প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।

 

দিরাইয়ে মহিলার লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌর সদরের একটি জলাশয় থেকে বিকৃত পচনশীল একটি মহিলার লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। দিরাই পৌর সদরের মাদানী মহললা এলাকার দিরাই শ্যামারচর সড়কের পাশের জলাশয়ে কচুরিপনার মধ্যে লাশটি ভেসে উঠে। খবর পেয়ে এ এসপি দিরাই সার্কেল এস এম ফয়সল, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান ও সাংবাদিকসহ এলাকাবাসী সেখানে জড়ো হয়।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সরকারী হাসাপাতালে প্রেরন করা হয়।

জমজমাট মদ ও জুয়ার আসর

মাধবপুর প্রতিনিধি .. মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় জমে উঠেছে জুয়া ও মদ-গাজা-নারীর আসর। এই আসরে প্রতিদিন দূর-দূরান্ত থেকে যোগ দিচ্ছে দেশের বিভন্ন স্থান থেকে আসা হাজারো তরুন-যুবক। সরেজমিনে দেখা যায়, মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া ডাকবাংলো রোডের উত্তমের লন্ড্রী ঘরকে কেন্দ্র করে গড়ে উঠেছে জমজমাট জুয়ার আসর। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে এই আসর। জুয়া খেলাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে মাদক সেবন ও দেহব্যবসা। অনুসন্ধ্যানে জানা যায়, অবৈধ আসরটির গডফাদার নামে পরিচিত হয়ে উঠছেন অত্র ইউনিয়নের   নেতৃত্বে বনগাঁও গ্রামের ফেন্সি ছাবু মিয়া, লন্ড্রী মালিক উত্তমসহ কয়েকজন মাদক ব্যবসায়ী তেলিয়াপাড়া বাজারে গড়ে তুলেছেন মাদক সাম্রাজ্য। মাদক বিক্রি বাড়ানোর জন্য বসানো হয়েছে জুয়ার আসর। তেলিয়াপাড়া বাজারে এসব হলেও প্রশাসন নির্বিকার। ...

চিকিৎসার প্রলোভন দিয়ে জমি রেজিষ্ট্রিরী করাতে গিয়ে এক মহিলা আটক

স্টাফ রিপোর্টার .. চুনারুঘাটে এক প্রতিবন্ধী মহিলাকে চিকিৎসার প্রলোভন দিয়ে চুনারুঘাট সাব-রেজিষ্ট্রারী অফিসে এনে প্রতারণা করে জমি রেজিষ্ট্রারী করাতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক মহিলা। জনতা উত্তম মধ্যম দিয়ে আটক মহিলাকে চুনারুঘাট থানায় সোপর্দ করেছে। জানা যায়, বুধবার সকালে চুনারুঘাট উপজেলার পশ্চিম পীরেরগাঁও গ্রামের মৃত ছুরত আলীর প্রতিবন্ধী মেয়ে রাজিদা খাতুন (৩৩) কে একই উপজেলার ঘরগাঁও গ্রামের আব্দুল হকের স্ত্রী সুফিয়া খাতুন রাজিদা কে চিকিৎসার প্রলোভন দিয়ে একটি সিএনজি যোগে চুনারুঘাটে নিয়ে আসে। এ সময় সুফিয়ার স্বামী আব্দুল হকসহ ৪/৫জনের একদল লোক        সাব-রেজিষ্ট্রারী অফিসের এক মুহরীর ঘরে অবস্থান করে এবং একটি দলিল লিখিয়ে রাখে। রাজিদা খাতুনকে আব্দুল হকসহ অন্যরা সাব-রেজিষ্ট্রারী অফিসে নিয়ে দলিলে স্বাক্ষরের কথা বলিলে ...

হাসতে হাসতে পেট ফেটে গেলো!

প্রিয় পাঠক। গত সংখ্যার গল্পের শেষাংশ থেকে শুরু করছি। মূলত আমার লেখা গল্পের চলনায় পাঠককে বলতে চাই। এ বলা অব্যাহত থাকবে । যাক। শেয়াল বিয়ে করে নতুন বউ বাঘিনীকে ঘরে তুলল। একদিন বাঘিনী শেয়ালকে বলল, চলনা হরিণ শিকারে যাই। চালাক শেয়াল, জানত তার দ্বারা কি এসব সম্ভব? তার পারও রাজি হলো। শেয়াল বাঘিনীকে বলল, তুমি এক কাজ কর- আমার সাথে না থেকে তুমি জঙ্গলের ওই পাশে গিয়ে বড় বড় হরিণ তাড়িয়ে দাও আর আমি মেরে রাখব। আহ! কি মজা করে দু’জনে খাব। বোকা বাঘিনী ঠিকই বড় বড় হরিণ শেয়ালের দিকে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু একবার কৌতল বসত একটি বড় হরিণের সামনে জেদ ধরে দাড়িয়ে মনে মনে বলল,  দেখিতো আমাকে হরিণ ভয় ...

চুনারুঘাট সিএনজি মালিক ও শ্রমিকদের ঘোষণাপত্র মুখ থুবড়ে পড়ার আশংকা

স্টাফ রিপোর্টার ..দেরীতে হলেও বোধদয় হয়েছে চুনারুঘাট সিএনজি (অটোরিক্সা) শ্রমিক ও মালিক নেতৃবৃন্দের। সম্প্রতি রিক্সায় মাইক বাজিয়ে পৌরশহরের অলি গলিতে প্রচার প্রচারনা চালাচ্ছেন সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এতদ্বারা চুনারুঘাট (অটোরিক্সা) সিএনজি সকল শ্রমিকদের জানানো যাচ্ছে যে, প্রত্যেক সিএনজি চালককে ড্রাইভিং লাইন্সেস করতে হবে। শ্রমিক কার্ড বাধ্যতামূলক সংগ্রহ করিতে হইবে। গাড়ির সামনের সিটে ২ জনের   বেশী যাত্রী উঠানো যাবে না। গাড়ির গতিবেগ ৪০ এর উপরে উঠানো যাবে না। গাড়ি চলন্ত অবস্থায় মোবাইল ফোনে আলাপ করা যাবে না। ড্রাইভিং লাইন্সেস ও শ্রমিক কার্ড সংঙ্গে রাখতে হবে। রাস্তায় বেপরোয়া ওভারটেক করা যাবে না। এছাড়া গাড়ির সকল কাগজ পত্র হালনাগাদ রাখার বিষয়ে প্রচারনা চালানো হয়। অন্যথায় আর্থিক জরিমানা ও দন্ডের কথা ...

ভিমরুলের কামড়ে আহত এক স্কুল ছাত্র

মোঃ আকরামুল ইসলাম ..চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের প্রবাসী মোঃ ছুরাব আলীর ছেলে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ উজ্জল মিয়া (১৩) কে বেঙ্গল ভলার কামরে আক্রান্ত হয়ে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকার সময়ে নিজ বাড়ীর দক্ষিণ পাশে এক বেলজিয়াম চারা গাছের বাগানে বন্ধুদের নিয়ে খেলা করতে যায়। ওই সময় সে চারা গাছে বেঙ্গল ভলার বড় একটি  চাকের বাসা দেখতে পায়। সে ওই বাসাতে ঢিল মেরে দাড়িয়ে থাকে। ঢিল মারার সাথে সাথে বেঙ্গল বলা  চারদিকে ছড়িয়ে পড়ে এবং তাকে কামড়ে দেয়। উজ্জ্বল মিয়ার শরীর ফুলে যায় ও  প্রচন্ড ব্যথা শুরু হয়। প্রচন্ড ব্যাথা শুরু হলে তার চিৎকারে পরিবারের ...

হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট মোতাচ্ছির

হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় পর্বের নির্বাচন চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ চেম্বার ভবনে অর্ডিনারি গ্রুপের নির্বাচিত ১২ জন ও এসোসিয়েট গ্রুপের নির্বাচিত ছয়জন পরিচালক গোপন ব্যালটে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেন। নির্বাচনে প্রেসিডেন্ট পদে মোতাচ্চিরুল ইসলাম ১১ ভোট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ও কাউছার আহম্মেদ জনি সমান ৯ ভোট পেলে লটারির মাধ্যমে মিজানুর রহমান শামীম নির্বাচিত হন। ১১ ভোট পেয়ে অজেয় বিক্রম শিবু জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচন বোর্ডের সদস্য আলমগীর খান সাদেক দুপুর সাড়ে ১২টার দিকে এ ফল ঘোষণা করেন।

ফুটবলেও বাংলাদেশের জয়

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে নিজেদের দ্বিতীয় ম্যাচে এমিলির একমাত্র গোলে জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার বিকাল ৩ টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। ম্যাচের ৩ মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন প্রথম ম্যাচের গোলদাতা  জাহিদ হাসান এমিলি। খেলার আড়াই মিনিটের মাথায় মামুনুলকে ফাউল করেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। সে ফাউল থেকে পেনাল্টি পায় বাংলাদেশ। আর তা থেকেই গোল আদায় করে নেন এমিলি। তবে ২৮ মিনিটে সমতায় ফেরার একটি সুযোগ পায় সফরকারী দল। অন্যদিকে এমিলি, মামুনুল বেশ কিছু সহজ গোলের সুযোগ পেলেও  তা থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হন তারা।  ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উভয় দল। বিরতি থেকে এসে সমতায় ফিরার জন্য ...

যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চা শ্রমিকসহ এলাকাবাসী বিপাকে

স্টাফ রিপোর্টার..  চুনারুঘাটের-শয়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কে প্রায় ১শ’ ফুট লম্বা চুনারুঘাটের বদরগাজী ব্রীজটি দেবে গেছে। গত কয়েক বছর ধরে বনাঞ্চলের চোরাই গাছ ও অতিরিক্ত বালু বোঝাই ভারী ট্রাক ও রোড-পারমিটবিহীন ট্রাক্টর চলাচলের কারণে এ ব্রীজটি দেবে গিয়ে যোগাযোগ বন্ধ রয়েছে বলে স্থানীয় এবং এলজিইডি সূত্র জানিয়েছেন। যাত্রীবাহী ও ভারী যানবাহন চলাচলে যে কোন সময় ব্রীজটি ধ্বসে পড়তে পারে এমন আশংকায় চুনারুঘাট উপজেলা প্রশাসন এই ব্রীজের উপর দিয়ে সবধরণের যান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে এলাকার দেউন্দি ও লালচান্দ চা বাগানের অর্ধ লক্ষাধিক চা শ্রমিকসহ কমপক্ষে ১৮ গ্রামের লোকজন চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়েছেন। ইতিমধ্যে চুনারুঘাট উপজেলার প্রকৌশলী বদরগাজী সেতু দেবে যাওয়ায় নতুন করে ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। একই ...

প্রিন্সের মাতা হাজেরা বেগম আর নেই

চুনারুঘাট উপজেলা সেচ্ছাকেলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ হাই প্রিন্স এর মাতা মোছাঃ হাজেরা বেগম (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না....রাজেউন)। গত দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। হোসেন শহীদ সোহারর্দী হাসপাতালে ভর্তি করা হলে গত ২০ শে অক্টোবরে হাসপাতালে ইন্তেকাল করেন। পর দিন চুনারুঘাট  উপজেলার আহমদাবাদ ইউনিয়নে গনকিরপাড় পারিবারিক গোরস্থানে জানাযার নামজ শেষে দাফন করা হয়। হাজেরা বেগম মৃতে্যুতে সাবেক সমাজ কল্যান মন্ত্রী এনামুল হক মোস্তাফা শহীদ গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া চুনারুঘাট উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিকসহ সর্বস্তরে মানুষ শোক জানিয়েছেন।

সীমান্তে মাদক পাচার ওপেন সিক্রেট

স্টাফ রিপোর্টার .. চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে মাদক পাচার ওপেন সিক্রেট হয়ে গেছে। যে যার ইচ্ছে মত ভারতীয় নিষিদ্ধ মাদক নিয়ে আসছে। সীমান্তের গ্রামগুলোতে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্যান্ডের মাদক। ব্যাবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এর সাথে পাল্লা দিয়ে সীমান্তের শিশু-কিশোর ও মহিলারা মাদক ব্যবসায় ঝুকে পড়ছে। স্কুলগামী শিশুদের টাকার প্রলোভন দিকেয়ে মাদকের চালান এ পার ওপার হচ্ছে। বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) তৎপরতা নেই বললেই চলে। কোন কোন সময় মাদক আটক করলেও গোপনে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তারা মাদক তো নয় বরং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে অবাধে ব্যবসা করার সুযোগ দিচ্ছে বিজিবি। এগুলো হচ্ছে ফেনসিডিল, ইয়াবা,অফিসার চয়েস, কেস্টল ফাইড, গাজা, হিরোইন ইত্যাদি প্রতিনিয়ত পাচার হচ্ছে। বিজিবির নাম ধরে ...

ধর্ষণে সাহায্য করলো বান্ধবী!

প্রথম সেবা ডেস্ক॥ বান্ধবীকে ঘরে আটকে রেখে ধর্ষণে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দশম শ্রেণীর এক ছাত্রীকে। এ ঘটনায় আটক করা হয়েছে ধর্ষক এক কলেজ ছাত্রকে। বর্ধমানের মন্তেশ্বর কলেজের প্রথম বর্ষের ছাত্র। অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল গ্রেফতারকৃত ছাত্রী ও অন্য এক বান্ধবীর সঙ্গে কালী পূজো দেখতে গিয়েছিল ধর্ষিতা। ফেরার পথে তাকে বাড়ি আসার আমন্ত্রণ জানায় তার বান্ধবী। ওই বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিল অভিযুক্ত কলেজ ছাত্র। এরপর ঘরে বন্ধ করে ধর্ষণ করা হয় তাকে। এক সময় তার সঙ্গে ওই ছাত্রের প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা যায়। সূত্র- জি নিউজ

