জিম্বাবুয়ে বলেই স্বপ্নরা ডানা মেলে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়মে ২০১৮ সালে টেস্ট র‌্যাঙ্কিংয়ের দশম দল প্লে-অফ খেলবে কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন দলের সঙ্গে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যে দল টেস্ট র‌্যাঙ্কিংয়ের তলানিতে থাকবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ২ টেস্টের সিরিজ খেলবে তারা। র‌্যাঙ্কিংয়ে উন্নতি করে প্লে-অফ এড়ানোর যথেষ্ট সময় আছে বাংলাদেশের হাতে। আবার অন্য অর্থে বেশি সময়ও নেই। কারণ সামনে ৩ বছর উপরের র‌্যাঙ্কিংয়ের দলের বিপক্ষেই বেশি টেস্ট খেলবেন মুশফিকুর রহিমরা। উন্নতিটা করতে হবে মূলত জিম্বাবুয়ের সঙ্গে খেলেই। হোম সিরিজ দিয়ে উন্নতির মিশন শুরু করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ টেস্টের সিরজটাকে এজন্য সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। মুশফিক বলেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা সিরিজ। এ সিরিজটা যেন আমরা বাংলাদেশের জন্য খেলতে পারি। সবাইকে যেন হাসি উপহার দিতে পারি।’

 

কাগজে-কলমে জিম্বাবুয়ে পিছিয়ে থাকলেও পরিসংখ্যানে এগিয়ে। বাংলাদেশের সঙ্গে সর্বশেষ দুটো টেস্ট সিরিজে তাদের সাফল্য ছিল বেশি। বাংলাদেশকে হারিয়ে ২০১১ সালে টেস্টে প্রত্যাবর্তন করে জিম্বাবুয়ে। ২০১৩ সালে ২ টেস্টের সিরিজ ১-১ ম্যাচে ড্র করে। দুটো জয়ই দেশের মাটিতে পেয়েছে তারা। দেশে জয় পেলেও বাংলাদেশের কন্ডিশনে অত ভালো না-ও খেলতে পারে দলটি। বাংলাদেশকে জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে রাখেছেন সাকিব আল হাসান। মুশফিক সরাসরি এমন দাবি না করলেও নিজেদের এগিয়ে রাখছেন ঠিকই। ঢাকা টেস্ট জিতে তার প্রমাণ দিতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘২০ উইকেট নেয়ার মতো বোলার আমাদের আছে। হোমে সুবিধা বা চাপ সবসময় থাকবে। সুবিধাটা আমরা সবসময় নেয়ার চেষ্টা করি। কখনও ভালো খেলেছি, কখনও পারিনি। সেদিক থেকে বলব, এ সময়ে আমাদের একটা জয় দরকার। এটার জন্য আমাদের যা যা করা দরকার, প্র্যাকটিসে বলেন, অফ দ্য ফিল্ডি বলেন_ সবকিছু আমরা করেছি। এখন আমাদের প্রয়োগের সময়। কাল (আজ) থেকে খেলা শুরু, দেখা যাক কতটা করতে পারি।’

 

দেশের মাটিতে এ প্রথম ৩ টেস্টের সিরিজ খেলছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ১-০ ব্যবধানে হারালেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে তাদের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে টেস্ট মিশন। অাঁটঘাট বেঁধে মাঠে নামছেন মুশফিকরা, ‘সাকিব ফেরায় আমাদের স্পিন বিভাগ কিছুটা হলেও শক্ত হয়েছে। ব্যাটিংটাও মজবুত হয়েছে। আমাদের ওপেনিংয়ে একটু সমস্যা ছিল, তামিম ফর্মে এসেছে। শামসুর রহমান, শুভাগত ভালো খেলেছে, রিয়াদ ভাই ভালো খেলেছেন, মুমিনুল ফর্মে আছে। সুতরাং আমাদের প্রধান শক্তি ব্যাটিংয়ের প্রথম সাতজন। তারপর স্পিন আছে। প্রথম এক বা দুই দিন পেস বোলারদের জন্য কিছু থাকবে। ওই জায়গাটায় তাদের অনেক বড় একটা অবদান থাকবে।’

 

বাংলাদেশ স্পিননির্ভর দল। উইকেটও হবে স্পিন। মুশফিক জানান, কিউরেটর গামিনি ডি সিলভাকে স্পিন উইকেট বানানোর নির্দেশ দেয়া হয়েছে। সেক্ষেত্রে প্রথম টেস্টে দুজন বিশেষজ্ঞ স্পিনার খেলাতে পারে বাংলাদেশ। লেগ-স্পিনার জোবায়ের হোসেন লিখনের সঙ্গী হতে পারেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। স্কোয়াডে তিনজন স্পিন অলরাউন্ডার রয়েছে_ সাকিব, শুভাগত হোম এবং মাহমুদউল্লাহ। সুতরাং জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনই স্বাগতিকদের অস্ত্র। স্পিন ট্র্যাক হলেও জিম্বাবুয়ে পেসনির্ভর দল খেলাতে পারে ধারণা মুশফিকের, ‘উইকেট হয়তো বা স্পিননির্ভর হবে, কিন্তু তারা পেসনির্ভর চেষ্টা করবে। কারণ তাদের স্পিন অনভিজ্ঞ। তাদের ভালো ব্যাটসম্যান আছে, যারা এ কন্ডিশনে খেলে গেছে। আমরা যদি ভুল কম করি ইনশাআল্লাহ টেস্টটা জিতব।’

 

টেস্ট জিততে হলে ২০ উইকেট নিতে হবে। মুশফিক মনে করেন, জিম্বাবুয়েকে দুই ইনিংসে অলআউট করার মতো বোলার তাদের রয়েছে। জিততে হলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করতে হবে। ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করবে বলে জানান মুশফিক, ‘আমরা জানি, আমাদের কি করতে হবে। বিশেষ করে ব্যাটসম্যানরা অন্তত সে দায়িত্ব নিয়ে খেলবে।’ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও জয়ের স্বপ্ন দেখালেও ছন্দ দেখাতে পারেননি মুশফিকরা। আশা করা হচ্ছে, জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থ হবে না দল।

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *