Daily Archives: October 10, 2015
ধরা পড়লেন সুজান-অর্জুন

নবীগঞ্জে সংর্ঘষ ও হামলায় সাবেক মেম্বার নিহত- দাফন সম্পন্ন
মোঃ আলমগীর মিয়া নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার দেবাপাড়া ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের গত বৃহস্পতিবার সন্ধ্যায় দু’দল লোকের সংঘর্ষে সাবেক মেম্বার মধু মিয়া (৫০) নামের একজন নিহত হয়েছে। এসম আরো ১০/১২ জন আহত হয়েছেন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। জানাযায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের রস্তুমপুর গ্রামের জাহির উদ্দিন ও নিহত সাবেক মেম্বার মিয়ার লোক জনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারনে বিরোধ চলে আসছিল। গত কয়েক দিন পূর্বে জাহির উদ্দিন একটি বিল্ডিং থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে যুবক যুবতি জনতার হাতে আটক হন। এসব অনৈতিক কাজের প্রতিবাদ করেন মধু মিয়াসহ তার লোকজন।এখবর শুনে জাহিদ উদ্দিনের লোকজন মধু মিয়াসহ তার লোকজনকে অকথ ভাষায় গালিগালজ করেন। এনিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে ...