Category Archives: শেষের পাতা

উপকারভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার সংরক্ষিত রঘুনন্দন বনাঞ্চল স্থানীয় ধনাঢ্য প্রভাবশালীরা গিলে খাচ্ছে। উপকারভোগী নির্বাচনের নামে বিভিন্ন কৌশলে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা। বনের ভিতরে একই পরিবারের একাধিক সদস্য উপকার ভোগীর নামে বনের অভ্যন্তরে ঘর বাড়ি নির্মাণ করেছে। এছাড়া বনের মূল্যবান গাছপালা  পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয় ও বন বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটে অংশীদারিত্বের ভিত্তিতে উপকার ভোগী নির্বাচিত করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি পরিবারের সদস্য, ধনাঢ্য ব্যক্তিদের নামে। বনের ভিতরে অনেক পুরানো গাছ কেটে নতুন বাগান সৃজন করা হয়েছে এমন অভিযোগও রয়েছে। শাহপুর, জগদীশপুর, ও নোয়াপাড়া এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা উপকারভোগী হয়ে বনের ভিতরে স্থাপনা নির্মাণ করেছে। নিয়ম অনুযায়ী অতিদরিদ্র, মহিলা, বন এলাকার মধ্যে ...

শায়েস্তাগঞ্জে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :শায়েস্তাগঞ্জ থানার পুরাসুন্দায় সিএনজি- কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক যাত্রী হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। গত রবিবার দুপুর সাড়ে ১২টা দিকে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার পুরাসুন্দা নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পুরাসুন্দা গ্রামের অনু মিয়া (৫০)। আহতদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুরাসুন্দা গ্রামের কামরুল জানান, মাধবপুরগামী সিএনজি সামনে থেকে ধাক্কা দেয় সিলেটগামী কাভার্ডভ্যান। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী অনু মিয়া নিহত হন। আহত হন তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। শায়েস্তাগঞ্জ থানার এসআই সেলিম আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জে ৪ তলা ভবনে ঝুকিঁ নিয়ে কাজ করছে শ্রমিকরা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে জীবনের ঝুকিঁ নিয়ে ৪ তলা ভবনের কাজ করছে শ্রমিকরা। শ্রমিকদের জীবনের নিরাপত্তায় ওই ভবন কতৃপক্ষের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন স্থানীয়রা। ইতোমধ্যে ওই ভবনে কাজ করতে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ওই ভবনে কাজের সময় উপর থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের পা ভেঙ্গে গেছে। গুরুতর  আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায়, কোর্ট প্রাঙ্গনের পাশের একটি ৪ তলা ভবনে অর্ধ শতাধিক শ্র্রমিক কাজ করছে। বিল্ডিং কোড মোতাবেক অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বালু, সিমেন্ট উপরে তোলার কথা থাকলেও পুরোনো মেশিন দিয়ে এগুলো নীচ থেকে ...

জমে উঠেছে মিরপুর কলেজের গভনিং বডির নির্বাচন

কাজী মাহমুদুল সুজন :জমে উঠেছে বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী মিরপুর আলিফ সোবহান চৌধুরী মহাবিদ্যালয়ের গভনিং বড়ির অভিবাবক প্রতিনিধি নির্বাচন। আগামী ১২ ফেব্র“য়ারী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আমেজ বিরাজ করছে অভিবাবক ও ছাত্র/ছাত্রীদের মধ্যে। প্রতিক বরাদ্ধের পর থেকে প্রাথীদের পোষ্ঠারে পোষ্ঠারে ছেয়ে গেছে মিরপুর ও পাশেপাশের এলাকাগুলো। কলেজের অধ্যক্ষ ও নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করছেন। এর মধ্যে ৩ জন প্রাথী বিজয়ী হবেন। এবার নির্বাচনে একক ভোট পড়লে তা বাতিল বলে গন্য হবে।ভোট চলবে ১২ ফেব্র“য়ারী বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত। ফলাফল ঘোষনা করা হবে ওইদিন সন্ধা ৭টায়। প্রতিদন্ধি প্রাথীরা হলেন সাংবাদিক মোঃ জাবেদ আলী (দোয়াত কলম) আসকর আলী (চেয়ার) জাহিদুল ইসলাম জিতু ( ছাতা) আব্দুল ছাত্তার ...

নবীগঞ্জে হাত বাড়ালেই মিলছে নিষিদ্ধ গাইড বই

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে হাত বাড়ালেই মিলছে নিষিদ্ধ গাইড বই। শুধু লাইব্রেরিতে নয়, বিভিন্ন প্রাইমারী স্কুলেও বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড ও নোটবই। কিন্তু এর বিরুদ্ধে কোন ব্যবস্থা ও নজর নেই প্রশাসনের। ফলে লাইব্রেরি ব্যবসায়ীরা নির্বিঘেœ ও স্বাচ্ছন্দ্যে নিষিদ্ধ গাইড বইয়ের ব্যবসা করে যাচ্ছেন। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করার মূল লক্ষ্য ছিল শিক্ষার মানোন্নয়ন করা হলেও সরেজমিনে নবীগঞ্জ শহরের ওসমানী রোড়ে, জে.কে হাই স্কুল রোড়ে ও কলেজ রোডসহ শহরের  বিভিন্ন লাইব্রেরি ঘুরে দেখা যায়, লেকচার, জুপিটার, পাঞ্জেরী, অনুপম, গ্যালাক্সি, নিউ পপি, নিউ স্টার, মেগদুত, মিশন, কম্পিটার, স্টার ও নেপচুনসহ বিভিন্ন প্রকাশনীর নোট ও গাইড বই লাইব্রেরিগুলোতে স্তরে  স্তরে সাজিয়ে রাখা হয়েছে। প্রকাশ্যে চলছে নিষিদ্ধ বইয়ের রমরমা ব্যবসা। এসব দেখার যেন কেউ ...

প্রাণ জুস খেয়ে এক পরিবারের ৫ জন অসুস্থ

আবুল হাসান ফায়েজ : প্রাণ কোম্পানীর ফ্রুটো জুস খেয়ে হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের এক পরিবারের ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অসুস্থ হয়ে পড়া লোকদের পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় তেতৈয়া গ্রামের অসুস্থ মমতাজ মিয়াকে দেখতে যান তার শ্যালক বড় বহুলা গ্রামের ভিংরাজ মিয়া। সাথে নিয়ে যান প্রাণ কোম্পানীর ফ্রুটো জুস। রাতে মমতাজ মিয়া জুস খেয়ে প্রায় ২ ঘন্টা পর অজ্ঞান পড়েন। সাথে সাথে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। কর্মরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে পরিবারের লোকজন বুঝতে পারেননি জুস খেয়ে ...

চুনারুঘাটে পান ক্রয় করার জের কাতার প্রবাসী মহিলাসহ আহত ২

গাজীপুর সংবাদদাতা : চুনারুঘাটে পান ক্রয় করাকে কেন্দ্র করে সংঘর্ষে কাতার প্রবাসীসহ ২ জন মহিলা আহত হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের কারিসাবস্তি গ্রামের ছুরত আলীর ছেলে সেলিম মিয়া ও একই এলাকার হাবিবুল্লার মুদির দোকানে পান ক্রয় করতে যায়। সেলিম পান ক্রয় করতে চাইলে হাবিব উল্লা পান বিক্রি করতে অনিহা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে হাবিব উল্লা তার লোকজন নিয়ে সেলিম মিয়ার বসত ঘরে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে হামলা লুটপাট চালায়। এ সময় সেলিম মিয়ার বোন  প্রবাসী পারুল আক্তার (৩৫) ও সেলিমের মা আছিয়া খাতুন (৫০) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত পারুল জানায়, সে গত ...

