মাধবপুর সুরমা চা বাগানে পাইপ চুরি সন্দেহের তীর চৌকিদারের ওপর

মাধবপুর প্রতিনিধি . মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে মূল্যবান সেচ পাইপ চুরির কারণে চা বাগানে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে চা বাগানে সৃজিত হাজার হাজার নতুন চারা গাছ মরে যাবার উপক্রম হয়েছে। গত ১৩ ডিসেম্বর ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের তিন বাংলা এলাকা থেকে চা বাগানের সেচ কাজে ব্যবহৃত প্রায়  ২০ লাখ মুল্যের এলুমিনিয়াম পাইপ চুরি হয়। রাত্রীকালীন চৌকিদার হিসেবে ওই এলাকায়  আব্দুল হাই, জমশেদ, রমেশ, জাহিদ, সমীরণ দায়িত্বে ছিল। ওই দিন রাত ২টার দিকে দুর্বৃত্তরা একটি ট্রাক তুলে পাইপগুলো চুরি করে নেয়। পাইপ চুরির ঘটনায় সন্দেহের তীর চা বাগান চৌকদারের ওপর। দীর্ঘদিন ধরে সুরমা চা বাগানে চৌকিদারদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় ওরা চৌকিদারের আড়ালে দর্শনার্থীদের জিম্মি করে  স্বর্ণালঙ্কার টাকা পয়সা ছিনতাই ও নারী নির্যাত কাজের সঙ্গে জড়িত রয়েছে। এছাড়া সাতছড়ি ও তেলমাছড়া সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ চুরির অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ১৩ ডিসেম্বর সুরমা চা বাগানের সেচ পাইপ চুরির পর থেকে চৌকিদাররা অনেকেই গা ঢাকা দিয়েছে। বাগান কর্তৃপক্ষের অভিযোগ নৈশ্য প্রহরীদের যোগসাজসেই রাত্রীকালীন সময়ে এ মূল্যবান পাইপ চুরি হয়েছে। কারণ তেলিয়াপাড়া রেল ষ্টেশন থেকে সাতছড়ি জাতীয় উদ্যান পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক সুরমা চা বাগান এলাকায় কম করে হলেও ১০/১২ জন চৌকিদার সার্বক্ষণিক প্রহরায় নিয়োজিত থাকে। তাদের চোখ ফাঁকি দিয়ে কোনো অবস্থাতেই পাইপ চুরি করা সম্ভব নয়। বাগান ব্যবস্থাপক মোঃ আবুল কাশেম এ ঘটনায় চৌকিদারদের অভিযুক্ত করে মাধবপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। ব্যবস্থাপক আবুল কাশেম জানান, সেচ পাইপ চুরির কারণে চা বাগানে সেচ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এ কারণে সৃজিত নতুন চা গাছে পানি না দিতে পেরে কয়েক একর চা গাছ মরে যাবার উপক্রম হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদুল্লাহ (পিপিএম) জানান, সন্দেহভাজনদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *