প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।

 

কাল বিশ্ব ভালবাসা দিবস

আগামীকাল শনিবার (১৪ ফেব্রুয়ারী)  বিশ্ব ভালবাসা দিবস বা ভেলেন্টাইনস্ ডে। হৃদয়ের ফুল ফুটাতে গহীন অরণ্যে হারিয়ে যাবে অনেক তরণ-তরুণী। ফুটবে তাদের ভালবাসার কাঙ্খিত ফুল। বেজে উঠবে হৃদয়ে কবিতার সুর। ‘হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’ সেই অপেক্ষার নিরসন হবে আজ। এর পর থেকে শুরু হবে আবারো হয়ত ব্যাকুলতা। এভাবেই ঘুরে ঘুরে আসবে ১৪ ফেব্রুয়ারি। কালকের বিশ্বভাসা দিবস উপলক্ষে দেশের সচেতন ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্রছাত্রী, তরুণ-তরুণী অনেক মূল্যবান অনুভূতি ব্যক্ত করেছেন। তাদের নানা মন্তব্যে প্রকাশ পেয়েছে ভালাবাসার গভীরতা, আকাঙ্খা, প্রয়োজনীয়তা, গুরুত্ব, নোংরামী, বেলেল্লাপনা এবং কথিত ভালবাসা দিবসের প্রতি চরম অনিহা। তাদের মতামতের বিশ্লেষণের আগে বিশ্বভালবাসা দিবসের পটভূমি একটু আলোচনার দাবী রাখে। অনেকই এই দিবসের তাৎপর্য সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। বিশেষ করে সাধারণ মানুষের মাঝে এর কোন আদৌ ...

নবীগঞ্জে প্রবাসির বাড়িতে হামলা ভাংচুর

জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামে লন্ডন প্রবাসির বাড়িতে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় ব্যবহৃত গাড়ি, বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের কাজল মিয়া সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেন। তার জমির উপর কুনজর পড়ে প্রতিবেশী চনু মিয়া, কবির মিয়াসহ তার লোকজনের। বাড়িঘর দখল করতে না পেরে গতকাল ওই সময় উল্লেখিতরাসহ ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে গিয়ে সীমানার দেয়াল ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে ঘরে ঢুকে ভাংচুর ও লুটপাট করে। এসময় তার পাসপোর্ট, বিদেশী পাউন্ড, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। বাঁধা দিলে কাজল মিয়া (৪০), মাসুম মিয়া (৩০) ও বিলাল মিয়া (৩৫) কে পিঠিয়ে আহত করে। ...

সৌদি প্রবাসীদের ফ্যামিলি ভিসার আবেদন অনলাইনে

সৌদি আরব প্রতিনধি: সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা পারিবারিক ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এর ফলে অভিবাসীদের জন্য তাদের স্ত্রী ও অপ্রাপ্ত বয়স্ক সন্তান সন্ততির ভিসা পাওয়া অনেকটাই সহজ হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স এবং স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ অনলাইনের এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল হাম্মাদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ সালেম উপস্থিত ছিলেন। অভিবাসী বিষয়ক সংস্থার মহা পরিচালক সালমান আল শোহিওয়াইন বলেন, এর মাধ্যমে কাগজপত্র সংক্রান্ত সমস্যাগুলি কমে আসবে এবং অভিবাসীদের আর মন্ত্রণালয়ের কার্যালয়ে আসার প্রয়োজন পড়বে না। অভিবাসীরা www.moi.gov.sa ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। সাইটে ইংরেজি ও আরবি ভাষায় নির্দেশনা দেওয়া আছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আইয়ুব বাংলানিউজকে ...

বাহুবলের মিরপুর কলেজে অভিভাবক নিবার্চন

বাহুবল(প্রতিনিধি) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নিবার্চনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কলেজ হলরুমে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেলে ৪টা পর্যন্ত।  নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬৮৫ জন। নির্বাচনে তিনটি পদের জন্য  প্রতিদ্বন্ধিতা করছেন পাঁচজন প্রার্থী। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর রহমান, সহকারি প্রিজাইডিং অফিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রভাষক ওয়াহিদুর রহমান, আফতাব উদ্দিন, অজিত কুমার দত্ত ও ফাতেমা ইয়াছমিন। বাহুবল মডেল থানার এসআই আজিজুর রহমানসহ একদল পুলিশ আইনশৃংখলা দায়িত্ব পালন করছেন।  

বাহুবলে ট্রাক ভাঙচুর

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি যাত্রীবাহী ট্রাক ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দ্বিগম্বরবাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিক এফ আর হারিছ জানান, দাড়ানো অবস্থায় একটি ট্রাকে কিছু দৃর্বৃত্তরা ঢিল ছুড়ে ট্রাকের গ্লাস ভেঙ্গে দিয়েছে। বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি।

প্রাণহানিতে জাতিসংঘের উদ্বেগ

বাংলাদেশে হরতাল-অবরোধে নাশকতায় প্রাণহানিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এ উদ্বেগের কথা জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশে সহিংসতা এবং প্রাণহানিতে আমরা খুবই উদ্বিগ্ন।” অনেক ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার-মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশের স্থিতি ও ইতিবাচক উন্নয়নের জন্য মহাসচিব ব্যক্তিগতভাবে অঙ্গীকারাবদ্ধ।” বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য মুশফিকুল ফজল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রশ্ন করলে তার জবাব দেন ডুজারিক। গত সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মধ্যে জাতিসংঘের তৎকালীন সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বাংলাদেশ সফর এবং বর্তমানে সহিংসতায় জানমালের ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন তিনি। বাংলাদেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সংখ্যায় ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ চলছে অভিযোগ করে নতুন নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘ ...

বাহুবলের মিরপুর কলেজে অভিভাবক নিবার্চন সম্পন্ন

বাহুবল (প্রতিনিধি) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী মহাবিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নিবার্চন স্বতস্ফুর্ত ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে জিতু মিয়া (আনারস) প্রথম, আসকার আলী (চেয়ার) দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন জাহিদুল হক জিতু (ছাতা) মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কলেজ হলরুমে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেলে ৪টা পর্যন্ত।  নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬৮৫ জন। নির্বাচনে তিনটি পদের জন্য  প্রতিদ্বন্ধিতা করছেন পাঁচজন প্রার্থী। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর রহমান, সহকারি প্রিজাইডিং অফিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রভাষক ওয়াহিদুর রহমান, আফতাব উদ্দিন, অজিত কুমার দত্ত ও ফাতেমা ইয়াছমিন। বাহুবল মডেল থানার এসআই আজিজুর রহমানসহ একদল পুলিশ আইনশৃংখলা দায়িত্ব পালন করছেন।

হবিগঞ্জে সিএনজি মালিক-শ্রমিকদের র‌্যালী

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: “সবার উপরে দেশ” এবং দেশ বাচাঁও,  শ্রমিক বাচাঁও, স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলা শহরে সিএনজি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের এক ব্যতিক্রম ধর্মী র‌্যালী ও পথসভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা সিএনজি ষ্টেন্ড থেকে ৩ শতাধীক সিএনজি অটোরিক্সা নিয়ে শহর প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত পথসভায় হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম (প্রসিডেন্ট, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ) দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়ছে, যার কারনে আমাদের দিন মজুর শ্রমিক ভাইদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সকল রাজনৈতিক  দলের প্রতি আমার আনূরোধ থাকবে তারা যেন আগামীতে কোন প্রকার রাজনৈতিক কর্মসূচী দেয়ার আগে দিন মজুর শ্রমিক ভাইদের কথা ভেবে দেখেন। র‌্যালীতে আর ...

শায়েস্তাগঞ্জ ভূমি অফিস উদ্বোধনের আগেই ফাটল!

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মানের এক বছরেও ব্যবহারের অনুমতি মেলেনি। তবে উদ্বোধনের আগেই ভবনে ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন ভূমি অফিস নতুন ভবনে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজের অডিট করতে এসে নতুন ভবনের নির্মানে ফাটল ও ভবন দেবে যাওয়া এ দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে নবাগত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ দিদার হোসেন দায়িত্ব পালনের পর থেকে নতুন ভবন ত্রুটিপূর্ণ নির্মানে ঝুঁকি নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কত টাকা মধ্যে এ ভবনের কাজ হচ্ছে এবং ঠিকাদার প্রতিষ্ঠানের কে ছিলেন এ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরকে তথ্য দিতে তহসিলদার নারাজ। ২০১২-২০১৩ সালে অর্থ বৎসরে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ...