লক্ষাধিক টাকা আত্মসাৎ করে দু’প্রতারক ভারতে যাওয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার :গত ১৬ জানুয়ারী শুক্রবার তারিখে চোরাই রাস্তায় দুধপাতিল সড়কের সামনে দিয়ে দুপুর সাড়ে ১২ টার সময় চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ গ্রামের গোপিকা রঞ্জন রায়ের পুত্র গোপাল রায় ও গোপাল রায়ের পুত্র মান্না রায় চোরাই পথে ভারতে যাওয়ার সময় ভারতে সীমান্ত রক্ষাকারী  বাহিনী বিএসএফ এর হাতে তাহারা ধরা পড়ে। পরে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ তাহাদেরকে জিজ্ঞাসাবাদ করিলে প্রতারক গোপাল রায় ও মান্না রায় বিগত ২২/০৯/২০১৪ইং রোজ সোমবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় আবারও চোরাই রাস্তায় প্রবেশ করার পর তাহাদের স্বীকার উক্তিমূলক তাহারা সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর হাতে ধরা পড়ে। পরে প্রতারক গোপাল রায় ও মান্না রায় অনেক অনুনয় বিনয় করার পর এলাকাবাসীর গন্যমান্য ব্যক্তির অনুরোধে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী ...

ঐতিহাসিক মুড়ারবন্দ দরগাহ্ শরিফের বার্ষিক ওরশ মোবারক সম্পর্ন ॥ মোতাওয়াল্লীর কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার : গত বৃহস্পতিবার ১৫ জানুয়ারী আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ঐতিহাসিক মুড়ারবন্দ দরগাহ্ শরীফের ৩ দিন ব্যাপী বার্ষিক ওরশ মোবারক সমাপ্ত হয়েছে। চুনারুঘাট উপজেলার মুড়ার দরগাহ্ শরিফে শাহিত হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহ্সালার(রঃ) পূর্ব পশ্চিম রওজা, হযরত সৈয়দ শাহ বন্দেগী (রঃ) হযরত সৈয়দ শাহ কুতুবুল আউলিয়াগং ১২০ গনের দরগাহ্  শরিফে প্রতি বছরের ন্যায় এবার মোতাওয়াল্লী সৈয়দ কবির আহমদ চিশ্তী ও অন্যান খাদেম সকাল ১০টায় মাজার শরিফের গিলাপ চড়ানোর মধ্য দিয়ে ৬৯৪তম পবিত্র বার্ষিক ওরশ শুরু করেন এবং ১৫ জানুয়ারী দিবাগত রাত ১২.০১মিনিটে আখেরী মোনাজাতের মধ্যে সমাপ্ত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী সৈয়দ কবির আহমদ চিশ্তী, সৈয়দ শফিক আহমদ চিশ্তী, সৈয়দ ইউনুস আহমদ চিশ্তী,     সৈয়দ আলমগীর ...

সতর্ক থাকার আহবান জানালেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাক্ষর জাল করে জাতীয় নাগরিকত্ব সনদ পত্র, জন্মনিবন্ধন, মৃত্যু সনদসহ বিভিন্ন কাগজ পত্রে ব্যবহার করছে একটি স্বার্থনেষী মহল। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জানা যায়, দীর্ঘদিন যাবত হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নে বেশ কিছু প্রকারক চক্র জাতীয় নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র বিভিন্ন কম্পিউটার থেকে কম্পোজ করে বিভিন্নজনের ভূয়া ঠিকানা দিয়ে বর্তমান চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীরের স্বাক্ষর ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে যাচ্ছে। এবং উক্ত এলাকার একটি চক্র জাল সনদপত্র বানিয়ে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া যায়। যা এসব জাল  স্বাক্ষর সনদ পত্র নিয়ে সরকারী, বেসরকারী, মালিকানা ...

কেউন্দা গ্রামে গৃহকর্তাকে বেঁধে দুঃসাহসিক ডাকাতি

স্টাফ রিপোর্টার: চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে দুঃসাহসিক ডকাতি সংঘটিত হয়েছে। জানাযায়, শনিবার গভীর রাতে উপজেলার কেউন্দা গ্রামের মীর আরজু মিয়ার বসত ঘরের গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের গৃহকর্তাসহ সকলকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। ডাকাতরা দুটি মোবাইল, পেন্ট, শার্ট ফেলে রেকে যায়। এগুলো পরে থানায় জমা দেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জে বিভিন্ন রড-সিমেন্টের দোকানে ওজনে কারচুপি!

