Category Archives: শেষের পাতা

হবিগঞ্জে নদীগুলোর অস্তিত্ব বিপন্ন

হবিগঞ্জ প্রতিনিধি : খোয়াই, সুতাং, কুশিয়ারা,  সোনাই, করাঙ্গী, ঝিংড়ি, ভেড়ামোহনা, বরাক, বিজনা প্রভৃতি শৈল্পিক নামের নদীগুলো হবিগঞ্জ জেলাকে মায়ের মতোই আঁচল দিয়ে ঘিরে রেখেছে। কিন্তু ভূমি ও বালু দস্যুদের বেপরোয়া তাণ্ডবসহ সুনির্দিষ্ট কিছু কারণে মারূপী নদীগুলোর অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। হবিগঞ্জের খোয়াই নদী একসময় খরস্রোতা নদী ছিল। উজানে ভারত সরকারের পানি সীমিতকরণ, দেশের প্রভাবশালী মহল দ্বারা দখল, ড্রেজিং না হওয়া ইত্যাদি কারণে নদীটির ধারা দিন দিন ক্ষীণতর হয়ে যাচ্ছে। অথচ এই নদীর উপর নির্ভরশীল জেলার কৃষি ও বাণিজ্যের বিশাল একটি অংশ। নদী থেকে অবাধে চলছে    বালু উত্তোলন। নদীর বিভিন্ন স্থানে অর্থলোলুপরা প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ উঁচু-নিচু হয়ে পড়েছে। বালু উত্তোলনকারীরা তলদেশের পরিবর্তে দু’পাশের বাঁধের ...

বাহুবলের চিচিরকোট প্রাথামিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:বাহুবল উপজেলার চিচিরকোট সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসী গত ১০ ডিসেম্বর ম্যানেজিং কমিটির সদস্যসহ অভিভাবকরা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অভিযোগ দিয়েছেন। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মোঃ আবু তাহের ওই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অনিয়ম ও দুর্নীতি বেড়ে যায়। সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যালয় তালাবদ্ধ থাকে। এলাকাবাসী শিক্ষক শিক্ষিকাদের বলেও কোন কাজ হয়নি।  নিয়মিত তারা ক্লাসও করছেন না। শুধু তাই নই বার্ষিক পরিক্ষাও শুরু হচ্ছে বিলম্বীতভাবে। ফলে শিক্ষার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। প্রায় তিনশত ছাত্র/ছাত্রীর জীবন হচ্ছে বিপন্ন। ৭ জন শিক্ষক-শিক্ষিকা থাকলেও নিয়মিত বিদ্যালয়ে আসেন না কেউই। ম্যানেজিং কমিটির সদস্য আজিজুর রহমান ও কাউছার মিয়া জানান, প্রধান ...

গোপেন্দ্র লাল দাসের পরলোকগমনে শোক

বিজ্ঞপ্তি .. চুনারুঘাট উপজেলার শ্রীরামপুর এলাকার প্রাক্তন শিক্ষক গোপেন্দ্র লাল দাস (৫৫) গত শুক্রবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে পরলোকগমন করেছেন (দিব্যান লোকন স গচ্ছতু-তিনি-দিবালোকে গমন করেছেন)। তিনি পরলোকগমন কালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাত-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। পরদিন শনিবার চুনারুঘাট উপজেলার শ্রীরামপুর গ্রামের শ্মশানে গোপেন্দ্র লাল দাসের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। প্রাক্তন শিক্ষক পোপেন্দ্র লাল দাসের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে শেষ শ্রদ্ধা জানান চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাসগুপ্ত, নোয়াপাড়া বাজার শিমু ষ্টুডিও প্রোঃ নির্মল বন্ধুদাস।

বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কাজল বেগম

মাধবপুর প্রতিনিধি .. মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী কাজল বেগম।শুক্রবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে চৌমুহনী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনীর ছাত্রী কাজল বেগমের সঙ্গে  একই উপজেলার বহরা গ্রামের সোহাগ মিয়ার সঙ্গে বিয়ে ঠিক হয়। শুক্রবার দুপুরে বিয়ের আয়োজন করা হলে     এ সংবাদ পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে মেয়ের বাবা কে আটক করা হয়। পরবর্তীতে কাজলের বাবা আব্দুর রউফ মুছলেখা দিলে তাকে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় বিকাশ কোম্পানীর বি.এস.এ গুরুতর আহত

স্টাফ রিপোর্টার.. চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কে পীরেরবাজার নামক স্থানে মোটরসাইকেল ও ইট ভাঙ্গার টলির মুখোমুখি সংঘর্ষে বিকাশ কোম্পানীর বি.এস.এ সজল দাশ গুরুতর আহত হয়েছে। তাকে প্রথমে চুনারুঘাট হাসপাতালে ও পরে আশাংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট আসার পথে পীরেরবাজার পৌছলে অপর দিক থেকে আসা  ইট ভাঙ্গার টলির ও মোটরসাইকেলেরে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে সজল  মারাত্মকভাবে   আহত হন এবং  তার মাথায় ও পায়ে হাড় ভেঙ্গে যায়।  তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওই ঘাতক অবধৈ টলির ড্রাইবার ঘটনাস্থলেই পালিয়ে যায়। সজল দাশ চুনারুঘাট উপজেলার পীরের গাও গ্রামের মৃত জীতেন্দ্র দাসের ছেলে । তিনি ...

আহম্মদাবাদ ইউনিয়নের স্যানিটেশন প্রকল্প পরিদর্শন করলেন ১৯ ইউপি চেয়ারম্যান

আমুরোড প্রতিনিধি...চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের স্যানিটেশন প্রকল্প পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান গোলাফ হোসেন, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান মেজবা উদ্দিনসহ দিরাই ও জামালগঞ্জ উপজেলার ইউনিয়ন চেয়ারম্যানদ্বয় নুরুল হক তালুকদার, আহাদ মিয়া, আইয়ুব আলী খাঁন, জাহাঙ্গীর চৌধুরী, আঃ সালাম, বোরহান উদ্দিন, সবুজ আলম, আবুল হোসেন খাঁন, বিশ্বজিৎ সরকার, মতিউর রহমান, সিরাজুল হক তালুকদার, ফয়জুল আলম মোহন, রেজাউল করিম শামীম, আঃ মান্নান তালুকদার, সুবল চন্দ্রদাস, ডাসকো ইন্টারনেশনাল এর প্রজেক্ট ম্যানেজার আহসান হাবিব শাকিব, আশা এর এডমিনিস্টেটর মোস্তাফিফুর রহমান চৌধুরী, সিনিয়র ট্রেনিং অফিসার মিজানুর রশীদ চৌধুরী, এড়িয়া ম্যানেজার শংকর গুহ, আমুরোড বাজার কমিটির সভাপতি ও বীর-মুক্তিযোদ্ধা আঃ রহমান আজাদ, স্থানীয় আওয়ামীলীগের ...

বড় মিয়া ও আঙ্গুরের অপকর্মের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা

রফিকুল হাসান চৌধুরী তুহিন ..অবশেষে সকল জল্পনা-কল্পনাই কি সত্যি হতে চলছে। নাকি ৭১’এ লাখাইয়ের কৃষœপুরসহ নানা স্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সাথে অভিযুক্ত রাজাকার আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী আসলেই জড়িত কিনা তা জুড়ালো ভাবে খতিয়ে দেখা হবে লাখাইবাসী এমনটিই প্রত্যাশা ছিল হবিগঞ্জে আগত আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিস্ট তদন্ত কর্মকতার নিকট। কিন্তু পূর্ব নির্ধারিত তদন্ত অকসাৎ থমকে যাওয়ায় জনমনে এখন নানান প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। ৭১’সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে জেলার লাখাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুড়াকড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে অসংখ্য মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষ হত্যা-নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে সংশ্লিস্ট উপজেলাধীন কৃষœপুর গ্রামের বাসিন্দা সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি লিখিত অভিযোগ করলে তা ট্রাইবুলালের তদন্ত সংস্থা ...

হবিগঞ্জে দুস্থ ও অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খন্দকার আলাউদ্দিন .. হবিগঞ্জে দুস্থ ও অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর লন্ডন প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন। গত শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের জি এম ভিলা কোর্ট স্টেশন রোড মোহনপুর আবাসিক এলাকায় অবস্থিত নিজ বাসভবনে তিনি এই শিতবস্ত্র বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাজাহান খান, ফরিয়াদ চৌধুরী, জাকির হোসেন, মাওলানা আলহাজ্ব আব্দু সালাম,  বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল  কুদ্দুস, সবুজ মিয়া, মোঃ আজগর আলী, আলমগীর কবির, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ও জেলা যুবলীগ নেতা শাহজাহান কবির, নাজমুল আলম পারভেজ, আরব আলী, হাফিজুর রহমান, কুতুব উদ্দিন, ফজলু মিয়া, নানু মিয়া, মালেক মিয়া, বাচ্চু মিয়া, আলী হোসেন, ধনু, তাউছ মিয়া প্রমূখ।

মাধবপুরে ভন্ড পীরের আস্তানা

মাধবপুর প্রতিনিধি .. মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর সীমান্তের ভারতীয় কাঁটা তারের ভেড়া সংলগ্ন স্থানে ভূয়া মাজারকে কেন্দ্র কর ভন্ড পীরের আস্তানা গড়ে ওঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৬-৭ মাস পূর্বে কিশোরগঞ্জ জেলার বায়েজীদপুর থেকে সুফল শাহ নামে এক ভন্ড পীর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আঃ শহীদ মিয়ার বাড়ীতে আশ্রয় নিয়ে রাতারাতি সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন স্থানে একটি ভূয়া মাজার সৃষ্টি করে। এই ভূয়া মাজারকে তিনি লেংটা অলি কাঞ্চন শাহ বাবার মাজার হিসেবে এলাকায় প্রচার করতে থাকেন। এলাকায় তিনি মাজার কে›ন্দ্রীক কয়েকজন দালালও সৃষ্টি করেন, যারা তাকে কামেল ওলি হিসেবে প্রচার করতে থাকেন। এলাকার প্রবীণ  মুরুব্বিদের সঙ্গে মাজার সম্পর্কে জানতে চাইলে তারা কেউই এই এলাকায় কাঞ্চন শাহ নামের কোনো ...

আসামপাড়ায় নিজের চালিত টেম্পুর নিচে প্রাণ গেল সুজনের

মোঃ ফারুক মিয়া .. চুনারুঘাটের উপজেলা আসামপাড়া সড়কে এক টেম্পু চালক নিহত হয়েছে। নিহত টেম্পুর চালক সুজন (১৭) গাজিপুর ইউপির জারুলিয়া গ্রামের দিদার মিস্ত্রীর পুত্র। প্রত্যক্ষদর্শী সাজ্জাদুর রহমান জানান সকাল ৭ ঘটিকায় ডিজেল ইঞ্জিন চালিত টেস্পু নিয়ে চালক সুজন মিয়া আসামপাড়া থেকে ছেড়ে এসে ইছালিয়া ব্রীজের কাছে পৌছলে রেমা চা-বাগান সড়ক হইতে একটি দ্রুতগামী মোটর সাইকেল পাশ কাটাতে চাইলে সুজন তার গাড়ীর গতি রোধ করার চেষ্টা  করলে টে¤পুটি উল্টে যায়।এতে ঘটনাস্থলেই  সুজন নিহত হয়। পরে লোকজন লাশ উদ্ধার করে সুজনের বাড়িতে নিয়ে আসে। পরে ইউপি চেয়ারম্যান কে অবগত করে লাশ দাপনের ব্যবস্থা করা হয়। এ রিপোট লেখা পর্যন্ত নিহত চালক সুজনের পরিবারে শোকের মাতম চলচিল।

