
ক্রীড়া ডেস্ক : ২০০৬ সালের পর আবারও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৭ সালের ১ থেকে ১৯ জুন পর্যন্ত ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। বিশ্বকাপের পর এটি আইসিসি আয়োজিত দ্বিতীয় ওয়ানডে টুর্নামেন্ট। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭টি ম্যাচ হবে। আটটি দলকে দুটি ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনাল খেলবে। বিজয়ী দল খেলবে ফাইনাল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে ভারত। বাংলাদেশের সঙ্গে এই টুর্নামেন্টে খেলবে অস্ট্রেলিয়া (১২৭), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১০), নিউজিল্যান্ড (১০৯), শ্রীলঙ্কা (১০৩), ইংল্যান্ড (১০০) ও পাকিস্তান (৯০)। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পরাশক্তি ...