প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।

 

রোহিঙ্গাদের ফেরাতে প্রস্তুতি সম্পন্ন প্রথম ধাপে হিন্দু শরণার্থীদের নেবে মিয়ানমার

অনলাইন ডেস্ক: রোহিঙ্গাদের ফেরাতে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভা ও রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের পৃথক সভায় বিস্তারিত আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হয়। সূত্র জানায়, দুই বৈঠকেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। গত ২৩ নভেম্বর সই হওয়া দ্বিপক্ষীয় চুক্তির আলোকে পরবর্তী মাঠ পর্যায়ের কার্যক্রমের চুক্তি হবে। ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টের খসড়া এখন মিয়ানমারকে পাঠানো হবে। আগামী মাসে জয়েন্ট ওয়াকিং গ্রুপের প্রথম বৈঠকে এটি  সই হতে পারে।  সূত্র আরো জানায়, দুই দেশের স্বাক্ষর করা চুক্তির শর্ত অনুযায়ী জানুয়ারির মধ্যে প্রত্যাবাসন শুরুর যে সময়সীমা রয়েছে তা ধরেই সব প্রস্তুতি চলছে। মিয়ানমার প্রস্তাব মেনে নেওয়ায় এখন প্রত্যাবাসন শুরু করার ক্ষেত্রে খুব একটা জটিলতা নেই। প্রত্যাবাসনের প্রথম ধাপে হিন্দু রোহিঙ্গাদের নেবে ...

নতুন ‘নেইমার’কে নিয়ে টানাটানি

ক্রীড়া ডেস্ক:ব্রাজিলের ডেভিড নেরেস, ২০ বছর বয়সেই বিশ্বের নামি-দামি ক্লাবের নজরে পড়ে গেছেন। খেলার দক্ষতা অনেকটা নেইমারের মতো বলে তাকে আরেক নেইমার ভাবা হয়। ইতোমধ্যে এই এজ্যাক্স তারকাকে নিয়ে টানাটানি। রীতিমত ত্রিমুখী যুদ্ধে নেমেছে প্রিমিয়ার লিগের তিন ফেভারিট ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল এবং টটেনহ্যাম। গত জানুয়ারির ট্রান্সফারে ১১ মিলিয়ন পাউন্ডে নেরেসকে দলে ভেড়ায় ডাচ ফুটবল ক্লাব এজ্যাক্স। যোগ দেওয়ার পর দারুণ নৈপুণ্যে নিজেকে বসান লাইমলাইটে। এখন পর্যন্ত তার ঝুলিতে জমা পড়েছে ১৬ ম্যাচে ৮ গোল ১১ অ্যাসিস্ট। নেরেসের ঝলমলে পারফরম্যান্স দেখে ব্রাজিলের এক জনপ্রিয় সাংবাদিক তাকে পিএসজি স্টার নেইমারের সঙ্গে তুলনা করেন। ইংলিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’ জানিয়েছে, আগামী সামার ট্রান্সফারের আগে নেরেসকে ছাড়বে না বর্তমান দল এজ্যাক্স। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে কেনা মূল্যের ...

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক: ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ  (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সকাল ১০-১২টা পর্যন্ত দেশের মোট ২৮৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি জানিয়েছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে সারাদেশের ২৮৩টি কেন্দ্র তিন লাখ ৪৬ হাজার ৫৩২ প্রতিযোগী অংশ নেয়ার কথা রয়েছে। এর মধ্যে ঢাকায় রয়েছে ১৬২টি কেন্দ্র। অন্যান্য বিবিএস পরীক্ষার তুলনায় এবার আবেদন পড়েছে সর্বোচ্চ। ৩৭তম বিসিএসে অংশ নেয় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন। পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কড়া নজরদারি বসানো হবে বলে পিএসসি সূত্রে জানা গেছে। প্রশ্নফাঁস রোধে বেশ কয়েক সেট প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। কেন্দ্রগুলোতে গোয়েন্দা, র্যা ব, পুলিশ ও আনসারসহ চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোথাও ...