চুনারুঘাটে পাচারকারী গাছ চোর চক্রটি বে-পরোয়া

স্টাফ রিপোর্টার ... চুনারুঘাটে পাচারকারী গাছ চুর চক্রটি বে-পরোয়া হয়ে উঠেছে। চক্রটি গত বৃহস্পতিবার রাতে চুনারুঘাট আসামপাড়া চড়কের গঙ্গানগর এলাকা থেকে আরও ৩টি গাছ চুরি করে কেটে নিয়েছে। চক্রটি দিনদিন শক্তিশালী হয়ে গড়ে উঠেছে। এ ব্যাপারে প্রশাসনিক ও বন বিভাগে কর্মকতাদেরর মাথা ব্যাথা আছে বলে মনে হচ্ছে না।গত রবিবার রাতে একই স্থান থেকে ৯টি  আকাশী গাছ গাছ চোরেরা কেটে নেয়। এ বিষয়টি প্রত্রিকায় প্রকাশ হওয়া পরও বন বিভাগের কর্মকর্তারা নীরব। তাদের কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। সূত্র জানায়.গাছ পাচারকারী চক্রটি  বন বিভাগের সাথে যোগ সাজস রয়েছে। এতে পাচারকারী চক্র প্রতিনিয়ত গাছ পাচারে সক্রিয় হয়ে উঠেছে। ্এ দিকে সরকার হারাচ্ছে লাক্ষ লাক্ষ টাকা রাজস্ব আয়। অন্যদিকে ধানি জমিতে গাছ কেটে ফেলায় ...

হাওয়ায় চলা মোটরসাইকেলের উদ্ভাবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি..ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাতাসে চলা মোটরসাইকেলের উদ্ভাবক হাফেজ নুরুজ্জামান (২৬)। রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান। এসময় আরো তিনজন নিহত হয়েছে। হাফেজ নুরুজ্জামান চট্টগ্রাম শ্যামলী পলিটেকনিকেল ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র এবং হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের সৈয়দ আলী ও রোকেয়া বেগমের ছেলে। তিন ভাই তিন  বোনের মধ্যে নুরুজ্জামান সবার ছোট। নুরুজ্জামানের মামা আকরাম আলী বলেন, ভাগ্নে নুরুজ্জামান বাতাস চালিত মোটরসাইকেল উদ্ভাবন করেছে। কোনো তেল, গ্যাস বা পেট্রোল ছাড়াই চলবে এটি। যা পরিবেশের কোনো ক্ষতি করবে না। আকরাম আলী জানান, গত ৫ মার্চ হবিগঞ্জ টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাতাস চালিত মোটরসাইকেলের প্রদর্শণ করে। এসময় আনুষ্ঠাকিভাবে মোটরসাইকেলে চড়েও সে। ...

মাধবপুরে মাদক সম্রাট আলী আকবর গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি ... মাধবপুর থানা পুলিশ শনিবার রাতে মাদক সম্রাট আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিল ও ১০ পিচ ইয়াবা সহ মাদক সম্রাট আলী আকবর কে গ্রেফতার করেছে। থানার এসআই শামস্-ই-তাব্রীজ জানান, ওইদিন রাত সাড়ে ৮ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার মৃত দিল্লর আলীর ছেলে মাদক সম্রাট আলী আকবরের বাড়ির পুকুর পাড়ে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ও ৪ বোতাল ফেনসিডিল সহ আলী আকবর কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মাধবপুরে নিখোঁজ মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি ...মাধবপুর উপজেলার জগদিশপুর চা বাগানের মোটর সাইকেল চালক রমজান আলী (৩৩) নিখোঁজ হওয়ার ৬ দিন পর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মোটর সাইকেল টি এখনও উদ্ধার হয়নি। রোববার সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের অলিপুর নামক স্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। পুলিশের ধারনা মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে দূর্বত্তরা তাকে হত্যা করে লাশ মহাসড়কের পাশে ফেলে রাখে।  মাধবপুর উপজেলার জগদিশপুর চা বাগানের আব্দুল আউয়ালের ছেলে  নিহতের ভাই হুমায়ুন মিয়া জানান, তার ভাই রমজান আলী ভাড়ায় মোটার সাইকেল চালাত। গত ২৪ নভেম্বর সন্ধ্যায় একজন যাত্রী নিয়ে জগদিশপুর তেমুনিয়া থেকে উত্তর দিকে যায়। এরপর থেকে তার খোজে পাওয়া যাচ্ছিল ...

