বানিয়াচঙ্গে বিজয় দিবস উদযাপন

মোঃ রহমত আলী, হবিগঞ্জ : স্বাধিনতার পর এবারই হবিগঞ্জের বানিয়াচঙ্গে জাকজমকপূর্ণ ভাবে বিজয় দিবস উদযাপিত হলো।  উপজেলা সদরের সকল প্রাইমারী , মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদশনী ক্রীড়া অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা এলআর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ ও স্কুলের অভ্যন্তরীন মাঠে মেয়েরা ও পর্যটন মাঠে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা এবং পুরষ্কার বিতরনী অনুষ্টান শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান এর সমন্বয়ে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারী, পুলিশ বাহিনী ও ২ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা সুশৃঙ্খলভাবে সকল কর্মসুচি পালনে সার্বক্ষনিক সহযোগিতা করেন। মাহাগ্রাম বানিয়াচঙ্গের অন্তত ১০ হাজার দর্শক শ্রুতা বিজয় দিবসের অনুষ্ঠানাদি উপভোগ করে। হাইস্কুল মাঠে বিরাট সুসজ্জিত পেন্ডেলে মুক্তিযোদ্ধা সংম্বর্ধনা ও আলোচনা এবং পুরষ্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান। কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ ও শিক্ষা অফিসার কাওছার শোকরানা এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা নমীর আলী, আব্দুল কাদির তোফানী, অনন্ত কুমার দাস, অসিত বরন রায়, নিশিকান্ত তালুকদার, রেজাউল মোহিত খান, সামসুল কিবরিয়া লিলু, ফজলে নকীব মাখন, আব্দুল হালিম সোহেল, আলমগীর হোসেন, আশরাফ সোহেল প্রমুখ। অপরদিকে শহীদ সায়ীদুল হাসান গণকেন্দ্র পাঠাগার কর্তৃপক্ষ বিজয় দিবস উপলক্ষে কামালখানী পাঠাগার মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের এক সংম্বর্ধনা প্রদান করেছে। ব্র্যকের পিও ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক। বক্তৃতা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোতাব্বির মিয়া, আবু লাল দাস, ব্র্যাক সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *