বিশ দলের প্রার্থী এক চৌদ্দ দলের পাঁচ

মোঃ হাসান আলী / কাজী মাহমুদুল হক সুজন .. জমে উঠেছে চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারনা, মিছিল-মিটিং, গণসংযোগ এ মুখরিত পৌর শহর। পোষ্টার, লিফলেট, ব্যানারে ছেয়ে গেছে শহরের সর্বত্র। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই কর্মী সর্মথকদের নিয়ে কোমড় বেঁেধ মাঠে নেমেছেন প্রার্থীরা। শহরের পাড়া-মহল্লায় প্রতিদিন কনকনে শীত ঘন কুয়াশা উপেক্ষা করে প্রার্থীরা ভোটারদের বাসা বাড়ীতে গিয়ে তাদের মন জয়ের চেষ্টা করছেন আর দোয়া চাইছেন ভোট প্রার্থনা করছেন। মাত্র ১ বছর ৪ মাস মেয়াদি এ পৌর উপ-নির্বাচনকে নিয়ে সারা শহরে বিরাজ করছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার ভোটারদের মধ্যে একই আলোচনা, কে হচ্ছে স্বল্প মেয়াদী পৌর পিতা। নির্বাচনকে সামনে রেখে দিন যতই এগিয়ে আসছে নির্বাচনী  তাপমাত্রা ততই বাড়ছে। স্বল্প মেয়াদী নির্বাচন হলেও এটি উভয় দলের জন্য এখন প্রেষ্টিজ ইস্যু হয়ে দাড়িয়েছে। বিএনপি চাইছে তাদের মেয়র পদটি ধরে রাখতে, অন্য দিকে আওয়ামীলীগ চাইছে মরন কামড় দিয়ে হলেও নিজেদের দখলে নিতে। সাধারন ভোটারদের মতে দলীয় নির্বাচন না হলেও নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত একাধিক প্রার্থী রয়েছে। এ ক্ষেত্রে বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছেন একজন, এতে আওয়ামীলীগ এর ভোট যদি ভাগাভাগি হয় সে ক্ষেত্রে বিএনপি সমর্থিত প্রার্থীই এগিয়ে থাকবে এমন সম্ভাবনাই ভোটারদের মুখে মুখে। নির্বাচনে ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলে যাচাই বাছাইয়ে ৭ জনকেই বৈধ ঘোষনা করেন রিটার্নিং অফিসার। পরে প্রার্থী জামাল হোসেন লিটন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন নাজিম উদ্দিন শামসু (তালা), সাইফুল আলম রুবেল (চশমা), আফসার মিয়া চৌধুরী (আনারস), জিল্লুল কাদির লস্কর (কাপ-পিরিচ), আব্দুল্লা আল মামুন (মাইক), এস কে ইফতেখারুল গনী খায়রু (দোয়াত-কলম)। এদের মধ্যে কেউ কেউ নিজেদের আত্মীয় ইমেজে নির্বাচনী বৈতরনী ফাড়ি দিতে চাইছেন। তাদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিন শামসু পৌরসভার প্রয়াত মেয়র ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ আলীর চাচাত ভাই। তাই তিনি মোহাম্মদ আলীর ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। সাইফুল ইসলাম রুবেলের চাচা আবু তাহের উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ সুবাধে তিনি চাচার ইমেজকে কাজে লাগাচ্ছেন। জিল্লুল কাদির লস্করও একজন সফল ছাত্র নেতা তার পিতা আব্দুল কাদির লস্কর সাবেক উপজেলা চেয়ারম্যান। পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লা আল মামুনও একজন যোগ্য প্রার্থী। বিশিষ্ট ব্যবসায়ী এস কে ইফতেখারুল গনি খায়রুও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। বিগত পৌর নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। অন্য জন সাবেক ছাত্রলীগ নেতা আফছার মিয়া চৌধুরী। নির্বাচনে প্রার্থী হয়ে তিনিও মাঠে চমক দেখাতে চাইছেন। তবে সব মিলিয়ে জয় পরাজয় নির্ভর করছে সাধারন ভোটারদের হাতে। তাই নির্বাচনী ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *