Category Archives: প্রতিদিনের অনলাইন

মাধবপুরে বিজিবি ক্যাম্প থেকে মোটর সাইকেল চুরি

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে বিজিবি ক্যাম্প থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনতলা ক্যাম্পর কম্পাউন্ড থেকে রোববার ভোর রাতে দূর্বত্তরা মোটার সাইকেল টি চুরি করে নিয়ে যায়। বিজিবি জিজ্ঞাসা বাদের জন্য সিমান্তবর্তী  শ্রিধরপুর গ্রামের কাউছার নামে এক যুবক কে আটক করেছে। বিজিবি ৫৫ ব্যাটালিয়ান মনতলা কোম্পানি কমান্ডার সুবেদার মকসুদ আলী বলেন ভোর ৪ টা থেকে ৬ টার মধ্যে ডিসকভার মোটর সাইকেল টি চুরি হয়। এ ব্যাপারে সুবেদার মকসুদ আলী বাদি হয়ে থানায় একটি মামলা হয়েছে।

প্রচন্ড শীতেও উত্তাপ ছড়াচ্ছে চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচন ॥ প্রচার-প্রচারণা তুঙ্গে

মোঃ ফারুক মিয়া॥ আর মাত্র ৪ দিন পর অনুষ্ঠিত হবে চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। তাই প্রচন্ড শীতেও উত্তাপ ছড়াচ্ছে এই উপ-নির্বাচন। ইতিমধ্যে চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে পৌর এলাকায় সর্বত্রই বিরাজ করছে নির্বাচনী আমেজ। পৌর এলাকার আনাচে-কানাচে ছেঁয়ে গেছে প্রার্থীদের পোস্টার, ফেস্টুন ও ব্যানারে। মাত্র ১ বছর ২৭ দিনের জন্য পৌর মেয়র হতে ৬ প্রার্থী এখন নিজেদের অবস্থানকে সুসংহত রাখতে আট-ঘাট বেঁধে এই উপ-নির্বাচনের মাঠে নেমেছেন। ভোটাররাও হিসাব নিকাশ কষছেন। ২৩ ডিসেম্বরের নির্বাচনে জয়লাভের জন্য ৬ মেয়র প্রার্থীর রাতদিন কাটছে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায়। অনেক প্রার্থীদের স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনরাও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। সেই সাথে চলছে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সমর্থনে নির্বাচনী মিছিল ও মিটিং। ...

চুনারুঘাট থানার এস আই জাহিদ শ্রেষ্ট পদক পেলেন

 খন্দকার আলাউদ্দিন ॥ হবিগঞ্জের চুনারুঘাট থানার এস আই আবু আব্দুল্লাহ জাহিদ এর কর্মেেত্র সফল হওয়ায় সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ট এস আই হিসাবে সম্মাননা পদক পেলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ডিআইজি কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এস আই জাহিদকে এ সম্মাননা পদক ডিআইজি মিজানুর রহমান প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের ডিআইজি মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও সিলেট বিভাগের সকল জেলার পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তারা। আবু আব্দুল্লাহ জাহিদ সকলে কাছে দোয়া ও আশীবাদ জানান।  

সৈনিক সংস্থার সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মাজারে পুস্পস্তবক অর্পণ

সৈনিক সংস্থার সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মাজারে পুস্পস্তবক অর্পণ মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা সৈনিক সংস্থার পক্ষ থেকে সাবেক সৈনিক সংস্থার সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা রজাউল হাই চৌধুরীকে সৈনিক সংস্থার সভাপতি শাহ্ কিম্মত আলীসহ সম্পাদক মোঃ আবদুল হাই  আরও অনেক তার মাজারে পুস্পস্তবক অর্পণ করেন।  

ট্রাক-সিএনজি, চান্দের গাড়ি ও ট্রাক্টরের সংঘর্ষে মা মেয়েসহ ৮ জন নিহত ও অন্তত ১২ জন আহত

জাকারিয়া চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং ব্রিজের কাছে ট্রাক-সিএনজি, চান্দের গাড়ি ও ট্রাক্টরের সংঘর্ষে মা মেয়েসহ ৮ জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর ও সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতমঙ্গলবার সকাল ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে শাহজিবাজারের ফতেগাজীর  মেলা থেকে হবিগঞ্জ শহরে একটি ছান্দেরগাড়ির মহাসড়কের সুতাং এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুরগামী একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে চতুরমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত অনন্ত ১৭ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে আনার পর ৪ জনের মৃত্যু হয়। এবং সিলেট মেডিকেল কলেজ ...

