Daily Archives: October 14, 2015

‘ভালো মেয়ে হওয়ার দিন শেষ’

গ্লিটজ ডেস্ক : হলিউডের সর্বোচ্চ উপার্জনকারী নায়িকা তিনি। তারপরও পুরুষ সহকর্মীদের সঙ্গে তার পারিশ্রমিকে দেখা যায় আকাশ-পাতাল তফাৎ। ক্ষুব্ধ জেনিফার লরেন্স বলছেন, সহ-শিল্পীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেয়ে নিজের পাওয়া বুঝে নেয়ার ব্যাপারেই আগ্রহী তিনি। অভিনেত্রী লেনা ডানহামের ওয়েবসাইট ‘লেনি’তে এবার একটি খোলা চিঠি লিখে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অস্কারবিজয়ী এই তারকা। চিঠিতে লরেন্স জানান, দীর্ঘদিন ধরেই পারিশ্রমিক বৈষম্যের ব্যাপারটি তাকে কষ্ট দিচ্ছিল। কিন্তু সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে এই আশঙ্কায় মুখ খোলেননি তিনি। ২০১৪ সালে সনি পিকচার্সের কর্মকর্তাদের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় ‘আমেরিকান হাসল’ সিনেমায় কলাকুশলীরা কত পারিশ্রমিক পেয়েছিলেন তা আলোয় চলে আসে। এতে দেখা যায় ব্র্যাডলি কুপার, ক্রিশ্চিয়ান বেইলের চেয়ে অনেকটাই কম ছিল এমি অ্যাডামস ও লরেন্সের ...

বরিশালে গেইল, সিলেটে আফ্রিদি, ঢাকায় সাঙ্গাকারা

ক্রীড়া প্রতিবেদক : নিজেরা যোগাযোগ করে বেশ ক’জন ক্রিকেটারকে দলভুক্ত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের অনেকেই পারিশ্রমিক পাচ্ছেন বেধে দেওয়া ৭০ হাজার ডলারের বেশি। বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসমান ক্রিস গেইলকে নিশ্চিত করেছে বরিশাল। এর আগেও বিপিএলে বরিশালেই খেলেছেন গেইল। কুমার সাঙ্গাকারাকে নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। শহীদ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে সিলেট রয়্যালস। আফ্রিদি এর আগে খেলেছেন ঢাকার হয়ে। এছাড়াও আফ্রিদির সতীর্থ অলরাউন্ডার শোয়েব মালিককে নিশ্চিত করেছে কুমিল্লা, চট্টগ্রামে খেলবেন তিলকারতেœ দিলশান। দিলশানের লঙ্কান সতীর্থ অলরাউন্ডার থিসারা পেরেরা খেলবেন রংপুর রাইডার্সে। ‘প্লেয়াস বাই চয়েজ’-এর বাইরে ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ দেওয়ার কারণ জানালেন বিপিএলের সদস্য সচিব। “আমাদের টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা বাড়ানোর ...

মিনায় নিহতদের মধ্যে ৯২ জন বাংলাদেশি শনাক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক : ২৫ বছরে হজের সময় যতগুলো দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে এবারের ঘটনাতেই সবচেয়ে বেশি প্রাণহানী ঘটেছে। হজের মধ্যে মিনায় পদদলনে নিহতদের মধ্যে এ পর্যন্ত ৯২ জন বাংলাদেশিকে শনাক্ত করেছেন সৌদি আরবে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা। জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার পর্যন্ত তারা ৯২ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করতে পেরেছেন, এর মধ্যে পরিচয় জানা গেছে ৭৮ জনের। এখনও ৮০ জন বাংলাদেশি ‘নিখোঁজ’ রয়েছেন, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১ জন। হজের আনুষ্ঠানিকতার মধ্যে গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনায় ৭৬৯ জন নিহতের কথা সৌদি কর্তৃপক্ষ জানালেও এই সংখ্যা কয়েক হাজার বলে ইরানের দাবি। ইরান সরকার মিনার ঘটনায় ...