রোববার থেকে কঠোর কর্মসূচি

আগামী রোববার থেকে চলমান অবরোধের সঙ্গে হরতালসহ আরো কঠোর কর্মসূচি দেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তার আগে শনিব‍ার দেশের সব থানা, উপজেলা, পৌরসভা ও জেলা সদরে এবং সব মহানগরের প্রতি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করবে তারা। বৃহস্পতিবার বিকেলে সপ্তাহব্যাপী হরতালের শেষ দিন এক বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

সাতছড়ি উদ্যানে তক্ষক অবমুক্ত

মোঃ শিফন খান॥  চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে দুটি তক্ষক অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সহকারী বন সংরক্ষক রেহান মাহমুদ ও সিএমসির সহ-সভাপতি আবুল কালাম আজাদ তক্ষক দুটি অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বিট কর্মকর্তা মাসুদ মোস্তফা, ক্রেল প্রকল্পের কর্মকর্তা আবু হানিফা মেহেদী, আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, উদ্যানের একাউন্টস অফিসার জসিম উদ্দিন, আবুল হোসেন, তুহিন মিয়া, জয়নাল মিয়া, বুলবুল আহমেদ প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার তক্ষক দুটি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে থানা পুলিশ আটক করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম সহকারী বন সংরক্ষক রেহান মাহমুদকে বুঝিয়ে দেন। একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র গত কয়েক বছর ধরে এ অঞ্চল থেকে তক্ষক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। তক্ষক ...

হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

স্টাফ রিপোর্টার :হবিগঞ্জের ৯টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৫ আসামিকে গ্রেফতার করেছে। গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার  মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৩ জন ও নিয়মিত মামলার ২ আসামি রয়েছে।

পাহাড়ি টিলা ধ্বসে ২ জনের মৃত্যু

বাহুবল প্রতিনিধি : বাহুবলে মাটি কাটার সময় পাহাড়ি টিলা ধসে দুইজনের প্রাণহানী হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগান সংলগ্ন গোলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন জানান, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন বাগানের নিকটবর্তী পাহাড়ি টিলার নিচের সাদা মাটি সংগ্রহ করে স্থানীয় লোকজন কাঁচা ঘরের দেয়াল ও ফ্লোর রং করে থাকেন। উক্ত সাদা মাটি সংগ্রহণের লক্ষ্যে গতকাল সোমবার সকালে স্থানীয় গোলগাঁও গ্রামের শহীদ মিয়ার পুত্র জুয়েল মিয়া (১৫) ও একই গ্রামের সুন্দর মিয়ার পুত্র গনি মিয়া (৪৫) একটি পাহাড়ি টিলার নিচে মাটি কেটে সাদা মাটি সংগ্রহ করতে শুরু করে। এ অবস্থায় টিলা ধসে তাদের উপর পড়ে গেলে ঘটনাস্থলেই জুয়েল মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় গনি ...

সভাপতি ও সম্পাদক পদত্যাগ করেও স্বপদে বহাল

স্টাফ রিপোটার : চুনারুঘাটের ছাত্রলীগের নের্তৃত্বে চলছে চরম ক্ষোভ ও হতাশা। এক যুগের বেশি পার হলেও নের্তৃত্বে নেই কোন পরিবর্তন। ফলে ছাত্রলীগের নতুন মুখ দেখা যাচ্ছে না। বছরের পর বছর কর্মী হিসেবে কাজ করে এখন অনেকই হতাশ। আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগীগের নেতা কোন পদক্ষেপ নিচ্ছে না। সভাপতি-সম্পাদক পদত্যাগ করলেও স্বপদে বহাল রয়েছেন। কিন্তু অদ্যাবধিও অবৈধভাবে ছাত্রলীগের নেতৃত্ব নিয়ন্ত্রন করার চেষ্টা চালাচ্ছেন বলে জানা যায়। অবৈধভাবে এই নিয়ন্ত্রনের চেষ্টায় ক্ষুদ্ধ হয়ে উঠেছেন চুনারুঘাট উপজেলা, পৌর, কলেজ, আঞ্চলিক ও ইউনিয়ন কমিটির নেতা-কর্মীরা। এর ক্ষোভেই গত শনিবার চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরি ইউনিয়ন শাখার ছাত্রলীগের কাউন্সিলকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে চুনারুঘাট ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে। জানা যায়, গত বছর চুনারুঘাট উপজেলা যুবলীগের   সাধারন ...

চুনারুঘাটে মাকে দেখতে এসে ছেলে শ্রী-ঘরে

স্টাফ রিপোটার : চুনারুঘাটে বৃদ্ধা মাকে দেখতে এসে ভাইদের ষড়যন্ত্রে ছেলে শ্রীঘরে, অতঃপর মুক্ত। স্থানীয় সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার রাণীগাঁও গ্রামের মৃত হাজী আব্দুস ছামাদের পুত্র মোঃ তৌফিক মিয়া তার সহোদর তিন ভাইদের কাছুম আলী, সফিক মিয়া ও রফিক মিয়া তৌফিক মিয়ার পৈত্রিক সম্পত্তি তারা তিন ভাই গ্রাস করার জন্য সম্প্রতি তাদের নামে দলিল করে নিয়ে যায়। এর পর থেকে তারা চালায় তৌফিক মিয়ার উপর বিভিন্ন ভাবে নির্যাতন। নির্যাতন থেকে রেহাই পেতে তৌফিক দীর্ঘ ৪ বৎসর যাবত হবিগঞ্জে তার শশুরালয়ে অবস্থান করছে। গত শনিবার বিকালে তার অসুস্থ মাকে দেখতে বাড়িতে আসার পর তার দু’ভাই তাকে আটক করে থানায় সৌপর্দ করে। ভাইদের অভিযোগ তৌফিক মিয়া তাদেরকে মারফিট করার জন্য বাড়িতে গিয়েছিল। ...

১৫ ওয়ারেন্ট সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

আব্দুল হাই প্রিন্স:চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কবিলাসপুর গ্রামের মৃতঃ লাল মিয়ার ছেলে ১৫টি ওয়ারেন্ট মামলার পলাতক আসামী মোতাব্বির মিয়া (২৮)কে পুলিশ গ্রেফতার করেছে। গত রবিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই খবির উদ্দিনের নের্তৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জি.আর/সি.আর ১৫টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। অন্যদিকে পুলিশ একই রাতে উপজেলা মিরাশী ইউনিয়নের ভুলারজুম গ্রামে অভিযান চালিয়ে  মৃত আব্দুল লতিফের ছেলে ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গনি মিয়া(৪৫)কে  গ্রেফতার করে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়।

নবীগঞ্জে টি-১৬ ক্রিকেট’র ফাইনাল

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জের উমরপুর যুবসংঘের আয়োজনে উমরপুর মাঠে বুধবার বিকালে টি-১৬ ক্রিকেটের ফাইনালে সৈয়দপুর সুপার কিং জালালপুর এলিভেন স্টারকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন, সৈয়দপুর সুপার কিংয়ের জুবেল। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন, জালালপুর এলাভেন স্টারের রুবেল। খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আশিকুর রহমান, সিরাজুল ইসলাম, লন্ডন প্রবাসী হাছন আলী, ইউপি মেম্বার সাইদুর রহমান, সৈয়দ দিপলু, লিমন আহমেদ, জুনাইদ আলী প্রমূখ। খেলা শেষে আয়োজক বৃন্দ প্রধান অতিথি আলমগীর চৌধুরীর হাতে ক্রেষ্ট তুলে দেন।

সিলেটে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট প্রতিনিধি:সিলেটে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি মোটরসাইকেল থেকে ওই ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। এতে আগুন ধরে গেলে চালক ও চালকের সহকারী দ্রুত ট্রাক থেকে বেরিয়ে ‍আসেন। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।