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে বিভিন্ন রড-সিমেন্টের দোকানে ওজনে কারচুপির অভিযোগ রয়েছে। এতে ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। জানাযায়, শায়েস্তাগঞ্জ থানায় অনেক গুলি রড সিমেন্টের দোকান গজিয়ে উঠায় দোকান গুলো পরিমাপ যন্ত্র ও বাটখারা ব্যবহার করা হয়, সে গুলোর ওজন সঠিক কিনা তা সাধারণ ক্রেতারা যাচাই বাছাই করেন না। দোকান কর্তৃক ওজনকেই ক্রেতারা সঠিক বলে মেনে নেন। পরিমাপ যন্ত্রের ত্র“টির কারণে এবং বাটখারা কম ওজন সম্পন্ন থাকায়, ক্রেতারা রড সিমেন্টের দোকানগুলো থেকে জিনিষ ক্রয় করে প্রতিনিয়ত ওজনে ঠঁকছেন। সরকারী নিয়ম অনুযায়ী দোকান প্রতিষ্ঠানগুলোর ফ্লাটফরম স্কেল ও এতে ব্যবহৃত বাটখারা বিএসটিআই কর্তৃক ভেরিফাই করে নেওয়া বাধ্যতামূলক। ভেরিফিকেশন সার্টিফিকেট ও ষ্ট্যাম্প ছাড়া ওজন ও  পরিমাপ যন্ত্রপাতি ব্যবহার দন্ডনীয় অপরাধ অথচ শায়েস্তাগঞ্জে কিছুসংখ্যক দোকানপাট ভেরিফিকেশন ...

চুনারুঘাটের ষাড়েকোনা গ্রামের শ্রী নিতাই চন্দ্র দেবের জমিতে আদালতের স্থিতিবস্থা

স্টাফ রিপোর্টার: চুনারুঘাট উপজেলার দওেরগাছ ইউনিয়নের ষাড়েকোনা গ্রামের শ্রী নিতাই চন্দ্র দেবের জে.এল নং ১০৮ খতিয়ান নং এস এ ৩৮ এ দাগ নং ১৯৯, মোয়াজী ১৩ শতক বাড়ীর রকম ভূমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। শ্রী নিতাই দেবের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যেট শাহীনা ফেরদৌসী এ আদেশ দেন। শ্রী নিতাই চন্দ দেব ও গোবিন্দ চন্দ্র দেবরের মধ্যে উল্লেখিত খতিয়ান ভূক্ত জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বিরুধ চলে আসছিল। আইন শৃংখলা রক্ষার জন্য আদেশ দেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে চুনারুঘাট থানার এসআই কবির মিয়া দ’পক্ষকে বিরুধ পূর্ণভুমিতে আবাদ কিংবা ব্যবহার সনা করতে অনুলিপি প্রদান করেন।

খোয়াই নদীর উপর একটি সেতুর অভাবে শায়েস্তাগঞ্জ ও লস্করপুরে ৭০টি গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তির চরমে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পুরাণ বাজার সেতু ও ধুলিয়াখাল সেতুর মাঝামাঝি চরহামুয়ায় খোয়াই নদীর উপর একটি সেতুর অভাবে শায়েস্তাগঞ্জ ও লস্করপুরে ৭০টি গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তির যেন অন্ত নেই। এটি নির্মাণ হলে বদলে যেতে পারে শায়েস্তাগঞ্জ, নিজামপুর ও লস্করপুর ইউনিয়নের উন্নয়নের সার্বিক চিত্র। এতে একদিকে স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ অফিস-আদালতগামী লোকজনের যাতায়াতের ভোগান্তি ও সময় যেমন লাঘব হবে তেমনি ব্যবসা বাণিজ্যের ও প্রসার ঘটবে। তাছাড়া লস্করপুর ইউনিয়নের জনসাধারন সর্বদা শায়েস্তাগঞ্জ হাসপাতাল, রেল জংশন, বাস ষ্ট্যান্ড, হাটবাজারসহ জেলার বিভিন্ন স্থানে যাতায়াতের ও ব্যবসা বানিজ্য সুবিধা হয়। শায়েস্তাগঞ্জ, নিজামপুর, নুরপুরসহ অন্যান্য  ইউনিয়নের লোকজনের লস্করপুর ইউনিয়নে যাতায়াত বেশী। সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা নিত্য প্রয়োজনে  শায়েস্তাগঞ্জের চরহামুয়া এলাকায় খোয়াই নদীর খেয়াঘাট পার হতে হয়। বর্তমানে বিদ্যমান ...

মুড়ারবন্দ দরবার শরীফের বার্ষিক ওরসে আমন্ত্রণ জানিয়েছেন মোতাওয়াল্লী

বিজ্ঞপ্তি ॥ মুড়ারবন্দ দরবার শরীফে আগামী ১৩,১৪ ও ১৫ জানুয়ারী ৩ দিন ব্যাপী ৬৯৪ তম পবিত্র বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে। উক্ত ৩ দিন পবিত্র বার্ষিক ওরসে দেশের আশেকান ভক্তবৃন্দকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ সৈয়দ সফিক আহম্মেদ সফি চিশতী। জানা যায়, সিলেটে চির নিদ্রায় শায়িত হযরত শাহ জালাল (রঃ) ইয়ামনী ও চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে দরবার শরীফে পূর্ব-পশ্চিমে রওজা শায়িত প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী মহান ইসলামী বীরপুরুষ সিপাহসালার (মাদনী) হযরত সৈয়দ শাহ বন্দেগী (রঃ),  হযরত সৈয়দ শাহ ঈসরাইল ওরফে শাহ বন্দেগী (রঃ), হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ওরফে কুতুবুল আওলিয়া (রঃ), বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রঃ), বন্দেগী শাহ সৈয়দ মহিব উল্লা (রঃ) গং ১২০ জন আউলিয়া গণের প্রতিবছরের ...

চুনারুঘাটে এক দিন মজুরের বাড়ির রাস্তা বন্ধ করেছে দিয়েছে ভুমিখেকো চক্র

স্টাফ রিপোর্টার : চুনারুঘাটে এক অসহায় দিন মজুরের বাড়ির রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে এলাকার প্রভাবশালী ভুমিখেকো চক্র। জানা যায়, গত ২৫ ডিসেম্বর সকালে উপজেলার পুর্ব পাকুরিয়া গ্রামের মৃত আঃ গোফারের ছেলে অসহায় দিন মজুর মোঃ বাচ্চু মিয়ার বাড়ির আসা যাওয়ার রাস্তা একই গ্রামের প্রভাবশালী মৃত ময়না মিয়ার ছেলে মোসাহিদ মিয়াসহ একদল ভুমিখেকো চক্র বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে বাচ্চু মিয়া বাদি হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের  করেছেন। থানায় অভিযোগ দায়ের পর থেকে আসামীদের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় ভোগছেন নিরীহ বাচ্চু মিয়া ও তার পরিবার। ভুমিখেকোদের অব্যাহত হুমকির কারণে ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখা পযর্ন্ত বাচ্চু মিয়া ও তার পরিবার লোকজন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। উল্লেখ্য, ...

চুনারুঘাটে ছয়শ্রী গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্টীর দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

খন্দকার আলাউদ্দিন : চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্টীর মনিপুরি উপজাতীদের মধ্যে প্রধানমন্ত্রির ত্রান তহবিল থেকে ৫৫ জন দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সন্ধায় উপজেলার ছয়শ্রী ইকরতলী মন্দির কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। নব কুমার সিংহের সভাপতিত্বে ও উত্তম ব্যানার্জির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর ও জেলা প্রশাসক পতœী, আওয়ামীলীগ হাছান আলী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, তরফ বার্তার বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, কৃষ্ণ সিংহ, বিরস্বের সিংহ প্রমুখ।

স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে স্বাধীন দেশে আসতে না দিয়ে ফাঁসি দিতে ছেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। একটি যুদ্ধ বিদ্ধস্থ দেশকে যখনই বঙ্গবন্ধু সামনের দিকে এগিয়ে নিতে শুরু করেছিলেন তখনই ঐ ষড়যন্ত্রকারীদের দোসর বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে। একটি গোষ্ঠী বঙ্গবন্ধু য় ও স্বাধীনতার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র সবাইকে মিলে মোকাবেলা করতে হবে।গত শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এমপি আবু জাহির বলেন, স্বাধীনতা বিরোধী চক্র জানে যে শেখ হাসিনা ক্ষমতায় না এলে এদেশে যুদ্ধাপরাধীদের বিচার ...