সামাজিক উন্নয়নের প্রতিষ্ঠাতা রমিজ উদ্দিন আর নেই

স্টাফ রিপোর্টার ...চুনারুঘাট পৌরসভার সদ্য প্রয়াত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর ভগ্নিপতি হবিগঞ্জ মহকুমার প্রতিষ্ঠাকালীন ছাত্রলীগের সভাপতি মোঃ রমিজ উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না....রাজিউন। গত শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের বড়াইল গ্রামস্থ তার নিজ বাসভবনে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি রমিজ মডেল ও সামাজিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি হোম সেভিং ব্যাংক নামে প্রতিদিন অর্থ জমা রাখার পদ্ধতি আবিস্কার করে খ্যাতি অর্জন করেন। তার মৃত্যুতে চুনারুঘাটে শোকের ছায়া নেমে আসে। তিনি প্রয়াত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফারুক উদ্দিনের ভগ্নিপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ১ কন্যাসহ অনেক গুনগাহী রেখে গেছেন। গত শনিবার বাদ জোহর চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামায শেষে পারিবারিক ...

গুরুন শাহ ও খাজা উদ্দিন শাহ এর ওরুশ মোবারক ২৫ নভেম্বর

মিরাশী প্রতিনিধি .. চুনারুঘাটের মিরাশী ইউনিয়নের সাত্তালিয়ার গুরুন শাহ ও খাজা উদ্দিন শাহ’র ২য় বার্ষিকী ওরশ মোবারক আগামী ২৫ নভেম্বর মোতাবেক ৮ অগ্রহায়ন ১৪২১ তারিখে ইয়াকুত মিয়ার বাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা মৃত আঃ নুরের বড়ছেলে ইযাকুত মিয়া তালুকদার প্রতি বছর পবিত্র ওরশ  মোবারকের আয়োজন করছেন। গত বছর প্রথমবার এই ওরশ অনুষ্টিত হয়। উক্ত আশেকানদের আগ্রহে ও অনুরেরধে প্রতি বছর উল্লিখিত তারিখে ওরশ পালন করেন।  বক্ত করায় মাজারের খাদেম ইয়াকুত মিয়ার স্ত্রী মোছাঃ নুর বানু জানান। আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্টিত ওরশে যোগ দেওয়ার সকলকে অনুরোধ জানান ইয়াকুত মিয়ার স্ত্রী নুর বানু খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিগত ২/৩ বছর দরে গুরন শাহ ও খাজা উদ্দিন ওরশ মোবারক ...

চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের শত ভাগ সাফল্য

স্টাফ রিপোর্টার ...চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে এবারো সিলেট বিভাগে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। ৩৯জন ছাত্র/ছাত্র চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস সহ শতভাগ পাশ করেছে। গতকাল সোমবার কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে সারা দেশে স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ফলাফল প্রকাশিত হয়। গত ২৬ সেপ্টেম্বর সারা দেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই ভাবে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার সহ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদিত হবিগঞ্জের ১৩টি প্রতিষ্ঠানের ৬ শতাধিক ছাত্র/ছাত্রী হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যান্য প্রতিষ্ঠান সমূহে অকৃতকার্য হলেও ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৩৯জন ছাত্র/ছাত্রীই এ-প্লাস পেয়ে কৃতকার্য হয়েছে। কৃতকার্যরা শিক্ষার্থীরা হলো- নুরুজ্জামান (ঊসাইনগর), আশরাফুল ইসলাম ...

মাদকমুক্ত যুব সমাজ গড়তে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার

স্টাফ রিপোর্টার... চুনারুঘাট-মাধবপুর এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন, যে কোন মুল্যে যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে হবে। কারণ যুবকরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। যুব সমাজ ধ্বংস হলে গেলে দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। তিনি গত শনিবার সকালে চুনারুঘাট উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত সীমান্ত এলাকায় সচেতনতামুলক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।  তিনি সীমান্তে অনুপ্রবেশ, মাদক পাচার রোধ, গরু চুরিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে বিজিবিকে আরো সতর্ক হওয়ার আহবান জানান। একই সাথে জনপ্রতিনিধিসহ এলাকাবাসীকে এগিয়ে আসার আ্হবান জানান। শ্রীমঙ্গলস্থ বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং মেজর জোবায়ের আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ...