প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।

 

অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টান ॥ চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামের মরা খোয়াই নদী থেকে অজ্ঞাত এক মহিলা (৩০) এর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকার লোকজন জানায়, গত বৃহস্পতিবার দুপুর ২ টায় অজ্ঞাত মহিলার লাশ মরা খোয়াই নদীতে দেখতে পেয়ে চুনারুঘাট থানার পুলিশকে খবর দেয় হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে মহিলাকে হত্যা করে কে বা কারা ফেলে রেখে গেছে। পুলিশ লাশের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়। ময়না তদন্তের রির্পোট আসলে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। ঘটনার ১ সপ্তাহ পাড় হলেও অজ্ঞাত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। কি কারণে ওই মহিলাকে হত্যা করা হয়েছে? ...

স্বর্গীয় আরাধন চন্দ্র শীল এর চর্তুথ মৃত্যু বার্ষিকী পালন

চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা প্রখ্যাত সংগীত শিল্পী ওস্তাদ স্বর্গীয় আরাধন চন্দ্র শীল এর চর্তুথ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নরপতি নিজ বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে গরীব দুঃখী মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পরে তার জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলার ভক্ত অনুরাগীরা তার গুণকীর্তন করেন। স্বর্গীয় আরাধন চন্দ্র শীল গত ২০১০ সালের ২৬ এপ্রিল পরলোক গমন করেন।

পারিজাত পুষ্পের মালায় নতুন জেলা প্রশাসককে বরণ করল মনিপুরীরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ৪ মাস হল হবিগঞ্জে যোগদান করেছেন। কিন্তু শনিবার ১ম তিনি পরিদর্শন করেন চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে অবস্থিত মনীপুরিদের বিভিন্ন কার্যক্রম। এসময় ছয়শ্রী বিষ্ণুপ্রিয়া মনিপুরী সমাজ কল্যাণ সংস্থা ‘পারিজাত পুষ্পের মালা’ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে তাকে বরণ করে নেয়। বিদ্যুৎ না থাকায় জেনারেটর উপর নির্ভর করে সাজানো হয় আকর্ষনীয় স্টেজ। ছিল আলো আধারীর খেলা। সাউন্ড সিস্টেমের বিট অনেক দুর পর্যন্ত বিস্তৃত। আলো ঝলমলে স্টেজকে আরো বেশী আলোকিত করেন, বাংলাদেশ আইডলের ৩য় হওয়া মনীপুরি শিল্পী মন্টি। পরিবেশন করেন নজরুল গীতি, আব্দুল করিমের গানসহ বাংলাদেশ আইডলে যে সকল গান পরিবেশন করেছিলেন তার মধ্য থেকে বাছাইকৃত গান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ছিল আধুনিক আর লোকগীতির সমাহার। মৃদঙ্গের ...

প্রচন্ড গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রচন্ড গরমে উপজেলার গ্রাম ও পাহাড়ী অঞ্চলে ডায়রিয়া রোগ ব্যাপক আকারে দেখা দিয়েছে। গত কয়েকদিনে চুনারুঘাট হাসপাতালে ২’শ ১০জন ডায়রিয়া রোগীর চিকিৎসা নিয়েছে। প্রচন্ড গরমে ডায়রিয়াসহ, ভাইরাস জ্বর, চোখ ওঠা, শিশুদের নিউমোনিয়া ও হাপানিসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। তবে এসব রোগে আতঙ্কিত না হয়ে ডাক্তাররা সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। চুনারুঘাট হাসপতালে ডায়রিয়া রোগীদের খাবার স্যালাইন ও পুশিং স্যালাইনের চরম সংকট দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তিকৃত ডায়রিয়া রোগীরা খাবার স্যালাইন ও পুশিং স্যালাইন সরবরাহ না পেয়ে বাহিরের ফার্মেসীগুলো থেকে কিনে আনতে হচ্ছে। ফলে গরীব ডায়রিয়া রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট বাজারের ...

ভুমিদস্যূ মারাজ-সেলিম বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ নিয়াজপুর মৌজাবাসী

স্টাফ রিপোর্টার ॥ পেশায় জরিপকারী হলেও তার কর্মকান্ড পেশার সাথে মিল নেই। জরিপকারী পেশার আড়ালে তার কাজ হলো টাকার বিনিময়ে একের জমি অন্যের ভিতর ঢুকিয়ে দেয়া, বার বার মাপযোগ দিয়ে আর্থিক সুবিধা গ্রহণ এবং বিবাদ বিসম্বাদ সৃষ্টিকরা। জাল দলিল সৃষ্টি হুমকি ধামকি দিয়ে অসহায় নিরীহ লোকদের ভিটে মাটি গ্রাস করার অভিযোগও রয়েছে। কিন্তু সন্ত্রাসী বাহিনী লালন এবং প্রভাবশালীমহলের ছত্র ছায়ায় থাকায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে টু শব্দ করতে পারে না। তার দখলবাজির শিকার হয়ে বহু মানুষ সম্পদশালী হতে ভূমিহীন পরিণত হয়েছে। তাদের করুণ আর্তি, সহায় ফরিয়াদে এলাকার বাতাস ভারাক্রান্ত। এই বহুল আলোচিত ভূমি জালিয়াত চক্রের হোতার নাম মোঃ মারাজ মিয়া সরকার, পিতা- মৃত সুন্দর আলী সরকার। সে রাণীগাঁও ইউপির নিয়াজপুর ...

মাধবপুরে এক ডাক্তারের বিরুদ্ধে ভুয়া এমবিবিএস ব্যবহারের অভিযোগ সিভিল সার্জনের কাছে তদন্ত রিপোর্ট পেশ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের এমবিবিএস সার্টিফিকেট নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ করেছেন তার এমবিবিএস সার্টিফিকেট ভুয়া। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তের জন্য জেলা সিভিল সার্জন ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। জানা যায়, উপজেলার জগদীশপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মীর ইফতেখার উদ্দিনের বিরুদ্ধে এমবিবিএস না হয়েও নামের আগে এমবিবিএস লিখে যাচ্ছেন বলে এলাকাবাসী সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা সিভিল সার্জন বিষয়টি তদন্ত করার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশিস দেব নাথ, ডাক্তার ইমরুল হাসান ...

এরশাদের রাজনীতি-কি জনগনের জন্য? নাকি নিজের ভোগ-বিলাস ও আত্মরক্ষার জন্য?

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ জাতীয় পার্টির মহাসচিব পদ হাতবদল হয়েছে। হাওলাদার যুগের অবসান ঘটেছে। দীর্ঘ ১৪ বছর জাতীয় পার্টির নেতাকর্মীরা কার্যত হাওলাদারের চাতুর্য আর দু’মুখী নীতির কাছে জিম্মি ছিলেন। এখন শুরু হলো বাবলু যুগ। এ যুগ শুরু হতে না হতেই দলের নেতাকর্মীদের আশঙ্কা এরশাদের জাতীয় পার্টি কার্যত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগের মতোই রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হবে। কারণ, জাতীয় পার্টির রাজনীতি করলেও জিয়াউদ্দিন আহমদ বাবলু কার্যত আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত। আর এরশাদ জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করেন দাবি করলেও তার রাজনীতি জনগণের জন্য নয়। এমনকি দলের নেতাকর্মী সমর্থকদের জন্যও নয়। তার রাজনীতি নিজের জন্য। এরশাদের রাজনীতি জনগণের জন্য দাবি করা কার্যত সুকুমার রায়ের কবিতার ...

সিএনজির চালককে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সিএনজি স্টেশনের একদল পেশাদারী দূরবৃত্ত চুনারুঘাটের উত্তর নরপতি গ্রামের সিএনজির চালক মোঃ সেলিম তালুকদারকে পিটিয়ে গুরুতর আহত করেছে। জানাযায়, গতকাল সকাল ৬ টায় চুনারুঘাট আসার সময় নতুন ব্রীজ পয়েন্টে একদল অপরিচিত নাইট সিএনজি চালক ৪/৫জন যাত্রী তোলা নিয়ে সিএনজির চালক সেলিমকে বেধরক পিঠুনি দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আহত সেলিমকে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য চুনারুঘাট উপজেলার সিএনজি ও অন্যান্য যানবাহন চালকসহ সাধারণ মানুষ শায়েস্তাগঞ্জে পয়েন্টে দূরবৃত্তরা দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে নির্যাতিত হয়ে যাচ্ছেন।

৪ কোটি টাকার রাজস্ব ফাঁিকর আশংকা সুতাং নদী থেকে লিজের মেয়াদ শেষে বালু উত্তোলনের মহোৎসব

স্টাফ রিপোর্টার ॥ ৪ কোটি ৩৭ লাখ টকার রাজস্ব ফাকিঁ দিয়ে চুনারুঘাটের পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া সুতাং নদী থেকে একটি প্রভাবশালী রাজনৈতিক চক্র অবাধে বালু উত্তোলণ করছে। বালু উত্তোলণকারীরা কোন বাধা মানছে না। ৩০ চৈত্র সন পর্যন্ত বালু উত্তোলণের জন্য লিজ দেয়া হয় কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে রাজনৈতিক দলের ছত্র ছায়ায় অবাধে কোন প্রকার নিয়মনীতি তোয়াক্কা না করে বালু উত্তোলণের মহোৎসব চলছে। ফলে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হারিয়ে যাচ্ছে। জানাযায়, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের সুতাং নদীর ক ও খ অংশ যথাক্রমে বদরগাজী, মহিমাউড়া, লালচান্দ, আব্দুল্লাহপুর, পঞ্চাশ সহ কয়েকটি এলাকায় বালু উত্তোলণের জন্য সরকারি ভাবে লিজ দেয়া হয়। বাংলা সনের ৩০ চৈত্র লিজের মেয়াদ ...

প্রথম স্ত্রী দুবাই ॥ অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে ॥ নব বিবাহিত স্বামী-স্ত্রী আত্মগোপনে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পীরের বাজার ফার্নিচার ব্যবসায়ী মারিয়া ভিলার মালিক ভন্ড প্রতারক মোঃ ছায়েব আলীর সহোদর জালাল ওরফে বাবুল অবশেষে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিরেকে বিয়ে করেছে। অত্যন্ত গোপনীয়ভাবে হবিগঞ্জের রিচি গ্রামের আব্দুল মতিনের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দুবাইয়ে থাকা বাবুলের প্রথম স্ত্রী ছালেহা বেগমের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগে চুনারুঘাট থানার দারোগা হারুন মিয়া গত ২৬ এপ্রিল উপজেলা সদর পীরের বাজারে মারিয়া ভিলায় তল্লাশী চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভন্ড প্রতারক বাবুল তার নব-বিবাহিত স্ত্রীকে নিয়ে পালিয়ে আত্মগোপন করে। অনেক খোজাখুজির পরও জালাল ও তার স্ত্রীর সন্ধান পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশি গ্রেফতারের ভয়ে সে আত্মগোপনে রয়েছে। বিভিন্ন সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার দারগাঁও গ্রামের হাজী ...

মাধবপুরে ট্রেনে ডাকাতের হামলায় আহত ৩

আবুল হাসান ফায়েজ ॥ মাধবপুর উপজেলায় বাল্লা লোকাল ট্রেনে ডাকাতদের হামলায় একজন শিক্ষানবীশ আইনজীবীসহ তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে উপজেলার মনতলা স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রী শিক্ষানবীশ আইনজীবী সুলতান মাহমুদ জুয়েল জানায়, শনিবার বিকেলে বাল্লা ট্রেনটি ভৈরব থেকে শায়েস্তাগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি হবিগঞ্জের মনতলা স্টেশনের পৌছার আগেই রাত হয়ে যায়। এসময় মনতলা স্টেশন থেকে একসঙ্গে কয়েকজন লোক উঠে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই ডাকাতরা যাত্রীদের উপর হামলা চালায়। আহতদের মধ্যে মাধবপুর উপজেলার কালীকৃঞ্চনগর গ্রামের বাসিন্দা শিক্ষানবীশ আইনজীবী জুয়েল ও অজ্ঞাত পান ব্যবসায়ীকে শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ১৪২১ বঙ্গাব্দ শুরু উচ্ছাসিত বাঙালী জাতি

ইসমাইল হোসেন বাচ্চু ॥ কেউ মানুক আর না মানুক, আজ পহেলা বৈশাখ। ১৪২১ বঙ্গাব্দ। বছরের প্রথম দিন। রাত ১২টা ১ মিনিটে ১৪২০ বঙ্গাব্দ বিদায় নিয়ে দুয়ারে কড়া নেড়ে প্রবেশ করেছে বৈশাখ। অনেক স্মৃতি, বেদনা আর স্বপ্নে গাঁথা পুরাতন বছরকে পিছনে রেখে নতুন বছরের আগম ঘটলো। কবির ভাষায় দুয়ারে দাড়িয়ে বৈশাখ, চৈত্রের অবসান- গাহিতে চাহিছে হিয়া পুরাতন, ক্লান্ত বরষের সর্বশেষ গান। নতুন বছরকে স্বাগত জানাতে বাঙ্গালী জাতি প্রস্তুত। চুনারুঘাটেও চলছে ব্যাপক প্রস্তুতি। রবিবার বিকাল থেকেই চুনারুঘাটের বিভিন্ন সংগঠন ধুমধামে প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল মঙ্গলবার চুনারুঘাটের পীরের বাজারে বসবে শতবর্ষের ঐতিহ্য বৈশাখী মেলা। গৃহস্তালী জিনিসপত্র থেকে শুরু করে নিত্যপণ্যের পসরা বসবে এ মেলায়। গতকাল ছিল বাংলা ১৪২০ সালের বিদায় দিন। দিনটি চৈত্রসংক্রান্তি। ...

ভারতে সিমেন্ট রপ্তানির নামে তুঘলকি কারবার

নুরুল আমিন ॥ বাল্লা স্থলবন্দর দিয়ে ভারতে সিমেন্ট রপ্তানীর নামে চলছে তুঘলকি বানিজ্য। উভয় দেশের কাষ্টম কর্মকর্তাকে ম্যানেজ করে সিমেন্ট পাচার করার কারনে বিজিবি বা অন্যান্য সংস্থ্যা চোরাই মালামাল আটক করতে পারছেনা। কি পরিমান মালামাল ভারতে চালান হচ্ছে সে হিসেবও কেউ রাখতে পারছেন না। ব্যবসা চলছে ব্যবসায়ীদের নিজস্ব আইনে। ১১ এপ্রিল বাল্লা এলসি ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসামপাড়া বাজারের ভুইয়া এন্টার প্রাইজ নামের এক প্রতিষ্টান থেকে ৩১২ বস্তা ‘সেভেন রিং’ সিমেন্ট আটক করার পর বাল্লা স্থলবন্দর দিয়ে আমদানী-রপ্তানী বানজ্যি নিয়ে শুরু হয়েছে নতুন হিসেব-নিকাশ। ওই মালামাল আটকের পর মালামাল পরিবহন সংস্থা, কাষ্টম কর্মকর্তা, সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ভারতীয় ব্যবসায়ীদের মাঝে চলছে তোলপাড়। কিভাবে রপ্তানীযোগ্য সিমেন্ট খোলা বাজারে বিক্রি করা হয়েছে তার ...

চড়ক পূজাকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে উত্তেজনা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নের লখাইরগাঁও গ্রামে চড়ক পূজাকে কেন্দ্র করে মিরাশী, রাণীগাঁও ও সাটিয়াজুরী ইউনিয়নসহ চুনারুঘাটের তৌহিদী মানুষের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। আগামী শুক্র ও শনিবার এ পূজা অনুষ্ঠানের আয়োজন করায় ইসলাম ধর্মের (এরপর পৃষ্ঠা-২) অনুভুতিতে আঘাত আনার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও পীর মাশায়েক ও বিপুল সংখ্যক উলামায়ে কেরাম এর প্রতিবাদ জানিয়ে বলেন, আজ থেকে দেড় হাজার বছর আগে যে পূজাকে নিষিদ্ধ করা হয়েছিল বর্তমানে অতি উৎসাহি কিছু পূজারী এমন পূজার আয়োজন করে প্রতিপক্ষ তৈরী করার চেষ্টা করা হচ্ছে। জানা যায়, চড়ক পূজায় বিভিন্ন যাদু-মন্ত্র আর কৌশলে জিন্দা মানুষকে বর্সিতে টানিয়ে চড়ক করা হয়। একই কায়দায় হাত-পা উপর দিকে দিয়ে মাথা নিচে রেখে তার উপর ...