বাংলাদেশ নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা

সভা সমিতি অনুষ্ঠান সংক্রান্ত বাধা-নিষেধ-নির্বাচনের উদ্দেশ্যে ক.পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোন জনসভা বা শোভাযাত্রা করা যাইবে না। খ. দফা(ক) তে যাহা কিছুই থাকুক না কেন জনগণের চলাচলের বিঘœ সৃষ্টি করিতে পারে এইরূপ কোন সড়কে প্রতিদ্বন্দ্বী প্রীর্থীর পে কোন ব্যক্তি পথসভা করিবেন না বা তদুদ্দেশ্যে কোন মঞ্চ তৈরী করিতে পারিবেন না। ২.মিছিল বা শোডাউন সংক্রন্ত বাধা নিষেধ। ৩.নির্বাচনের দিন যানবাহন ব্যবহার সংক্রন্ত বাধা নিষেধ। ৪.গেইট, তোরণ বা ঘের নির্মাণ প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জাকরণ সংক্রান্ত বাধা নিষেধ। ৫. প্রচারণামূলক বক্তব্য খাদ্য পরিবেশন উপটৌকন প্রদান সংক্রান্ত বাধা নিষেধ। ৬.উস্কানিমূলক বক্তব্য বিবৃতি প্রদান এবং উচ্ছৃংখন আচরণ সংক্রান্ত বাধা নিষেধ। ৭.ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা সংক্রান্ত বাধা নিষেধ। ৮.মাইক্রোফোন ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধ। ৯.সরকারি সুবিধাভোগী কতিপয় নির্বাচনী প্রচারণা এবং সরকারী সুযোগ সুবিধা সংক্রান্ত বাধা ...

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণা ॥ উপজেলা চেয়ারম্যানের গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভা নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণার কাজে সরকারি গাড়ি ব্যবহার করায় উপজেলা চেয়ারম্যানের গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্ণিং অফিসার গাড়িটি তার কাছ থেকে নিজের কার্যালয়ে নিয়ে যান। একই সাথে নির্বাচনী জনসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনুদান দেয়ার প্রতিশ্র“তির অভিযোগ সত্য কি-না তাও উপজেলা চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছে। জানা যায়, উপজেলা চেয়ারম্যান আবু তাহের সরকারি গাড়ি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ভাতিজা সাইফুল আলম রুবেলের পক্ষে প্রচারণায় অংশ নেন। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এছাড়া তিনি ভাতিজার নির্বাচনী সভায় বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কর্মকান্ডে অনুদান দেয়ার প্রতিশ্র“তি দেন। এসব ব্যাপারে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা অভিযোগ করলে উপরোক্ত পদক্ষেপ নেন রিটার্ণিং অফিসার। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী ...

শায়েস্তাগঞ্জে ট্রাক্টর মালিক-শ্রমিক সংগঠনের কর্মসূচি স্থগিত

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে ট্রাক্টর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরী সভায়  ২০ ডিসেম্বর পর্যন্ত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এস আর হোটেলের সামনে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল মিয়া মেম্বার। সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল মিয়া মেম্বারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন রফিক মিয়া, আব্দুস সহিদ, হেলাল আহমেদ চিশতী, সামাদ মিয়া মেম্বার, আব্দুর রহমান, সত্য গোপাল দাশ চৌধুরী, আজগর মিয়া প্রমুখ। সভায় বক্তারা সরকারদলীয় নেতৃবৃন্দের আশ্বাসে সকল ট্রাক্টর মালিক ও শ্রমিকগণ আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ জেলায় সকল কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন।

রুবেল-হ্যাপির প্রেমালাপ ফাঁস

বিনোদন ডেস্ক: ক্রিকেটার রুবেল হোসেন ও উঠতি চিত্র নায়িকা নাজনিন আক্তার হ্যাপির মধ্যে মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। পাঠকদের সামনে তার কিছু অংশ তুলে ধরা হলো : রুবেল : এটা তুমিও জানো আমিও জানি হ্যাপি : আমি এগুলো শুনতে চাইনা রুবেল : এর মতো চরম সত্য কথা দুনিয়াতে আর নেই। হ্যাপি : এটা কিসের সত্য কথা ? আপনি আমাকে আজকে যে মনোভাব দ্যাখাইছেন না? আপনি একজন সেলিব্রেটি আমি আপনার মত সেলিব্রেটিকে…..(অশ্লীল) সে যত বড় সেলিব্রেটি হোক না কেন? রুবেল : মেজাজটা গরম করছো কেন? কী বলছো তোমার মাথা ঠিক আছে? তুমি এগুলো কী বলছো ? তোর সাথে  সেলিব্রেটি…(অশ্লীল) হ্যাপি : না আমার মনে হচ্ছে আমি একজন সেলিব্রেটিকে ফোন দিছি, যে মহা ব্যস্ত। রুবেল : সেলিব্রেটিকে ফোন ...

বানিয়াচঙ্গে বিজয় দিবস উদযাপন

মোঃ রহমত আলী, হবিগঞ্জ : স্বাধিনতার পর এবারই হবিগঞ্জের বানিয়াচঙ্গে জাকজমকপূর্ণ ভাবে বিজয় দিবস উদযাপিত হলো।  উপজেলা সদরের সকল প্রাইমারী , মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদশনী ক্রীড়া অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা এলআর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ ও স্কুলের অভ্যন্তরীন মাঠে মেয়েরা ও পর্যটন মাঠে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা এবং পুরষ্কার বিতরনী অনুষ্টান শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান এর সমন্বয়ে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারী, পুলিশ বাহিনী ও ২ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা সুশৃঙ্খলভাবে সকল কর্মসুচি পালনে সার্বক্ষনিক সহযোগিতা করেন। মাহাগ্রাম বানিয়াচঙ্গের অন্তত ১০ হাজার দর্শক শ্রুতা বিজয় দিবসের অনুষ্ঠানাদি উপভোগ করে। হাইস্কুল মাঠে বিরাট সুসজ্জিত পেন্ডেলে মুক্তিযোদ্ধা সংম্বর্ধনা ...

শায়েস্তগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার ২

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে ১১০ বোতল ফেন্সিডিলিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে আট টায় র‌্যাব’র একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ শামসুল হক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মের উপর হইতে ১১০ (একশত দশ) বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল বি-বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রাজাপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ বশির মিয়া (২৯), কাশিনগর গ্রামের মৃত আঃ হামিদ মিয়ার ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৭) ।  উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন

মেসির জার্সি নিলামে

প্রতিপক্ষ হিসেবে কোন ম্যাচ শেষে লুকাস পোডলস্কি পেয়েছিলেন লিওনেল মেসির জার্সি। জার্সিটিতে ভিনগ্রহের খেলোয়াড় মেসির সইও করিয়ে নিয়েছিলেন জার্মানি ও আর্সেনালের ফরোয়ার্ড পোডলস্কি। মেসির সেই জার্সিটি নিলামে তুলেছিলেন পোডলস্কি। উদ্দেশ্য তার মহৎ। জার্মানির একটি দাতব্য প্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের তহবিল গঠনের জন্যই এই জার্সি নিলামে তোলেন পোডলস্কি। মেসির এই বার্সেলোনা ক্লাব জার্সিটির নিলামে শেষ দাম ছিলো ১৫০০ ইউরো। সমাজ সেবার কাজে অনেক আগে থেকেই জড়িয়ে আছেন পোডলস্কি। তারই অংশ হিসেবে মেসির জার্সি তুলেছেন নিলামে।

বিশ দলের প্রার্থী এক চৌদ্দ দলের পাঁচ

মোঃ হাসান আলী / কাজী মাহমুদুল হক সুজন .. জমে উঠেছে চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারনা, মিছিল-মিটিং, গণসংযোগ এ মুখরিত পৌর শহর। পোষ্টার, লিফলেট, ব্যানারে ছেয়ে গেছে শহরের সর্বত্র। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই কর্মী সর্মথকদের নিয়ে কোমড় বেঁেধ মাঠে নেমেছেন প্রার্থীরা। শহরের পাড়া-মহল্লায় প্রতিদিন কনকনে শীত ঘন কুয়াশা উপেক্ষা করে প্রার্থীরা ভোটারদের বাসা বাড়ীতে গিয়ে তাদের মন জয়ের চেষ্টা করছেন আর দোয়া চাইছেন ভোট প্রার্থনা করছেন। মাত্র ১ বছর ৪ মাস মেয়াদি এ পৌর উপ-নির্বাচনকে নিয়ে সারা শহরে বিরাজ করছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার ভোটারদের মধ্যে একই আলোচনা, কে হচ্ছে স্বল্প মেয়াদী পৌর পিতা। নির্বাচনকে সামনে রেখে দিন যতই এগিয়ে আসছে নির্বাচনী  তাপমাত্রা ততই ...

