আজ মহান বিজয় দিবস

মোঃ কামরুল ইসলাম . জাতির বহু কাঙ্খিত একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মধ্যদিয়ে আবারো ফিরে এসেছে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিন। আজ ১৬ ডিসেম্বর। ৪৪তম মহান বিজয় দিবস। এবারের বিজয় দিবস জাতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত ৭ মানবতাবিরোধী অপরাধে জড়িত স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় মুক্তিযুদ্ধে স্বজনহারাদের পাশাপাশি সারাদেশের মানুষ আনন্দের জোয়ারে ভাসছে। গোটা জাতি ৪৩ বছর আগের একটি কলঙ্কজনক অধ্যায়ের পরিসমাপ্তির জন্য যে অধীর আগ্রহে এতদিন অপেক্ষা করছিল, এ রায় কার্যকরের মধ্যদিয়ে সে কলঙ্কতিলক কিছুটা হলেও মুছে গেল। তাই এবারের বিজয় দিবস বাঙালির জন্য মুক্তিযুদ্ধ জয়ের মতো আরেকটি বিজয়ের আনন্দে উদ্বেলিত হওয়ার দিন। স্বজন হারানোর বুকভরা ব্যথার মাঝেও আজ এক অপার আনন্দের দিন। একাত্তরের এই দিনে বাংলার আকাশে আলো ছড়ায় বিজয়ের লাল সূর্য। এই দিন গোটা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশের অভ্যূদয়; রচিত হয়েছে বাঙালি জাতির বীরত্বের অধ্যায়। সেই মহান বিজয়ের দিন আজ। এদিন বিকালে রমনার রেসকোর্স ময়দানে দাম্ভিক পাকিস্তানি  সেনারা পায়ের কাছে অস্ত্র নামিয়ে রেখে মাথা নিচু করে দাঁড়িয়েছিল মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর নেতাদের সামনে। পরে লাখো জনতার উপস্থিতিতে মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি সমরাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী বাংলাদেশে অবস্থিত সব পাকিস্তানি বাহিনীর পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। মুহূর্তের মধ্যেই রেসকোর্স ময়দান থেকে দেশের প্রতিটি শহরের রাজপথ থেকে গ্রাম-মহল্লার অলিগলিতে ছড়িয়ে পড়ে বিজয়ের উল্লাস। ১৯৭১ সালে চূড়ান্ত বিজয় এলেও বাঙালির এ সংগ্রাম শুরু হয়েছিল আরো অনেক আগে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্যদিয়ে আত্মচেতনায় দৃপ্ত দেশবাসী অগ্রবর্তী হয়েছিল স্বাধিকারের আন্দোলনে। সেই আন্দোলনের পরিণতি গণতন্ত্র ও স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৬৯-এর গণঅভ্যূত্থান। উত্তাল সারা বাংলা। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামীলীগ ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসকরা সরকার গঠনের সুযোগ না দিয়ে রক্তের বন্যায় বাঙালিদের ভাসিয়ে দেয়ার ঘৃণ্য নীলনকশায় মেতে ওঠে। ১৯৭১-এর ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়ে বাঙালিদের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বললেন। বজ্রনির্ঘোষ কণ্ঠে ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’। পাকিস্তানি হানাদাররা ২৫ মার্চ রাতে ঘুমন্ত নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে মানব ইতিহাসের জঘন্যতম গণহত্যায় মেতে ওঠে। দেশমাতৃকার বীর সন্তানরা সামান্য অস্ত্রপাতি আর বুকভরা সাহস নিয়ে পৃথিবীর দুর্ধর্ষ বাহিনীটির হামলা ঠেকাতে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে অগণিত মানুষ নিবেদন করবে পুষ্পাঞ্জলি। রাজধানী ছাড়াও সারাদেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবে বিজয় উৎসবে। আজ সরকারি ছুটির দিন। জাতি আজ শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে স্বাধীনতা সংগ্রামের মহান পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ‘পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা’ বাঙালির স্বাধীন স্বদেশের এ দিশা দিয়ে তিনি ঘুমজাগানিয়া গান শুনিয়ে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন সমগ্র জাতিকে। সুদীর্ঘ দুই যুগের নিরবচ্ছিন্ন স্বাধিকার আন্দোলনের মাহেন্দ্রক্ষণে শুনিয়েছিলেন মুক্তির গান, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। ১৬ ডিসেম্বর শুধু বিজয় উৎসবের নয়; বিজয় অক্ষুন্ন রাখার শপথেরও দিন। মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৪তম বার্ষিকীতে জয়ের আনন্দ ও স্বজন হারানোর বেদনামিশ্রিত অনুভূতি নিয়ে জাতি আজ উদযাপন করছে মহান বিজয় দিবস। বাঙালির ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় একাত্তরের মুক্তিযুদ্ধ। একাত্তরের এই দিনে দামাল মুক্তিযোদ্ধা আর মুক্তিপাগল মানুষের প্রতিরোধ-লড়াইয়ের মুখে উধাও হয়েছিল পাকিস্তানি হায়নারা। ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল এ বিজয়। ১৬ ডিসেম্বর একরাশ সোনালি স্বপ্ন হৃদয়ে ধারণের দিন। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাণী দিয়েছেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীসহ দেশের বড় শহরগুলোর প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকায় সজ্জিত করা হবে। রাতে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় করা হবে আলোকসজ্জা। হাসপাতাল, কারাগার এবং এতিমখানাগুলোয় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিজয় দিবস উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করছে এবং বেতার ও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক জয়নাল আবেদীন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কর্মসূচি পালন করবে। এরমধ্যে রয়েছে সকালে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *