Daily Archives: July 2, 2014

হবিগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে আজ রবিবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে‘ যুক্তির ধনুক দাও, মুক্তির টানে’ এই শ্লোগানকে সামনে রেখে ইন্ডিজিনিয়াস সোশাল ডেভেলপমেন্ট অফ অর্গানাইজেশন র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আদীবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলার সভাপতি স্বপন সাওতালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবির। বক্তব্য রাখেন, মনি কিশোর কর্মকার, লাল সাওতাল, মনো সাওতাল, সুরেশ বেত্রা ও পিংকু সাওতাল। ‘সিধু কানু জেগেছে, বৃটিশ শাসন ভেঙ্গেছে, সাঁওতাল জাতীর লাগিতে এই গানে গানে সাঁওতালরা স্মরণ করে তাদের পূর্ব পুরুষদের।

সিলেটে মাজার জিয়ারতে এসে লাশ হলো ২ ॥ আহত ১০ ঘাতক চালকের পলায়ন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা থেকে সিলেট হযরত শাহ জালাল (রঃ) এর মাজার জিয়ারত করতে আসা যাত্রীবাহী একটি পার্কিং করা দাড়ানো ট্রাককে দ্রুতগতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২জন প্রাণ হারান। আহত হয়েছেন ১০জন আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জের পানিউমদা বাজারে। নিহতরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার কুমরাই গ্রামের মোঃ আবুল হোসেনের পুত্র মনির মিয়া (২৪) ও একই উপজেলার বারপাইক্কা গ্রামের মফিজ উদ্দিদের পুত্র ট্রাক চালক রফিকুল ইসলাম (৩০)। জানাযায়, গতকাল শুক্রবার সকাল ৬টা ২০মিনিটের সময় ঢাকা- সিলেট মহা সড়কের পানিউমদা বাজার এলাকায় ঢাকা থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে ছেড়ে আসা ২০/২৫ জন যাত্রীবাহী একটি ট্রাক ঢাকা মেট্রো ...

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ছাত্র জমিয়তের মিছিল

ফারুক মিয়া ॥ রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে চুনারুঘাট পৌর শহরে ছাত্র জমিয়ত বাংলাদেশ এর উদ্যোগে শুক্রবার বিকেলে মিছিল বের করা হয়। চুনারুঘাট সদর জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মধ্য বাজার এসে পথ সভায় মিলিত হয়। এ সময় জমিয়তে উলমায়ের চুনারুঘাট শাখার সাধারণ সম্পাদক ও সদর থানার জামে মসজিদের খতিব মাওঃ মোহাম্মদ আলীর সভাপত্বিতে এবং খন্দকার জুবায়ের আহমদের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন- হাফেজ মাওঃ আব্দুল আল মামুন, হাফেজ মাওঃ মিজানুর রহমান, বিশিষ্ট মুরব্বী হাফেজ মাওঃ আব্দুলা মন্নান, খন্দকার মোঃ জুবায়ের, মনীর উদ্দিন, মাওঃ মাওঃ তোফজ্জুল হক, হাফেজ আহমদ আলী, মনির উদ্দিন মিজান, জামিল আহমেদ, সাজ্জাদুর রহমান ভূইয়া, আমীর উদ্দিন, আবু বকব কাউছার, বেলাল আহমেদ, ...

পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আদম বেপারী শ্যামল

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গোয়াছপুর গ্রামের আদম বেপারী শ্যামল পুলিশের ভয়ে দৌড়ঝাপ শুরু হয়েছে। নিজেকে অত্যন্ত সাদু ব্যবসায়ী হিসেবে বিভিন্ন মহলে কথা ছড়াছেন। এ দিকে গোয়াছপুর গ্রামের ব্যবসায়ী রাসেল মিয়া জানান, শ্যামল টেনে টুনে দশম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করেছে। নবম শ্রেণী পড়া অবস্থায় দরিদ্রতার জন্য দর্জী প্রশিক্ষনে যোগ দেয়। কিছু দিন দর্জীর কাজ করে সে ঢাকা চলে যায়। অত্যন্ত সুচতুর হিসেবে নিজেকে উপস্থান করে ইব্রাহিম টেইলার্সে সহযোগী হিসেবে কাজ করে। কিছুদিন যেতে না যেথেই সেখানের কাজ গুটিয়ে নিজেই চুনারুঘাটে মাদ্রসা মার্কেটে নিউ প্রমি টেইলার্স নামে একটি দোকান খুলে বসে। ওখানে ভাল ব্যবাস করতে না পেরে দু’য়েক বছর পর হঠাৎ সব কিছু গুটিয়ে চট্রগ্রাম চলে যায়। বায়েজিদ বোস্তামী এলাকায় ...

কিন্ডারগার্টেন এসোসিয়েশন চুনারুঘাটের উদ্যোগে তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের ১ লাখ ৫৪ হাজার টাকার বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের ফুলবাড়ী (নরপতি) গ্রামের কৃতি সন্তান দুবাই প্রবাসী তাজুল ইসলাম চুনারুঘাটে শিক্ষা প্রসারে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চুনারুঘাটের সুশীল সমাজ। সবাই বলছেন এমন দানশীল ও শিক্ষানূরাগীদের এগিয়ে আসা উচিত। তাজুল ইসলামের মতো দানশীলদের সৃষ্টি হলে শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রাখা সম্ভব। তার নামানূসারে গঠন করা হয়েছে “তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্ট”। উক্ত ট্রাস্টের মাধ্যমে প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ বৃত্তি প্রদান অব্যাহত রাখারও ঘোষণা করা হয়েছে। গত ২৪জুন মঙ্গলবার চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ও তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের অর্থায়নে ২৫৭জন শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৫৪ হাজার ৩’শ টাকার নগদ বৃত্তি ও সনদপত্র বিতরণ ...

সাতছড়ি গহীন অরণ্য থেকে উদ্ধারকৃত হরিণ মারা গেছে

এম এ আউয়াল ॥ চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফাঁদে আটক একটি হরিন উদ্ধার করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার দুপুরে বনের গহিনে ফাঁদে আটক অবস্থায় এ হরিণটি উদ্ধার করা হয়। বিকেলে হরিণটি মারার যাওয়ায় সন্ধায় ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতছড়ি বনের গহিনে লাকড়ি উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকরা বনবিটের ত্রিপুরা পল্লীর অদুরে ফাঁেদ আটক অবস্থায় একটি মায়া হরিণ দেখতে পায়। তাৎক্ষনিক বিষয়টি তারা সাতছড়ি বনবিটের বনকর্মীদের জানালে বনকর্মীরা ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধার করে চুনারুঘাট প্রাণী সম্পদ বিভাগের এনে চিকিৎসা দেয়। কিন্তু বিকেলে হরিণটি মারা যায়। সন্ধ্যায় বন বিভাগ হরিনের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। স্থানীয় সূত্র জানায়, একটি ...