প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।

 

ত্রিপুরা থেকে বিদ্যুৎ দেবে ভারত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে শিগগিরই বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার পঙ্কজ শরন। তিনি বলেন, ‘আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া ¯’লবন্দর সড়কসহ সার্বিক উন্নয়নে ভারত সরকার বাংলাদেশকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। পর্যায়ক্রমে এদু’টি বন্দরের অর্থনৈতিক উন্নয়ন করা হবে। এছাড়া অচিরেই ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে।’ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কসবা উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া য়   গ্রামে বিশ্ববরেণ্য সাধক শ্রী শ্রী মা আনন্দময়ীর জন্ম¯’ান ও আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সম্প্রতি হাসিনা-মোদির বৈঠক ফলপ্রসু হয়েছে দাবি করে শরন আরও বলেন, ‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে থেকেই ভালো, এ বৈঠকের মাধ্যমে ...

চা বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে

 চা বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে চেক ডিজঅনারের উকিল নোটিশমাধবপুর প্রতিনিধি য় বাহুবল উপজেলার ইমাম চা বাগানের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মাধবপুরের এক ব্যবসায়ী ৮৫ লক্ষ টাকার চেক ডিজঅনারের দায়ে উকিল নোটিশ দিয়েছেন। মাধবপুর বাজারের কাপড় ব্যবসায়ী দিলীপ কুমার রায় জানান, বাহুবল উপজেলার ইমাম চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা সাত মসজিদ রোডের বাসিন্দা ব্যবসায়ী মাসুদ চৌধুরী ২০১২ সালে মালয়েশিয়ার অংশীদারিত্বের ভিত্তিতে হোটেল ব্যবসার কথা বলে ৮৫ লক্ষ টাকা নেয়। পরবর্তীতে ২০১৪ সালে পূবালী ব্যাংকের চেকের মাধ্যমে ১০ আগষ্ট ২০ লক্ষ, য় এরপর পৃষ্ঠা-৩ ১৫ আগষ্ট ২০ লক্ষ, ১৭ আগষ্ট ২২ লক্ষ ৫০ হাজার, ১৯ আগষ্ট ২২ লক্ষ ৫০ হাজার মোট ৮৫ লক্ষ টাকা ৪টি চেক দেন। কিন্তু চেকগুলো ব্যবসায়ী দিলীপ কুমার রায় মাধবপুর ...

মা ও মেয়ের উপর সন্ত্রাসী হামলায় মামলা দায়ের ॥ বাদীকে প্রাণনাশের হুমকি

মো. ফারুক মিয়া ॥ চুনারুঘাটে মা ও মেয়ের উপর সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাংচুরসহ টাকা ও স্বর্নালংকার লুটের ঘটনায় মামলা দায়ের করায় মা ও মেয়ের প্রান নাশের হুমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। গতকাল রোববার উপজেলার গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মাসুক মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে তার স্ত্রী ফাতেমা ও মাসুক মিয়ার শ্বাশুড়ী মুসলিমা খাতুনকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে এবং বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে স্বর্নালংকারসহ নগদ ৯২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আশংকাজনক অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে ফাতেমা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার জের ধরে গতকাল রোববার সকাল ৯টায় সন্ত্রাসী উস্তার মিয়া, সমসু মিয়া, ফরিদ মিয়া, লাল মিয়া, সবুজ মিয়া ...

মাধবপুরে র‌্যাবের অভিযানে ভারতীয় মদসহ আটক ১

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান(র‌্যাব) রোববার রাতে তেলিয়াপাড়ায় অভিযান চালিয়ে ভারতীয় মদ সহ জাহাদ মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহিদউল্লা পিপিএম জানান, র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গোপন সুত্রে খবর পেয়ে রোববার রাতে তেলিয়াপাড়া গোয়াছনগর এলাকায় অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার চয়েজ মদসহ উপজেলার উত্তর সুরমা গ্রামের মরম আলীর ছেলে জাহাদ মিয়া কে আটক করে। পরে ওইদিন রাতেই র‌্যাবের ডিএডি হাফিজুর রহমান বাদি হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।

চুনারুঘাটে পাকুরিয়ায় ট্রাক্টরের চাপায় সিএনজি খাদে পড়ে আহত ৬

মোঃ ওয়াহেদ আলী ॥ চুনারুঘাট-সুন্দরপুর সড়কে পাকুরিয়া নামক স্থানে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে খাদে পড়ে মহিলাসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। জানাযায়, চুনারুঘাট থেকে সুন্দরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজিটি পাকুরিয়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা চোরাই গাছ বুঝাই নাম্বার বিহীন ট্রাক্টর সিএনজিকে চাপায় দেয়। মর্হুতে ছিটকে খাদে পড়ে সিএনজি। এত ইছালিয়া গ্রামের রফিক মিয়া (৬০), আঃ আলী (৫০) লাকী আক্তার (১৬), এনামুল হক (৩০) আল আমিন (২৫) ইছাকুটা গ্রামের মারফত উল্লার ছেলে ড্রাইভার মরতুজ আলী (৪২) গুরুতর আহত হয়। আহতদের চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে লাকী আক্তার ও রফিক মিয়াকে আশাংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। মাল বোঝাই ট্রাক্টরটি পালিয়ে গেছে।  

হবিগঞ্জের ৮টি উপজেলায় অবৈধ টমটমের ছড়াছড়ি অধিকাংশ চালকই রিক্সা, ভ্যান ও ট্রলির ড্রাইভার

প্রথম সেবা রিপোর্ট ॥  শুধু হবিগঞ্জ শহরে নয়। ৮টি উপজেলা ও ছোট বড় সকল হাট বাজারে অবৈধ টমটমের আনা গোছা বৃদ্বি পেয়েছে। অধিকাংশে টমটমের চালক রিস্কা,ভ্যান, টেলা ও মালবাহী টলির চালক। এছাড়া ১৩/১৪ বছরের কিশোর বয়সের ছেলেরা রয়েছে এ তালিকায়। সাধারণ যাত্রীরা অত্যান্ত নিরুপায় অবস্থায় এসব টমটমে উঠে মারাতœক দূঘঠানার শিকার হচ্ছে। মর্মান্তিক ভাবে যেখানে সেখানে প্রান হারাচ্ছে শিশু-কিশোর বৃদ্ধ সহ সকল বয়েসের নারী-পুরুষ। এসব অদক্ষ চালকের হাতে সাম্পাতিক সময়ে শুধু হবিগঞ্জ সদরেই জ্জ জন স্কুল ছাত্র-য় এসব টমটমে উঠে মারাতœক দূঘঠানার শিকার হচ্ছে। মর্মান্তিক ভাবে যেখানে সেখানে প্রান হারাচ্ছে শিশু-কিশোর বৃদ্ধ সহ সকল বয়েসের নারী-পুরুষ। এসব অদক্ষ চালকের হাতে সাম্পাতিক সময়ে শুধু হবিগঞ্জ সদরেই ডজনখানেক স্কুল ছাত্র-ছাত্রী প্রান হারিয়েছে। ...

হুইস্কি ও পিকআপসহ যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর এলাকা থেকে ৭০ বোতল হুইস্কিসহ আনু মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশ একটি পিকআপ ভ্যানও আটক করে। আটক আনু মিয়া হবিগঞ্জ পৌরসভার নাতিরাবাদ এলাকার আলফু মিয়ার ছেলে।

ভাগ্নেকে অপহরণকারী মামা আটক ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী

নবীগঞ্জ প্রতিনিধি য় নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রাম থেকে অপহৃত শিশুসহ অপহরণকারীকে আটক করা হয়েছে। অপহরণকারী আপন ভাগ্নেকে অপহরণ করে পরিচয় লুকিয়ে বোনের কাছে ৪ লাখ টাকা দাবী করেছিল। র‌্যাব, পুলিশ ও এলাকাবসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মুসলিম পাড়ার সৌদি আরব প্রবাসী নাহিয়ান আল আমিন এর শিশুপুত্র আব্দুল্লা আল নাহিয়ান (৪) কে অপহরণ করে লিটন মজুমদার। সে নাহিয়ানের আপন মামা। অপহরণকারী লিটন নাহিয়ানকে নিয়ে নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের আত্মীয় আছাব আলীর বাড়ীতে আশ্রয় নেয়। এখান থেকে লিটন নাহিয়ানের মা ও তার আপন বোন হালিমা মজুমদারকে ফোন দিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। হালিমা মজুমদার বিষয়টি শ্রীমঙ্গল থানা ও র‌্যাব-৯ এর কাছে জানান। আছাব আলীর বাড়ীতে ...

জিম্বাবুয়ে বলেই স্বপ্নরা ডানা মেলে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়মে ২০১৮ সালে টেস্ট র‌্যাঙ্কিংয়ের দশম দল প্লে-অফ খেলবে কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন দলের সঙ্গে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যে দল টেস্ট র‌্যাঙ্কিংয়ের তলানিতে থাকবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ২ টেস্টের সিরিজ খেলবে তারা। র‌্যাঙ্কিংয়ে উন্নতি করে প্লে-অফ এড়ানোর যথেষ্ট সময় আছে বাংলাদেশের হাতে। আবার অন্য অর্থে বেশি সময়ও নেই। কারণ সামনে ৩ বছর উপরের র‌্যাঙ্কিংয়ের দলের বিপক্ষেই বেশি টেস্ট খেলবেন মুশফিকুর রহিমরা। উন্নতিটা করতে হবে মূলত জিম্বাবুয়ের সঙ্গে খেলেই। হোম সিরিজ দিয়ে উন্নতির মিশন শুরু করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ টেস্টের সিরজটাকে এজন্য সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। মুশফিক বলেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা সিরিজ। এ সিরিজটা যেন আমরা বাংলাদেশের জন্য খেলতে পারি। সবাইকে যেন ...

জিম্বাবুয়ে অলআউট, সাকিবের ৬ উইকেট

সাকিব আল হাসানের বোলিংয়ে নৈপুণ্যে মিরপুর টেস্টের প্রথম দিনই অলআউট হয়েছে জিম্বাবুয়ে। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাকিব বিদায় করেছেন অতিথিদের ছয় ব্যাটসম্যানকে। বলা যায় সাকিব নিজেকে উজার করেই দিলেন তাঁর ফেরায়। দিনের তৃতীয় সেশনে জিম্বাবুয়েকে ২৪০ রানে অলআউট করায় ভালো অবদান রয়েছে জুবায়ের হোসেনের। অভিষিক্ত এই লেগস্পিনার নিয়েছেন দুটি উইকেট। জবাবে দিন শেষে তামিম ইকবালের উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান। শামসুর রহমান ৮ ও মুমিনুল হক ১৪ রানে অপরাজিত রয়েছেন। টিনাশে পানিয়াঙ্গারার লাফিয়ে উঠা বল ঠিকভাবে খেলতে না পেরে স্লিপে ক্যাচ দেন তামিম। সহজ সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি হ্যামিল্টন মাসাকাদজা। ৯ উইকেট হাতে বাংলাদেশ এখনো ২১৩ রানে পিছিয়ে রয়েছে।  

বাড়ছে নারী নির্যাতন-বিচ্ছেদ

নারী নির্যাতন বেড়েই চলেছে। নির্যাতন সইতে না পেরে মেয়েদের দিক থেকেই তালাকের নোটিশ আসছে বেশি। পুরুষের তালাকের হার ৩০ শতাংশ, নারীর ৭০ শতাংশ। সমাজবিজ্ঞানীরা বলছেন, নারী আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। অধিকার সচেতন হচ্ছে। তাই স্বামী ও তার পরিবারের নির্যাতন তারা এখন আর মুখ বুজে সহ্য করছেন না। সিটি করপোরেশনের জরিপ অনুযায়ী শুধু রাজধানীতেই জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ২২ হাজার তালাকের আবেদন পড়েছে। গত বছর বিচ্ছেদের ঘটনা ছিল ৮ হাজার ২১৪, ২০১২ সালে ৭ হাজার ৬৭২ এবং ২০১১ সালে ৫ হাজার ৩২২টি। এসবের মধ্যে ৭৫ থেকে প্রায় ৮০ শতাংশ ডিভোর্স দিয়েছেন নারীরাই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুটি এলাকায় ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তালাক কার্যকর হয় ২ হাজার ৬১৭, যার মধ্যে ১ হাজার ...

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট ম্যাচটি। ম্যাচটি শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়। টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। কিন্তু প্রথম ওভারেই উইকেট হারিয়েছে অতিথি দল। শাহাদাত হোসেনের প্রত্যাবর্তন ম্যাচে ওপেনার ভুসি সিবান্দা ৬ রান করে সাজঘরে ফিরেছেন। অবশ্য ওভারের প্রথম বলেই ৪ মেরে ভাল কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। এই রিপোর্ট লেখা পযন্ত জিম্বাবুয়ে ৩ ওভারে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৯ রান। ক্রিজে আছেন সেকান্দার রাজা (২) ও হ্যামিল্টন মাসাকাডজা (১) রানে। এদিকে এই ম্যাচে ৭৪ তম ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। জুবায়ের হোসেন মাত্র দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। আর তাতেই নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে ...

শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর পুণর্মিলনী কমিটি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের পুনর্মীলনীর ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ২২ অক্টোবর বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের ২০০৯-২০১৪ সনের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে পুনর্মীলনীর বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ নুরুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর। উক্ত স্কুলের প্রাক্তন ছাত্র দের মাঝে স্বাগত বক্তব্য রাখেন শাহ মাহবুবুর রহমান রনি, মোঃ মঞ্জুরুল হক রাজু, মোঃ সাহাবউদ্দিন সুজন, মোঃ তানভীর আহমেদ, মোঃ শাহ জনি, মোঃ ...

মৌলভীবাজারে অপহৃত শিশু উদ্ধার, মামা আটক

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদরের মুসলিমবাগ আবাসিক এলাকার নানার বাসা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার ও অপহারক আপন মামাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার বিকাল ৫টায় মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান- গত ২৩ অক্টোবর সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলা সদরের মুসলীমবাগ আবাসিক এলাকার সৌদি আরব প্রবাসী নুরুল আমীনের শিশুপুত্র নাহিয়ানকে (৪) তার নানার বাড়ির বারান্দায় খেলারত অবস্থায় অপহরণ করে অপহারকরা প্রথমে ৫ লাখ টাকা এবং পরে ১ লাখ টাকা কমিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নাহিয়ানের মা লাকি বেগম বেলা পৌনে ১২টার দিকে এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রি (নং- ১০৫১, তারিখ- ২৩/১০/২০১৪ইং) করলে, শ্রীমঙ্গল থানার ওসি সাথে সাথে বিষয়টি পুলিশ ...

শহরতলীর বড়বহুলা বাগান বাড়ি থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বড় বহুলা এলাকার বাগান বাড়ি থেকে ৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সদর থানার এসআই মিন্টু দের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল শহরতলীর বড়বহুলা এলাকার শারাফত উল্লাহর ছেলে দুলাল মিয়া (৩০) ও একই এলাকার রজব আলীর পুত্র সুমন মিয়া (১৮)।  

হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন ২৭ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মর্তুজা ইমতিয়াজ এই তপশিল ঘোষনা করেন। ঘোষিত তপশিল অনুযায়ী প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আগামী ২৫ অক্টোবর শনিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি করা হবে। পরদিন ২৬ অক্টোবর বেলা ১১টা থেকে-১২টার মধ্যে মনোনয়ন পত্র গ্রহণ করা হবে। একই দিনে বিকেল ৪.৩০ থেকে ৫.৩০ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। আগামী ২৭ অক্টোবর, রোজ সোমবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। এবং একই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তবে তপশিল অনুযায়ী আগামী ১ নভেম্বর শনিবার চূড়ান্ত ...

শায়েস্তাগঞ্জে টমটমের ধাক্কায় মুচির মৃত্যু ॥ চালক পলাতক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ডাক্তারের নিকট থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা হলো না রবিদাস (৪৫) এর। টমটমের ধাক্কা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে দাউদ নগর বাজারের দুখাই রবিদাসের পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ অক্টোবর দুপুরে দাউদনগর বাজারে ডাঃ অনুকুল দাসের নিকট চিকিৎসা নিতে আসে রবি দাস। রবিদাস ফার্মেসী থেকে ঔষধ নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার সময় বেপরোয়া ভাবে আসা একটি টমটম দাউদনগর বাজার জামে মসজিদের সামনে টমটমটি রবিকে ধাক্কা দেয়। এতে সে নীচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এ সময় টমটম চালক পালিয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর অধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার ...

মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটির মোড়ে সিএনজি তল্লাসী চালিয়ে তাদের ৩কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-তেলিয়াপাড়া এলাকার এরশাদ আলীর পুত্র মনসুর মিয়া (১৮) ও গোয়াসনগর গ্রামের রজব আলী সর্দারের পুত্র মিয়া মিয়া (১৯)। পুলিশ জানায়-গ্রেফতারকৃতরা একটি সিএনজি যোগে ৩ কেজি গাঁজা নিয়ে মাধবপুরের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়ার আইসি শহীদুল ইসলাম সিএনজি তল্লাসী চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাদের গ্রেফতার করেন। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।