Daily Archives: October 26, 2015
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ হবিগঞ্জে ৪ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জ প্রতিনিধি : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তৎকালীন পূর্ব পাকিস্তান নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা মোঃ সফি উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৭ এর আদালতে মামলাটি দায়ের করেন মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস কামাল। বিচারক মোঃ কাউসার আলম মামলাটি তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্র্রাইব্যুনালের তদন্ত শাখার প্রধান সমন্বয়ক বরাবরে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মাওলানা সফি উদ্দিন লাখাই উপজেলার মানপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। মামলার অপর আসামীরা হলেন একই উপজেলার মুড়িয়াউক গ্রামের মোঃ জাহিদ মিয়া ও মোঃ তাজুল ইসলাম ওরফে পোকন রাজাকার এবং জিরুন্ডা গ্রামের মোঃ ছালেক মিয়া ওরফে ছায়েক মিয়া। মামলার বাদী মুক্তিযুদ্ধকালীন লাখাই উপজেলার কমান্ডার ও বিটিসিএল এর সাবেক পরিচালক ...
চুনারুঘাট পৌরসভায় আগাম নির্বাচনী হাওয়া সংরক্ষিত নারী প্রার্থীরা নীরব
ইসমাইল হোসেন বাচ্চু : চুনারুঘাট পৌরসভার নির্বাচনী হাওয়ার দুলনায় দুলছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পৌর শহরে বিভিন্ন অলি-গলি ও জানা-অজানা অনুষ্ঠানে চষে বেড়ালেও সংরক্ষিত কোনো নারী প্রার্থীদের পদচারণা এখনও চোখে পড়েনি। গত নির্বাচনে সংরক্ষিত আসনে যেসব প্রার্থী বিজয়ী হয়েছিলেন তাদের অনেকেই চুপটি মেরে বসে রয়েছেন। কারণ গত নির্বাচনের পূর্বে সংরক্ষিত মহিলা প্রার্থীরা যেভাবে ওয়াদা দিয়েছিলেন সে অনুসারে অনেক ওয়াদাই “শুধু প্রতিশ্র“তি” হিসেবে রয়ে গেছে। ফলে ওই প্রার্থীরা এখন ভোটের জন্য ভোটারদের কাছে যেতে অনেকটাই দ্বিধাবোধ করছেন বলে মনে হচ্ছে। সংরক্ষিত আসনে যে তিনজন কাউন্সিলর রয়েছেন তাদেরকেও এ পর্যন্ত কোনো নির্বাচনী বিষয়াদি নিয়ে আলোচনা করছেন না। এমনকি আগামী নির্বাচনে ওই তিনজন কাউন্সিলর প্রার্থী ...
গাছ চোরদের হামলায় রেঞ্জকর্মকর্তা আহত ॥ ৯ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

গাঁজাসহ ৩ পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন অফিসের সামন থেকে ৩০কেজি গাঁজাসহ ৩ পাচারকারীকে জনতা মারধোর করে পুলিশে সোর্পদ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শানখলা-বদরগাজী সড়কের শানখলা ইউনিয়নের সামন দিয়ে ৩ যুবক বেপরোয়া গতিতে সিএনজি যোগে হবিগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি (অটোরিক্সাটি) স্থানীয় জনতার সন্দেহ হলে তাদের গন্তব্য জিজ্ঞেসা করলে পাচারকারীরা পালিয়ে যেতে চেষ্টা করে। ধাওয়া করে তাদেরকে আটক করে স্থানীয় জনতা। আটকৃতরা হল উপজেলার দেওরগাছ ইউনিয়নের নয়ানী বনগাঁও গ্রামের মসকুদ আলীর ছেলে নুরে আলম ওরফে মধু মিয়া (২৬), একই গ্রামের মানিক মিয়ার ছেলে ইমদাদুল হক (২০) ও আব্দুল রউফের ছেলে হারুন মিয়া। এসময় তাদের বহনকারী সিএনজিতে ৩ বস্তায় ৩০কেজি গাঁজা পাওয়া যায়। ...
ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের ৯৫ ছাত্র-ছাত্রীর মাঝে সনদ বিতরণ

শায়েস্তাগঞ্জে ৪ টি দোকানে চুরি লক্ষাধিক টাকার মালামাল লুট
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের দিদার মার্কেটে ৪ টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা চালের টিন খুলে ভেতরে প্রবেশ করে দোকান থেকে নগদ টাকা ও দামী কাপড় সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে শায়েস্তাগঞ্জের রেলওয়ে পার্কিং সংলগ্ন দিদার মার্কেটে। জানা যায়, ওই মার্কেটের ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যাপক ও শায়েস্তাগঞ্জ প্লেসক্লাবের সাবেক সভাপতি ফিরুজুল ইসলাম এর কাপড়ের দোকান, রমিজ মিয়ার দোকান, মতিন মাষ্টারের দোকান ও সোহেল মিয়ার দোকানে এ সকল চুরির ঘটনা সংঘঠিত হয়। ঘটনার পর অধ্যাপক ফিরুজুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে দোকানে তালা দিয়ে তিনি বাসায় যান। পরদিন সকালে দোকানের তালা খুলে ক্যাশ ...