সংবাদদাতা আবশ্যক

হবিগঞ্জ জেলার ৮টি উপজেলা, শায়েস্তাগঞ্জ পৌরসভা, মিরপুর, দুর্গাপুর, শানখলা, দাউদনগর বাজার, তেলিয়াপাড়া, জারুলিয়া ও চুনারুঘাটসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানের জন্য সংবাদদাতা নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

তিন উইকেটে বাংলাদেশের জয়

তাইজুল ইসলামের অসাধারণ বোলিংয়ে অবশেষে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই বাঁহাতি স্পিনার কম রানের লক্ষ্য এনে দিলেও ব্যাটিং ব্যর্থতায় তালগোল পাকিয়ে সহজ ম্যাচ কঠিন করে জিতে বাংলাদেশ। ৩ উইকেটের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ৩ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে তাইজুলের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় অতিথিরা। প্রথম ইনিংসে ১৪ রানের লিড নেয়ায় প্রথম টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১০১ রান। শূন্য রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। এল্টন চিগুম্বুরার লাফিয়ে উঠা বলে স্লিপে ব্রেন্ডন টেইলরের হাতে ধরা পড়েন তামিম ইকবাল। টিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড ...

হারিয়েছে

আমি মোঃ আঃ জলিল আমার দলিল রেজিষ্টারীর মূল রিসিটি হারিয়েছে । গত ২২-১০-২০১৪ ইং, যাহার দলিল নং ৩১৫৬/২০১০ইং। জিডি নং-৬৩৫। তারিখঃ ১৬-১০-১৪ইং। বিনীত মোঃ আঃ জলিল পিতাঃ মৃতঃ আঃ আজিজ মাতাঃ মৃত রহিমা খাতুন গ্রামঃ টেকারঘাট, ডাকঃ গাজীপুর, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ।

বলিউডের সফল জুটি শাহরুখ-দিওয়ালি

দিওয়ালি ভারতের প্রধান ধর্মীয় উৎসব। এর সঙ্গে বলিউড কিং শাহরুখের সম্পর্ক কী? এমন প্রশ্ন নিশ্চয় ঘুরপাক খাচ্ছে শাহরুখপ্রেমীদের মাথায়। উত্তর সোজা, ঘটা করে দিওয়ালি পালন ছাড়াও শাহরুখের বেশির ভাগ ছবি এখন মুক্তি পায় দিওয়ালির মৌসুমে। এবার নিশ্চয় সম্পর্কটি পরিষ্কার হলো। গত কয়েকবছরে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও সর্বশেষ হ্যাপি ‘নিউ ইয়ার মুক্তি’ পেয়েছে দিওয়ালির মৌসুমে। এর প্রতিটি ছবিই বক্স অফিসে নতুন রেকর্ডও গড়েছে। তাই দিওয়ালিকে কিং খানের লাকি চাম বলা যেতেই পারে। এ ছাড়া দেখুন দিওয়ালি মৌসুমে ‘ডন’ এর সঙ্গে সালমান খানের ‘জান-ই-মান’ ও ‘জাব তাক হ্যায় জান’ এর সঙ্গে অজয়ের ‘সন অব সরদার’ তেমন সাড়া জাগাতে পারেনি। এবার শাহরুখের দিওয়ালি অভিযান কেন সফল তা নিয়ে কয়েক ছত্র জেনে নিন- প্রথম ...

বীনাপানি সংঘের উদ্যোগে দুই দিন ব্যাপী কালী পূজা সম্পন্ন

সুখদেব নাথ ..চুনারুঘাট উপজেলা রাজাপুর গ্রামে মহমোহন পালের বাড়ির পাশে বীনাপানি সংঘের উদ্যোগে  দুই দিন ব্যাপী কালী পূজা সম্পন্ন হয়েছে। বীনাপানি সংঘের সঞ্জিত দেবের সভাপতিত্বে  ও  মনোজ কান্তি পাল রিংকুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের। বিষেশ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার,  পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, সামাদ মাষ্টার, রিপন পাল, টিটু দেব, সৈত্য দেব, বিল্পবসহ আরও অনেকই। কালী পূজা সর্বসাধারনে মঙ্গল কামানায় প্রার্থনা করা হয়।

চুনারুঘাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত

ফারুক মাহমুদ/খন্দকার আলাউদ্দিন..চুনারুঘাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস যথাযথভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগীতায় উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকাল ১১টায় পৌর শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বীরমুক্তিযোদ্ধা মোস্তফা শহীদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে ও ব্র্যাক ওয়াশ চুনারুঘাট উপজেলার সিনিয়র ম্যানেজার মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনাইদ, ব্র্যাক ওয়াশের আঞ্চলিক ব্যবস্থাপক বাবু অনুকুল চন্দ্র কর, ইউপি চেয়ারম্যান ...