Monthly Archives: July 2014

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ১০টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়- সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ট্রেনটি লস্করপুর এলাকা পার হওয়ার সময় অজ্ঞাত পরিচয় যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) উসমান গণি মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নবীগঞ্জে বিয়ে করতে না পেরে যুবকের আত্মহত্যার চেষ্টা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের লতিফপুর গ্রামে ৪র্থ বিয়ে করতে না পেরে লইনুছ (২৮) নামে এক বিয়ে পাগল যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। মুমুর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায়, নবীগঞ্জে লতিফপুর গ্রামের জলাই মিয়ার ছেলে লইনুছ মিয়া ইতিপুর্বে ৩টি বিয়ে করেছে। সম্প্রতি দুর সম্পর্কের এক আত্মীয়কে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে পড়ে। এতে তার পূর্বের স্ত্রী ও বাবা মা, বাধা দেয়। ফলে ৪র্থ বিয়ে করতে না পেরে লইনুছ মিয়ােে ভ দুঃখে গতকাল দুপুরে কীটনাশক জাতীয় বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

মুছিকান্দি পূর্বপাহাড়ে খাস জমি দখল আন্দোলনে থলের বিড়াল বেড়িয়ে আসছে

মোঃ ফারুক মিয়া ॥ চুনারুঘাট উপজেলার দূর্গম পূর্বাঞ্চল মুছিকান্দি পূর্বপাড়ের সরকারী ১৩৮১ একর খাস জমি দখল নিয়ে হরিলুট চলছে। স্বাধীনতার পর পূর্ব পাহারের যে টিলা গাছ গাছালীতে নিঝুম দ্বীপের মত ছিল সে সব জায়গায় আজ মানুষের জন বসতি হয়ে উঠেছে। সময়ের আর্বতে আলীনগর কৃষ্ণন নগর,বাসুল্লা, পাহার টিলা, শুকনা টিলা, লাতুরগাও, ভোলাজুম, বরব্দা, ভূইয়ার তালী, নিচিন্তপুর, জলিলপুর গ্রামসহ আশপাশের হত দরিদ্র ভূমিহীন প্রায় ২শ পরিবার সেখানে বসবাস শুরু করে। আর এসব লোকদের শাসন করছে। ওই সব এলকার প্রভাবশালী মহল। যারা ১৩৮১ একর ভূমি অধিকাং ভোগ দখল করে আসছে বছরের পর বছর। খোয়াই টি এন্ড এগ্রো লিঃ কোম্পানীর চা বাগান তৈরীর জন্য সরকার ৮৮৪.৬৩ একর খাস ভূমি বন্দোবস্তরে জন্য ভূমি মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট ...

অপহরণকারী ২ জনের ৭ দিনের রিমান্ড প্রার্থণা ৭ শিশুকে অপহরণকালে জনতার হাতে দু’পাচারকারী আটক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থেকে ৭ শিশু অপহরণকালে আটক ২ অপহরণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। রোববার দুপুরে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন। এদিকে সোমবার তাদের ৭ রিমান্ড প্রার্থনা করবে পুলিশ। পুলিশ সূত্র জানায়-শনিবার বেলা ৩টার দিকে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাশে একটি বট গাছের নিচে ৭ শিশু খেলা করছিল। এ সময় অপহরণকারীরা রকিবুল ইসলাম (৭), রাকিব (৬), শাহিন (৭), রোকন (৮), মুস্তাকিম (৮), হানিফ (৮) ও হৃদয় (৮) শিশুদের জনপ্রতি ২ শত টাকা করে দেওয়ার লোভ দেখিয়ে গ্রামের পাশের খাল পাড় করিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এখতিয়ার গ্রামের কাছে নিয়ে যায়। এক পর্যায়ে অপহরণকারীরা অপহৃত শিশুদের দুইটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা ...

সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়ার কাছে গত শুক্রবার সকালে দ্রুতগামী কোচের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত এক যুবক (৩২) নিহত হয়েছে। খবর শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। পুলিশ সূত্রে জানাযায়- ওইদিন সকাল ১০টায় ঢাকাগামী একটি কোচ উল্লেখিত এলাকায় অজ্ঞাত যুবক (৩২)কে চাপা দেয়। পথচারীরা মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের’এ নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। খবর শায়েস্থাগঞ্জ হাই-ওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

মুছিকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধে ২ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামের হেমেন্দ্র লাল রায়ের পুত্র চুনারুঘাট সাব-রেজিষ্টারীর দলিল লেখক বিষু লাল রায় (৩২) ও তার বড় ভাই বিষ্ণু পদক রায় (৪০)কে কুপিয়ে গুরুত্ব আহত করেছে একদল দূর্বৃত্ত। গত বুধবার সকাল ১০টায় দিকে তার নিজ বসত বাড়ীতে দূর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে বেধরক কুপিয়ে রক্তাত জখম করে। তাহার সুর চিৎকার শোরে আশপাশের লোকজন এগিয়ে এসে বিষূ লালকে উদ্ধার করে। গুরুত্ব আহত অবস্থায় চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায়, একই গ্রামের দেবেন্দ লাল রায়ের পুত্র ধীরেন্দ্র লাল রায়, রাজু লাল রায়, রাহুল রায় ও রুবেল রায়সহ দলিল লেখক বিষু লাল রায়ের বাড়ি ঘড়ে অসবাবপত্র হামলা করে ভাংচুর করে। এ সময় হামলাকারীরা স্বর্নে চেইন,একটি মোবাইল ...

বানিয়াচঙ্গে কুকুরের কামড়ে ১৫ জন আহত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে কুকুরের কামড়ে স্কুল ছাত্র সহ ১৫ জন আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সম্প্রতি বানিয়াচং বাজারের আশপাশের বেওয়ারিশ কুকুরে আনাগোনা বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে ব্যাপক হারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জন সাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হাট-বাজার ও মসজিদে চলাচলের সময় অনেকেই হাতে লাটি নিয়ে যাচ্ছেন। তবে আহতদের ভ্যাকসিন হাসপাতালে না থাকায় রোগীরা চিকিৎসা নিতে হিমসীম খেতে হচ্ছে। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবপদ রায় জানান, আমাদের এখানে কুকুরের কামড়ের ভ্যাকসিন নেই এবং হবিগঞ্জ সদর হাসপাতালে যোগাযোগ করলে সেখানেও ভ্যাকসিন নেই বলে তারা জানান। এ অবস্থায় আহতরা স্থানীয় ফার্মেসী থেকে ভ্যাকসিন দিতে হবে। তবে চিকিৎসার কোন সমস্যা ...

আহম্মদাবাদে হান্নানের ছোট ভাইর জানাযা সম্পন্ন

আমুরোড প্রতিনিধি ॥ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের হারাজুরা গ্রামের নেতা হান্নানের বড় ভাই মোঃ গুনি মিয়ার ছেলে মোঃ আঃ জাহির (৪৯) রবিবার রাত ১২ ঘটিকার সময় সিলেট রাগিব আলী হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। পরের দিন সোমবার বাদ আসর তার জানা য়ার নামাজ ইউনিয়ন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তার জানাযায় অংশ নেন ইউ/পি চেয়ারম্যান ও আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবেদ হাসনাত চেীধুরী সন্জু, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার ও আমুরোড বাজার কমিটির সভাপতি আঃ রহমান আজাদ, অধ্যক্ষ আলাউদ্দিন মাষ্টার, আঃ জাহির মহালদার, জামাল উদ্দিন আখন্জীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে পিতা, মাতা, স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে যান।

চুনারুঘাটে বিলপাড় মসজিদের ১ টন গম আত্মসাৎ এর অভিযোগ

স্টাফ রির্পোটার ॥ চুনারুঘাট পৌর শহরে বিল পাড়ের ভূয়া কমিটি দেখিয়ে মসজিদের ১ টন গম আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ প্রকাশ চুনারুঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বিল পাড় গ্রামের জনৈকি আমিরিকান প্রবাসীর সহযোগীতায় একটি মসজিদ নির্মাণ হয়। ওই মসজিদের উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলীর বিষেশ বরাদ্দ থেকে ১টন গম প্রদান করেন। মসজিদ কমিটির সভাপতি আঃ হেকিম এবং ভাই আব্দুস ছামাদের ছেলে আঃ আজিজ ও গ্রামের ২ জনের ভূয়া স্বাক্ষর দেখিয়ে ১ টন গম উত্তোলন করেন মর্মে গ্রামের ৩৫ জন মসল্লী মসজিদের পক্ষে অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসারের বরাবর দায়ের করেন।

প্রকাশিত সবাদের প্রতিবাদ

সাপ্তাহিক প্রথম সেবা’য় প্রকাশিত গত ৯ জনু,২০১৪ইং মুক্তি তৃষিতা সিনহ্া পিতাঃ ব্রজকিশোর সিংহ, মাতা- বাসনা সিনহ্া, সাং ভান্ডারীগাঁও, ইসলামপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার, হিন্দু সনাতন ধর্ম গ্রহন করেছে। এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। প্রকাশিত যে, মোঃ রুমী তরফদারের পুত্র মোঃ জাকির তরফদার সাং ফুলবাড়ী, চুনারুঘাট সাথে প্রনয়েনর কারণে তো দূরে থাক মুক্তি ও জাকিরের জীবনে দেখা পর্যন্ত হয় নাই। নোটারী পাবলকের দ্বারা কৃত গত ১-৪-১৪ ইং হবিগঞ্জে এফিডেভিটটি তাও ভিত্তিহীন মিথ্যা এবং ষড়যন্তমূলক। বিনিত ব্রজকিশোর সিংহ

পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ ॥ একই জমি দু’জনকে দলিল করে দেয়ার অভিযোগ

স্টাফ রির্পোটার ॥ চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুর নূরের ছেলে আব্দুর রউফদের বিরুদ্ধে একই জমি দু’বার রেজিষ্ট্রারীর অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, পারিবারিক জমি জমা নিয়ে দীর্ঘ দিন যাবৎ সহোদর ভাইদের সাথে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে সৈয়দ লিয়াকত হাসান, ইউপি সদস্য কেরামত আলী, কাউছার বাহারসহ শতাধিক লোকজন বার বার বিচার শালিস করে ব্যর্থ হয়। পরে চুনারুঘাট থানার ভারপ্তাত কর্মকর্তা ওসি অমূল্য কুমার চৌধুরীর একান্ত প্রচেষ্টায় পারিবারিক জমি সংক্ষান্ত বিরোধ নিস্পতি হয়। সকল স্থাবর অস্থাবর সম্পিতর মধ্যে আঃ রউফকে ৩ কেয়ার ধান্য জমি ও ২ লক্ষ টাকা নগদ দেওয়ার সিদ্ধান্ত হয়। সে মোতাবেক নিজ বাড়ি ৮ শতক ৩৩ শতাংশে জমি সহোদর আঃ কাইয়ূম ও আঃ লতিফের নামে লিখে দেওয়ার সদ্ধান্ত হয়। গতকাল ...

চুনারুঘাটে তুচ্ছ ঘটনায় পিতা- পুত্রকে পিটিয়েছে একদল দূর্বৃত্ত

স্টাফ রিপোর্টার ॥ ট্রাক্টরে করে দেরীতে আনার কারনে একদল দূর্বৃত্ত বাপ-ছেলেকে পিটিয়ে আহত করেছে। জনাযায়, গত শনিবার সকালে চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজার থেকে জারুলিয়া গ্রামের মরম আলীর পুত্র আজমান মিয়া ট্রক্টরে করে ইছালিয়া ব্রীজের আসতে চায় একটু দেরী হওয়ার কারনে আজমান ক্ষিপ্ত হয়। ট্রাক্টর হেলপার জামাল মিয়ার উপর । এ নিয়ে দুপুরে ইয়ালিয়া ব্রীজের কাছে আজমান,মন্নান ও উজ্জল মোঃ জামাল মিয়াকে বেধরক মারপিট করে। পিতাঃ আঃ মালেক মিয়া (৩৬) এগিয়ে আসলে তাকেও মারপিট করে। এতে আঃ মালেকের একটি আঙ্গুল ভেঙ্গে যায়। স্থানীয়রা বাপ ছেলেকে আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।

হবিগঞ্জে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে সদর ও লাখাই উপজেলার ২ হাজার ৯শ জন প্রান্তিক ও দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা হলরুমে গতকাল রবিবার বিকেলে কৃষি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এই সার ও বীজ বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলা কৃষি অফিস কর্তৃক তালিকাভুক্ত ২ হাজার ৯শ জন কৃষকের মাঝে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি করে রোপা আমন ...

সাবজেক্ট ও শিক্ষক সংকটে চুনারুঘাট সরকারি কলেজ

খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাট সরকারি কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষক ও সাবজেক্ট সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। র্দীঘদিনের এই সমস্যা দেখে মনে হচ্ছে কলেজটির যেন কোন অভিভাবক নেই। জানাযায়, ১৯৭৩ সালে এলাকার মরহুম আলহাজ্ব ছুরুক আলী চেয়ারম্যানসহ একদল শিক্ষানুরাগী অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে কলেজটি প্রতিষ্টিত হয়। কলেজটি সরকারিকরণ করা হয় ১৯৮৬ সালে। এর পর থেকে কলেজে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কলেজ শুরু থেকেই ঐচ্ছিক কোন বিষয় নেই। র্দীঘদিন ধরে ছাত্র ছাত্রীদের ইসলামের ইতিহাস, ইসলামী শিক্ষা, যুক্তিবিদ্যা, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান বিষয় খোলার দাবী থাকলেও তা পূরন হচ্ছে না। এ অবস্থায় এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীরা র্পাশ্ববর্তী জেলা কিংবা অন্য কলেজে ভর্তি হচ্ছে। যার ফলে কলেজটি দিন দিন ছাত্র সংকটে পড়ছে। ২০১২-২০১৩ সেশনে ডিগ্রি ক্লাসে মাত্র ...

আহম্মদাবাদে জাতীয় পরিচয় পত্র ও নতুন ভোটার তালিকা কার্যক্রম শুভ উদ্বোধন

এম এস জিলানী আখন্জী ॥ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গত শনিবার সকাল ১০ ঘটিকার সময় জাতীয় পরিচয় পত্র ও নতুন ভোটার তালিকা কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ মাশহুদুল কবির। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি আলহাজ্ব অবেদ হাসনাত চৌধুরী সন্জু, ইউপি সচিব, ইউপি সদস্য/সদস্যা প্রমুখ নেতৃবৃন্দ।

বাহুবলে ইউপি চেয়ারম্যানসহ ৩৪ জনের বিরুদ্ধে মেম্বারের মামলা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনুসহ ৩৪ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় এক মামলা দায়ের করেছেন বাহুবল উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুকুর রশিদের পিতা (মেম্বার) আঃ রহিম ময়না। জানা যায়, উপজেলা ভৈরবীকোনা গ্রামের মেম্বার আঃ রহিম ওরফে ময়না এলজিএসপি প্রজেক্ট এ রাঘপাশা গ্রামের একটি রাস্তায় ইট সলিংয়ের কাজ করান। তাতে ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। ওই রাস্তার কাজে বিল উত্তোলন করতে ইউপি সদস্য ময়না মিয়া চেয়ারম্যান হাবিবুর রহমানের দ্বারস্থ হন। তিনি বিল উত্তোলন কাগজে স্বাক্ষর করেননি। তাতে চেয়ারম্যান হাবিবুর রহমান প্রজেক্টে কাজ সম্পন্নকারী মেম্বার ময়না মিয়ার কাছে ১০ হাজার ঘুষ দাবি করেন। এ নিয়ে উপজেলা খাদ্য অফিসে দু’জনের মধ্যে বাতবিতন্ডার ঘটনা ঘটে। এর জের হিসেবে ...

৫ বছর ধরে নিখোঁজ চুনারুঘাট সীমান্তের আহাদ

স্টাফ রিপোর্টার ॥ ‘বাজার থেকে আসছি’ বলে সেই যে বাড়ী থেকে বের হলেন এখনো ফিরেননি আঃ আহাদ (৩৫)। দেখতে দেখতে কেটে গেছে ৫ বছর। কোন খোঁজ নেই তার। তিনি কি বেঁচে আছেন না অজ্ঞাত নামা হয়ে কবরে গেছেন-সে ইতিহাসও নেই কারো কাছে। তার সন্ধান করা হয়েছে বহু স্থানে। অজ্ঞাতনামা মরদেহের খবর পেলেই তার দুই কন্যা ছুটে গেছেন অকুস্থলে কিন্তু পাননি কোথাও। খোঁজ করা হয়েছে পার্শ্ববর্তী ভারতেও। তারপরও মেলেনি তার কোন সন্ধান। চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের ছুরত আলীর পুত্র আঃ আহাদ। শান্ত স্বভাবের কারণে এলাকায় তার সুনাম ছিল। বিয়ে করে সংসার পেতে ছিলেন তিনি। তার রয়েছে দু’ কন্যা সন্তান। একদিন সন্ধ্যায় স্থানীয় আসামপাড়া বাজারে যান বাজার করতে। তখন থেকে তিনি ...

জমির আইল কাটা নিয়ে দূর্বৃত্তদের হামলায় আহত-১

ফারুক মিয়া ॥ চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নে পাচ গাতিয়া গ্রামের চান মিয়ার পুত্র আজিম উল্লাহ (৪৫) কে দূবৃত্তরা হামলা চালিয়ে তিনটি দাত ভেঙ্গে ও বাম পা কুপিয়ে রক্তাত গুরুত্ব আহত করে। সুর চিৎকার শুনে এলকার লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আহত অবস্থায় চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তরা আজিম উল্লাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরন করে। সে এখন ও পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। স্থানীয় সূত্রে জানাযায়, গত ১৬ই জুন রোজ সোমবার ২টায় দিকে আজিম উল্লার নিজ বসত বাড়ীতে আসলে এক পর্যায়ের জমি আইল কাট নিয়ে কথা কাটাকাটি হলে একই গ্রামের রহিম উল্লার ছেলে নুর আলম(২২) চান মিয়ার ছেলে (৫৫) রহিম উল্লার স্ত্রী হালেমা খাতুন(৪৫) রহিম মেয়ে আকলিমা খাতুন(১৮) ...