বানিয়াচঙ্গে বীর মুক্তিযোদ্ধা দোলন পান্ডের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে ৯ যানবাহন ও ৩ রেস্টুরেন্টকে জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ৯ যানবাহন ও ৩ রেস্টুরেন্টকে ৬ হাজার ৩শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম ও জেসমিন সুলতানা পৃথক অভিযানে এই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ধুলিয়াখাল এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও যথাযথ কাগজপত্র না থাকায় ৯টি যানবাহনকে ২ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে শায়েস্তাগঞ্জ নতৃন ব্রীজ এলাকার ইকবাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার, চন্দ বসাকের হোটেলকে ১ হাজার ও হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার ভাই ভাই হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পাইপগান, পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

মাধবপুরে বিয়ের প্রলোভন দিয়ে মুক্তিযোদ্ধার মেয়ের সর্বনাশ
মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার এক মুক্তিযোদ্ধার মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে তার সর্বনাশ করা হয়েছে। ধর্ষিতা মেয়ে এখন ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে বিচারের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের এক মুক্তিযোদ্ধা বাড়িতে আসা-যাওয়া করতেন একই গ্রামের রমজান মোল্লা’র ছেলে একরামুল হক (২০)। আসা-যাওয়ার সুযোগে একরামুল হক প্রেমের সম্পর্ক গড়ে তুলে ওই মুক্তিযোদ্ধার মেয়ের সঙ্গে। সর্ম্পকের এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই মেয়ের সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলে একরাম। এতে ওই মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেয় সে। একরামুল হকের পরিবারের কাছেও বিয়ের দাবি জানায়। কিন্তু একরামুল ও তার পরিবার সম্পর্কের কথা অস্বীকার করে তা প্রত্যাখান করে। নিরুপায় হয়ে ...
মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী রোসন আলী গ্রেফতার
মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মমিনুল ইসলাম উপজেলার কাদিরচক গ্রামের মৃত তাইস উদ্দিনের পুত্র রোসন আলী (৪৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ২০১১ সালে একটি মারামারি মামলায় হবিগঞ্জ বিজ্ঞ বিচারক তাকে ১ বছরের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
বাহুবলে শ্রমিক মজলিসের কর্মী সমাবেশকৃষক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান

পদক্ষেপ গণ-পাঠাগারের উপদেষ্টার বিদায় নুরুল ইসলামের সংবর্ধনা
রুবেল মিয়া ॥ চুনারুঘাট উপজেলা সমাজসেবা অফিসার ও পদক্ষেপ গণ-পাঠাগারের উপদেষ্টার বিদায় নুরুল ইসলাম পাটোয়ারিকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পদক্ষেপ গণ-পাঠাগারের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পদক্ষেপ গণ-পাঠাগারের উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মাস্টারের সভাপতিত্বতে সেক্রেটারী আব্দুল আল মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভা মেয়র নাজিম উদ্দিন সামছু। বিশেষ অতিথি ছিলেন ডাঃ নুরুল ইসলাম। ন্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমির সেক্রেটারী আব্দুল ওয়াদুদ খান, পদক্ষেপ গণ-পাঠাগারের সহ-সভাপতি হুমায়ুন কবীর মিলন, সহ-সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী, আব্দুল কাইয়ুম, এমরান ঠাকুর চৌধুরী, ফিরোজ, খসরো, আরমান, সেলিম, কাজল ও রিপনসহ অনেকে। সভায় প্রধান অতিথি মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন, ...
