজুর রহমান আজিজ। এসময় উপস্থিত ছিলেন যথাক্রমে মুফতি মাওলানা শাহ আব্দুল কাদির, তৌহিদী জনতা পরিষদের উপজেলা সেক্রেটারী আলহাজ্ব হোসাইন আলী রাজন, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, মাওলানা মনসুর আহমেদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আশিকুর রহমান, হাফেজ শাহিনুল ইসলাম, মাওলানা হোসাইন আহমেদ, হাফেজ জুনায়েদ আহমেদ, মোঃ মহিবুল ইসলাম প্রমূখ। পিকেটিং ...