
গ্লিটজ ডেস্ক : ‘ডন’ ও ‘ডন টু’তে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বাজিমাত করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু মুম্বাই সিনেপাড়ায় জোর গুজব, ‘ডন’ সিরিজের নতুন সিনেমায় থাকছেন না তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, ‘ডন’ সিরিজের পরবর্তী সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন নির্মাতারা। ইতোমধ্যেই ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছেন তারা।
অবশ্য এই খবরকে স্রেফ গুঞ্জন বলেই দাবী করছেন ‘ডন’ সিরিজের প্রযোজক রিতেশ সিধওয়ানি। টুইট করে তিনি লেখেন, "এই মুহূর্তে ‘ডন থ্রি’ নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সবাইকে জানিয়ে রাখি, এর কলাকুশলী বদলাচ্ছে না। আপাতত চিত্রনাট্য লেখার কাজে ব্যস্ত আছি আমরা।" অপরদিকে ‘ডন’ সিরিজ সংশ্লিষ্ট এক সূত্র বলছে, কলাকুশলীরা না বদলালেও যোগ হতে পারে নতুন কেউ। ক্যাটরিনার সঙ্গে ...