২ লাখ টাকায় রফাদফা

আমুরোড প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজিপুর ইউপির উসমানপুর গ্রামে গত বুধবার বিদ্যুত স্পর্শে ফজল হক নামে এক ব্যক্তির মৃত্যু হয়। জানা যায়, ওই ইউপির উসমানপুর গ্রামের মৃত আঃ ছালামের পূত্র হাবিবুজ্জামান বাবর তার বাড়ির সংলগ্ন মরিচ ক্ষেতের চারদিকে বিদ্যুতের তার টাঙ্গিয়ে রাখলে একই ইউপির জারুলিয়া মাইজগাওয়ের আঃ রহমানের পুত্র মোঃ ফজল হক (২৮) রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতস্পর্শে মারা যান। তৎক্ষনাত গ্রাম্য শালিশের মাধ্যমে নিহত ফজল হকের পরিবারকে ক্ষতিপূরন হিসেব হাবিবুজ্জামান বাবরের উপর ২ লাখ ২০ হাজার টাকা ধার্য করার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। পরে আইনি কার্য সম্পাদন শেষে ওই দিন আসর নামাজ শেষে পারিবারিক কবরস্তানে লাশ দাফন করা হয়। নিহত ফজল হকের স্ত্রী ও এক ছেলে রয়েছে।

পালিয়ে গিয়েও শেষ রক্ষা পায়নি তারা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক প্রবাসী স্ত্রী ৮ সন্তানের জননী ৫ সন্তানের জনক প্রেমিকের হাত ধরে নতুন ঘর বাধার জন্যে নিরুদ্দেশ হওয়ার ১৬ দিন পর দেবরের চুরির মামলায় বে-রসিক পুলিশ মৌলভীবাজার থেকে তাদেরকে গ্রেফতার করেছে। উপজেলার এখতেয়ারপুর গ্রামের দুবাই প্রবাসী রেনু মিয়ার স্ত্রী নার্গিস বেগম ৮ সন্তানের জননী একই গ্রামের প্রতিবেশি ৫ সন্তানের জনক মোশাইদ মিয়ার সঙ্গে বেশ কিছু দিন ধরে মন দেওয়া নেওয়ার এক পর্যায়ে তারা গত ১৭মার্চ ঘর বাধার স্বপ্ন দেখে নিরুদ্দেশ হয়। এরপর নার্গিসের দেবর জয়নাল আবেদীন তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করলে এসআই বাদশা আলম গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে মৌলভীবাজার শহরের ওয়াবদা রোড এলাকার জনৈক সুলেইমান মিয়ার বাসা থেকে তাদের আটক ...

ভারতীয় অফিসার চয়েজসহ ১ ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট বাল্লা সীমান্তের আসামপাড়ায় ভারতীয় নিষিদ্ধ অফিসার চয়েছসহ ফারুক মিয়া (২৫) কে আটক করেছে বিজিবি। জানা যায়, গত বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের বিত্তিতে বাল্লা সীমান্ত বি ও পি হাবিলদার খোরশেদ আলী টেকেরঘাট খোয়াই নদীর পাড়ে টেকেরঘাট গ্রামের মৃত জাহির মিয়ার পুত্র ফারুক মিয়াকে ৩ বোতল অফিসার চয়েছসহ হাতে নাতে আটক করে চুনারুঘাট থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাদের জেল হাজতে প্রেরন করে। মাদক আইন মামলা দায়ের করা হয়েছে।

আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৃথক দুটি মামলায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গত শনিবার রাত ৮টায় গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে থানার এস.আই মমিনুল ইসলাম গত শনিবার রাত ৮টায় উপজেলা সদরের পশ্চিম মাধবপুরে অভিযান চালিয়ে আড়াই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম কাইল্যাকে গ্রেফতার করেছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।