আজ মহান বিজয় দিবস

মোঃ কামরুল ইসলাম . জাতির বহু কাঙ্খিত একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মধ্যদিয়ে আবারো ফিরে এসেছে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিন। আজ ১৬ ডিসেম্বর। ৪৪তম মহান বিজয় দিবস। এবারের বিজয় দিবস জাতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত ৭ মানবতাবিরোধী অপরাধে জড়িত স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় মুক্তিযুদ্ধে স্বজনহারাদের পাশাপাশি সারাদেশের মানুষ আনন্দের জোয়ারে ভাসছে। গোটা জাতি ৪৩ বছর আগের একটি কলঙ্কজনক অধ্যায়ের পরিসমাপ্তির জন্য যে অধীর আগ্রহে এতদিন অপেক্ষা করছিল, এ রায় কার্যকরের মধ্যদিয়ে সে কলঙ্কতিলক কিছুটা হলেও মুছে গেল। তাই এবারের বিজয় দিবস বাঙালির জন্য মুক্তিযুদ্ধ জয়ের মতো আরেকটি বিজয়ের আনন্দে উদ্বেলিত হওয়ার দিন। স্বজন হারানোর বুকভরা ...

মাধবপুর সুরমা চা বাগানে পাইপ চুরি সন্দেহের তীর চৌকিদারের ওপর

মাধবপুর প্রতিনিধি . মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে মূল্যবান সেচ পাইপ চুরির কারণে চা বাগানে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে চা বাগানে সৃজিত হাজার হাজার নতুন চারা গাছ মরে যাবার উপক্রম হয়েছে। গত ১৩ ডিসেম্বর ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের তিন বাংলা এলাকা থেকে চা বাগানের সেচ কাজে ব্যবহৃত প্রায়  ২০ লাখ মুল্যের এলুমিনিয়াম পাইপ চুরি হয়। রাত্রীকালীন চৌকিদার হিসেবে ওই এলাকায়  আব্দুল হাই, জমশেদ, রমেশ, জাহিদ, সমীরণ দায়িত্বে ছিল। ওই দিন রাত ২টার দিকে দুর্বৃত্তরা একটি ট্রাক তুলে পাইপগুলো চুরি করে নেয়। পাইপ চুরির ঘটনায় সন্দেহের তীর চা বাগান চৌকদারের ওপর। দীর্ঘদিন ধরে সুরমা চা বাগানে চৌকিদারদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় ওরা চৌকিদারের আড়ালে দর্শনার্থীদের ...

মাধবপুরে গাঁজা উদ্ধার

মাধবপুর প্রতিনিধি . মাধবপুর উপজেলার হরিণখোলা সীমান্ত থেকে ৮৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। হরিনখোলা সীমান্ত ফাড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, গত শনিবার রাতে হরিনখোলা সীমান্ত দিয়ে গাঁজা পাচারের খবর পেয়ে একদল জোয়ান নিয়ে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরিত্যাক্ত অবস্থায় ৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকৃত গাঁজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

বাহুবলের আলোচিত ভাঙ্গারি মখলিছের সহযোগি গ্রেফতার

বাহুবল প্রতিনিধি . বাহুবলের অভিজাত অবকাশ যাপন কেন্দ্র পুটিজুরী গ্রীণ প্লানেট রিসোর্ট লিমিটেড এর সাড়ে ৩ লাখ টাকা মূল্যের তার চুরির ঘটনায় অপরাধ জগতের হোতা ভাঙ্গারি মখলিছের অন্যতম সহযোগি আনকাবুল মিয়া (৩৫) কে চোরাই মালসহ গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ভোর রাতে তাকে দ্বিগাম্বর কালিবাড়ি ভাঙ্গারি দোকান থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওই রিসোর্ট থেকে গত ১১ অক্টোবর ও ১৫ নভেম্বর দু‘ দফায় পৃথক চুরি সংঘটিত হয়। চোরেরা এখান থেকে ৩ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ক্যাবল চুরি করে নিয়ে যায়। কর্তৃপক্ষ এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই সময়ই আক্কল আলীসহ কয়েকজনকে  গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে পুলিশ গত শনিবার দিবাগত রাত ৩ টায় গোপন সূত্রে ...

শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় নিহত ১০

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার সুতাং নামকস্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে ট্রাক ও একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় গাড়ির পেছনে থাকা যাত্রীবাহী জীপ ও একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর উপর উঠে যায়। এতে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী মারা যান। বাকীরা হাসপাতালে মারা যান। নিহত আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বানিয়াচং উপজেলার রহমতপুরের হারিস মিয়ার স্ত্রী নৌবল বিবি (৪৫) ও মেয়ে আম্বিয়া খাতুন (৩০), মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া ...