মাধবপুরে ভারতীয় মদ উদ্ধার
মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ হোসেন জানান রবিবার ভোরে বিজিবি ধর্মঘর সিমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
চুনারুঘাট পৌর শ্রমিকদলের সভায় ইসলাম তরফদার তনুকে হবিগঞ্জ পৌর মেয়র প্রার্থী দেওয়ার দাবী
এস এম সুলতান খান : চুনারুঘাট পৌর শ্রমিকদলের সভায় জেলা শ্রমিকদলের সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ইসলাম তরফদার তনুকে আসন্ন হবিগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী হিসেবে দেওয়ার দাবী জানান। গত শনিবার সন্ধ্যা ৭টায় পৌর শ্রমিকদলের কার্যালয়ে পৌর শ্রমিকদলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আমির আলী লস্কর হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ আতাব উল্লাহ, মোঃ সফিক মিয়া, মোঃ সিরাজ মিয়া, মোঃ মকছুদ মিয়া, মোঃ খসরু মিয়া, মোঃ বাচ্চু মিয়া, মোঃ শামসু মিয়া, মোঃ লিয়াকত মিয়া, মোঃ উস্তার মিয়া, কবির মিয়া, আবুল কালাম, শফিক মিয়া, চুন্নু মিয়া, জাবেদ তালুকদার, জয়নাল আবেদীন, বিল্লাল মিয়া, মোঃ আলী হোসেন, মোঃ কামাল মিয়া, ফুল ...
তেলিয়াপাড়া চা বাগানে যাত্রাগানের আড়ালে জমজমাট জুয়ার আসর
মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার ন্যাশনালটি কোম্পানী তেলিয়াপাড়া চা বাগানে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গত মঙ্গল থেকে যাত্রাপালা শুরু হয়েছে। সেই সাথে ওয়ানটেন, ঝান্ডি মন্ডু ও তাসের খেলার মাধ্যমে জমজমাট জুয়ার আসর চলছে। বাগানের নাচ ঘরের পশ্চিম সংলগ্ন সন্ধ্যা হলেই প্রকাশ্যে জুয়া খেলা শুরু হয়। দেখার যেন কেউ নেই। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত পর্যন্ত এই জুয়ার আসর চলেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের ছত্র ছায়ায় এ জুয়া খেলা শুরু হয়েছিল। এতে করে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এলাকার অভিভাবকরাও দিশেহারা হয়ে পড়েছেন। এ জুয়া খেলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন ওই এলাকার সচেতন মহল।
বাবা হলেন ফারুক মাহমুদ
স্টাফ রিপোর্টার : মাহী’র বাবা হলেন যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ। চুনারুঘাট থানা কউমিনিটি পুলিশিং প্রচার সম্পাদক, রাণীগাঁও ইউনিয়ন কউমিনিটি পুলিশিং আহ্বায়ক কমিটির সদস্য সচিব, চুনারুঘাট প্রেসক্লাবের সদস্য, রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও বর্তমান চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চুনারুঘাট রিপোটার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক ফারুক মাহমুদ- মোছাঃ নুসরাত জাহান মাহী’র বাবা হলেন। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বুধবার রাত ৩.৪০ মিনিটে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গাইনি বিভাগের ৪নং কেবিনে সাংবাদিক ফারুক মাহমুদের স্ত্রী নূরুন্নাহার শিমু ১ম কন্যা সন্তান জন্ম দেন। তাঁর নাম রাখা হয় মোছাঃ নুসরাত জাহান মাহী আর তাঁর বাবা হলেন, যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ, মা নূরুন নাহার শিমু। ...
সন্তানের নাম রাখার ক্ষেত্রে মুসলিম মা-বাবাকে ইসলাম প্রিয় হতে হবে
মাওঃ আবু তৈয়্যব আল হোসাইন : সজিব, ওমা, বর্ণনা, রুহান, শিমান্ত, ইশান, জিশান, সামির, সর্ণা, বিথি, নিহা, আকাশ, আবির, ইভা, অপু, তপু, নুহা, নেন্সি ও মম এগুলো কি কোন মুসলমান সন্তানের নাম হতে পারে? অথচ মুসলমানরা তাদের আদরের সন্তানকে সম্ভোধন করার জন্য এসব নামই নির্বাচন করছে। অত্যন্ত মায়াভরে এসব নামেই ডাকছে নিজের সন্তানকে। আজ কোথায় যাচ্ছে ইসলাম আর কোথায় যাচ্ছে মুসলিম কিছুই ভেবে পাচ্ছি না। পদে পদে মুসলমানরা মার খাচ্ছে, অপমান-অপদস্থ ও লাঞ্চিত-বঞ্চিত হচ্ছে। মুসলমানদের মধ্যে উমরের সাহস, আলীর হুংকার ও খালিদের তরবারি নেই। যে কারণে কাফের মুশরিকরা নির্ভয়ে মুসলমানদের উপর নির্যাতনের স্টিমরুলার চালাচ্ছে। আজও মুসলমানের গর্ভ থেকে উমর ইবনে খাত্তাব, শেরে খুদা আলী, খালিদ বিন ওয়ালিদ, উমর ইবনে ...