শায়েস্তাগঞ্জে ৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জুয়া খেলার সরঞ্জামাদীসহ ৬ জুয়ারীকে আটক করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে ডিবির ওসি শাহ আলমের নেতৃত্বে এসআই আব্দুল করিমসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের সুরুজ আলীর বাগানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করে। আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার তৈলগাও গ্রামের জমরুত মিয়া (৫০), শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আলফু মিয়া (৪০), আবুল হাশেমের পুত্র ইরাজ মিয়া (৪৮), জগন্নাথপুর গ্রামের রইছ মিয়ার পুত্র ওমর আলী (৩২), মৌলভীবাজার জেলার গবিন্দপুর গ্রামের সুপেন্দ্র রায়ের পুত্র সাগর রায় (৩৪) ও মৃত সাফু মিয়ার পুত্র সৈয়দ আলী (২৫)। এ সময় জুয়া খেলার ৪টি বোর্ড, নগদ ১১ হাজার ৭শ টাকা এবং একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-১৫-০৩৪৫) জব্দ করা ...

মাধবপুরে এসআই ছুরিকাঘাতের ঘটনায় আরো গ্রেফতার ২

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিন কে দূর্বত্তদের ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আন্তজেলা ডাকাতদলের ২ সদস্য কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের মৃত খুর্শেদ মিয়ার ছেলে হারিছ মিয়া (৩৫), একই উপজেলার চাপড়তলা গ্রামের সুজন মিয়ার ছেলে চনু মিয়া (৩২)। থানার এসআই মমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর রাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক চুরি , ডাকাতির মামলা রয়েছে। তারা আন্তজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। গত ১১ ডিসেম্বর রতনপুর  ছাতিয়াইন সড়কে ডাকাতির প্রস্তুতির  সময় ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিন ডাকাতদলের কবলে ...

চুনারুঘাটে পরিবার কল্যাণ ও সেবা সপ্তাহ পালনে এ্যাডভোকেসি সভা।

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ সারাদেশের ন্যায় চুনারুঘাটে পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক এ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ১নং গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খাঁন, ৮নং ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, ১০ মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, প্রেসকাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম প্রমুখ। বক্তব্যে পরিবার কল্যাণ কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস তালুকদার পরিবার কল্যাণও সেবা বিভিন্ন দিক স্লাইজের মাধ্যমে তুলে ধরেন।

হবিগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি(হবিগঞ্জ): হবিগঞ্জ-সদর লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র উদ্যোগে এবং সদর উপজেলা পরিষদের আয়োজনে ৩শ’ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। সংবর্ধনা অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা মহান বিজয় অর্জনের জন্য ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করেছি। অনেকেই সেই যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আর আমরা যারা বেচে আছি এর অনেকেই আঘাতপ্রাপ্ত। স্বাধীনতার ৪৫ বছরে পেরিয়ে গেছে। কিন্তু একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই আমাদের খোঁজ-খবর রাখে। ...

হবিগঞ্জ পৌরসভায় ৩ স্থায়ী কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি (হবিগঞ্জ): হবিগঞ্জ পৌরসভায় ৩ টি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পৌরভবনের সভাকক্ষে স্থায়ী কমিটির প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। পরে একে একে অনুষ্ঠিত হয় অন্যদুটি সভাও। স্থায়ী কমিটিগুলো হলো যথাক্রমে মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক স্থায়ী কমিটি, নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি এবং স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটি। তিনটি সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সভাপতিগন। তারা হলেন যথাক্রমে পৌরকাউন্সিলর মোঃ আবুল হাসিম, পিয়ারা বেগম ও খালেদা জুয়েল। প্রতিটি সভায় পদাধিকার সদস্য হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মেয়র আলহাজ্ব জি, কে গউছ তার বক্তৃতায় বলেন নাগরিক সেবার মান আরো উন্নত করতে হবিগঞ্জ পৌরএলাকায় স্বাস্থ্য, স্যানিটেশন এবং নারী ও শিশুর স্বাস্থ্য রক্ষায় ...

শায়েস্তাগঞ্জে ৯৮ প্রার্থী ভোটযুদ্ধে: নির্বাচন কাল

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন ৯৮ প্রার্থী। আগামীকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২১ জন ও সাধারণ আসনের মেম্বার পদে ৬৪ জন প্রার্থী হয়েছেন। সূত্র জানায়, নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৮ ও সাধারণ আসনের মেম্বারপ্রার্থী ২৮ জন। ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১৩ ও সাধারণ আসনে মেম্বার প্রার্থী ৩৬ জন। নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (ধানের শীষ) আওয়ামী লীগ মনোনীত মো. মুখলিছ মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আ. কাইয়ুম ফারুক (আনারস), মো. ফজলুল করিম (চশমা) ও সৈয়দ ফুরকান আলী ...

মাধবপুরে গাঁজাসহ পিকআপ ভ্যান আটক

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার মাধবপুরে ১৫০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্দিউড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও বহনকৃত পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ন- ১১-১৯৯৪) আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লাখাইয়ে বিষপানে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় রায়হান মিয়া (১২) নামের এক কিশোর বিষাক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। সে উপজেলার মুড়িয়াউক গ্রামের রাজন মিয়ার পুত্র। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সকলের অগোচরে বিষপানে ছটফট করতে থাকে রায়হান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে লাখাই থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। রায়হানের পিতা জানান, অভাব অনটনের সংসারে লেখাপড়ার পরিবর্তে রায়হান চায়ের দোকানে কাজ করতো। দোকান মালিক সম্প্রতি তাকে তাড়িয়ে দেয়। তবে কি কারণে সে বিষপান করেছে তা তিনি জানাতে পারেননি। এসআই আব্দুর রহমান জানান, বিষপানেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে ...

নবীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি,( হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরচড় বাজারের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হল বাহুবল উপজেলার দক্ষিন ভবানীপুর গ্রামের আহম্মদ আলীর পুত্র সুজন মিয়া (২৫) ও একই উপজেলার আব্দানারায়ণ গ্রামের মোঃ লাল মিয়ার পুত্র কামাল মিয়া (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) আহসান হাবিব এর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউম্দা ইউনিয়নের বড়চর বাজারের একটি দোকানের সামনে অভিযান চালায়। এসময় একটি প্যাকেটে ৫শ পিস ইয়াবাসহ দুই  মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)শাহ আলম ...

চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১২১ জন ছাত্র-ছাত্রীকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের ল্যাবে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এম এ মতিন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ব্যাংক কর্মকর্তা মোঃ রায়হান উদ্দীন, বনলতা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মানিক চন্দ্র দেব। হাজী আব্দুল জব্বার জি.এল একাডেমীর অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ ইসমাঈল মিয়া। ...

মাধবপুর প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত কাউছার সভাপতি, সাব্বির সেক্রেটারী

হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের দ্বি -বার্ষিক নির্বাচনে কাউছার মোল্লা (ডেসটিনি) সভাপতি ও সাব্বির হাসান (দৈনিক প্রভাকর) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন খাঁন (দৈনিক আয়না) মোঃ আবুল খায়ের (দৈনিক নয়াদিগন্ত) যুগ্ম সম্পাদক ফরাশ উদ্দিন পিন্টু (দৈনিক তরফবার্তা) নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ চলে। বিকালে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার রোকনউদ্দিন লস্কও ফলাফল ঘোষনা করেন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্ত্তী, ওসি তদন্ত কাওসার আলম উপস্থিত ছিলেন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইয়ূব খাঁন, রাজীব দেব রায় রাজু।

শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ১০

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামকস্থানে ম্যাক্সিগাড়ী উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী ম্যাক্সিগাড়ীটি অলিপুর থেকে যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ যাছিল। পথিমধ্যে বিকট শব্দে গাড়ী স্প্রীং ভেঙ্গে উল্টে যায়। এতে উল্লেখিত সংখ্যক যাত্রী আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীনের নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

চুনারুঘাটে বিজিবির অভিযানে মাদক বহনকারী মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা আলীনগর চা-বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বহনকারী একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। বিজিবি৫৫ ব্যাটলিয়ন বাল্লা ক্যাম্পের কমান্ডার সুবেদার আঃ আজিজ জানান, ১৮ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটায় বিজিবির নিজস্ব সংবাদ দাতার সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওই স্থানে অভিযান চালায় একদল বিজিবি। এ সময় বিজিবির আঁচ পেয়ে বহনকারী পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেন যার নং ঢাকা মেট্রো ল -২৩-৭৯২৩ এবং ঘটনা স্থলেই উপস্থিত জনতার সীজার করে মোটরসাইকেলটির সিট কাভারের ভিতর ৬ বোতল ভারতীয় মদ ফেনসিডিল পান। পরে, অবৈধ মালামাল বহনের দায়ে অজ্ঞাতকে আসামী করে সুবেদার আঃ আজিজ বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এবং আটককৃত ...

এবার ভ্রমণ ভিসা দেবে সৌদি আরব

প্রথমসেবা ডেক্সঃ নারীদের ওপর গাড়ি চালানোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবার ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব।এ উপলক্ষে ইতিমধ্যে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটি। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, আপাতত গ্রুপভিত্তিক ভ্রমণ ভিসা দেয়া হবে। তবে এ ভিসা পেতে হলে অনুমোদিত ট্যুর অপারেটরের মাধ্যমে আবেদন করতে হবে। তাবুক ট্যুরিজম ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ মেম্বার জামাল আল ফাখরি বলেন, অনুমোদিত এজেন্সিগুলোর মধ্যে একটি হতে পারে তাবুক। এ ভিসা চালু হলে ভ্রমণপ্রিয়দের দারুণ গন্তব্য হবে সৌদি আরব। ভ্রমণ ভিসা চালু হলে সৌদি আরবে বেসরকারি বিনিয়োগ বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থান হবে। সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রুস্তম-আল-কুবাইশি বলেন, সৌদি আরবে অনেক দক্ষ কর্মী আছে। অনেক কর্মীরা বিদেশি ভাষা জানে। ভ্রমণ ভিসা চালু হলে ...

চুনারুঘাটে রোপা আমনে পোকা ॥ কৃষকেরা হতাশ

নাজিরুজ্জামান শিপন ॥ চুনারুঘাট উপজেলার কৃষকদের রোপা আমন ফসলে ব্যাপক ভাবে মাজরা সহ বিভিন্ন ধরনের পোকায় আক্রান্ত হচ্ছে। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি বছরে ১৯ হাজার ২শ ৪৩ হেক্টর জমি আমন চাষাবাদের জন্য নির্ধারণ করা হয়। এর মধ্যে ১৮ হাজার ৬ শ হেক্টর জমি চাষাবাদ করা হয়। তথ্য প্রকাশ গত বছরের চেয়ে ১শ হেক্টর বেশী চাষ করা হয়েছে। কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার জানান চলতি মৌসুমে আবহাওয়ার অনুকূলে ও সময় মত বৃষ্টিপাত হওয়ার কারণে কৃষকরা চাষাবাদ বেশি করতে সক্ষম হয়েছে। একাধিক কৃষক এ প্রতিনিধি কে জানান, আমন ধানের চারা রোপনের কিছু দিন পর থেকেই মাজরা সহ নানা জাতিয় পোকায় আক্রান্ত জমি। বর্তমানে আমন ফসলে থোর আসতে শুরু করেছে। ...